আজ আমি আপনাদের দেখাব কিভাবে মোবাইল ফ্রেমে সহজে আপনারা Screen Shot বসাতে পারবেন। স্মার্ট ফোন এর ফ্রেমের মধ্যে Screen Shot বসানো খুব ঝামেলা। প্রথমে গুগোল এ সার্চ দিয়ে ফ্রেম ডাউনলোড করা তারপর ফটো এডিটর দিয়ে কেটে টানাটানি করে সাইজ মত বসানো। তারপর কন ইফেক্ট ত দেয়া যায়না। কিন্তু আজ আপনাদের কাছে যে অ্যাপ রিভিউ করব এই অ্যাপ এর সাহায্যে সহযে আপ্নারা Screen Shot অ্যাড করত্তে পারবেন। তাহলে শুরু করি।

যা যা লাগবে :

  • প্রথমে এই আপ টি Play Store থেকে ডাউনলোড করে নিন।ডাউনলোড

নিয়ম:

অ্যাপ টি ডাউনলোড করে অ্যাপ টি ওপেন করেন এবং Intro স্লাইড করে Intro শেষ করে নিন।

এখানে অসংখ্য ফনের ফ্রেম আছে যেমন 3d, flat, Minimal এবং স্মার্ট ওয়াচ এর ফ্রেম।

এখান থেকে যেকন ফ্রেম সেলেক্ট করুন এখানে আমরা Nexus 4 সিলেক্ট করলাম।

এই স্ক্রিন আসার পর plus আইকন এ ক্লিক করুন। এবং আপনার Screen Shot সিলেক্ট করুন।

Screen Shot অ্যাড করার পর নিচের Screen Shot এর মত করে ইফেক্ট বার থেকে লাইট ইফেক্ট সিলেক্ট করুন।

এখন  পাসের More আইকন থেকে আরো ইফেক্ট বের করুন।

এরপর ফাইনালি উপর থেকে ডান করনারের Export সিলেক্ট করে Screen Shot সেভ করুন।

বাস কাজ শেষ পোস্ট ভাল লাগলে কমেন্ট এ যানাবেন।

ধন্যবাদ।

23 thoughts on "মোবাইল ফ্রেমের মধ্যে Screen Shot অ্যাড করুন খুব সহজে একটি মাত্র অ্যাপ এর মাধ্যমে কোন এডিটিং ছাড়া"

  1. adilxvr Author says:
    কাজের পোস্ট।
    আমি সবসময় use করি।
  2. Illusive Contributor says:
    Valo Post
  3. MD MASUD RANA Author says:
    ভাই দেখা যায় না কেন সস গুলা
  4. Sabit Ahmad Author Post Creator says:
    amr to thik ei dekhte passi
  5. MD Mizan Author says:
    ভাই স্ক্রিনসর্ট একটাও দেখা যায় না??
    1. Sabit Ahmad Author Post Creator says:
      free basics a dekha jassena
    2. Prince Contributor says:
      আমি তো FreeBssics থেকে ক্লিয়ার SS দেখছি
  6. Mustakim Contributor says:
    ss gulo dakha jai na vaw… ???
    1. Mustakim Contributor says:
      thanks bro…
  7. ArijitRoy Contributor says:
    সুন্দর পোস্ট!
  8. যাদের ফ্রিব্যসিকস থেকে স্ক্রিনসট দেখা যাচ্ছে না তাদের বলছি ফ্রিব্যাসিকস এপ ইউস করুন ।
    1. Arshad Prottoy Contributor says:
      free basic app dia log in hoina to trickbd te?
  9. Ovodro Contributor says:
    উপকারী একটি পোষ্ট।
    1. Sabit Ahmad Author Post Creator says:
      Thanks
  10. Âçcéss Grāñtëd Contributor says:
    আমার মুল্যবান মতামতপ্রিয় অথর, ভাই এই অসাধারন পোস্ট টি পড়ে অনেক উপকৃত হলাম, পোস্ট টি আসলেই অনেক উপকারি। এতো সুন্দর করে, কষ্ট করে বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ, স্ক্রিনশট গুলাও খুব ভালভাবে দিয়েছেন।
    এইরকম পোস্ট আরো চাই, যেন আরো নতুন কিছু জানতে পারি। আমি আপনার ফ্যান হয়ে গেলাম। ধন্যবাদ। Love Trickbd
    1. Sabit Ahmad Author Post Creator says:
      Thanks
  11. Opodartho Contributor says:
    আপনার নোটিফিকেশন বারে একটি বৃত্তাকার চিহ্ন দেখলাম। ওইটা কি?

Leave a Reply