Site icon Trickbd.com

আপনার হাতে থাকা মোবাইল ফোনটি আসল ও বৈধ কিনা জেনে নিন।

Unnamed

অবৈধ ও চোরাই পথে মোবাইল ফোন আমদানি বন্ধ করে বৈধ আমদানিকারক ও দেশীয় উদ্যোক্তাদের সুবিধার্থে ‘এনওসি অটোমেশন অ্যান্ড আইএমইআই ডাটাবেজ’ (এনএআইডি) চালু করা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তত্ত্বাবধানে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) আর্থিক সহায়তায় এনএআইডি চালু করা হয়েছে।

আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে তা আসল নাকি নকল ও বৈধ কি না জেনে নিন খুব সহজে।

এটা জানার জন্য আপনাকে ডায়েল করতে হবে *#06#

তার পর এই রকম ১৫ ডিজিটের আইএমইআই নম্বার দেখতে পাবেন। তা কপি করেন

তার পর মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন।
KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নাম্বার টা দিন।(উদাঃ KYD 353962090579800) ফ্রি তে পাঠিয়ে দিন 16002 এই নাম্বারে।

তার পর এটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিয়া হবে আপনার ফোন আসলে কি।

এবার আসি নতুন ফোন কিনার আগে কি ভাবে জানবেন

নতুন মোবাইল কেনার ক্ষেত্রে প্যাকেটের গায়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর থাবে

তা যে কোনো ফোন থেকে যানা যাবে তা জানার জন্য মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন।
KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নাম্বার টা দিন।(উদাঃ KYD 353962090579800) ফ্রি তে পাঠিয়ে দিন 16002 এই নাম্বারে।