অবৈধ ও চোরাই পথে মোবাইল ফোন আমদানি বন্ধ করে বৈধ আমদানিকারক ও দেশীয় উদ্যোক্তাদের সুবিধার্থে ‘এনওসি অটোমেশন অ্যান্ড আইএমইআই ডাটাবেজ’ (এনএআইডি) চালু করা হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তত্ত্বাবধানে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) আর্থিক সহায়তায় এনএআইডি চালু করা হয়েছে।
আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে তা আসল নাকি নকল ও বৈধ কি না জেনে নিন খুব সহজে।
এটা জানার জন্য আপনাকে ডায়েল করতে হবে *#06#
তার পর এই রকম ১৫ ডিজিটের আইএমইআই নম্বার দেখতে পাবেন। তা কপি করেন
তার পর মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন।
KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নাম্বার টা দিন।(উদাঃ KYD 353962090579800) ফ্রি তে পাঠিয়ে দিন 16002 এই নাম্বারে।
তার পর এটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিয়া হবে আপনার ফোন আসলে কি।
এবার আসি নতুন ফোন কিনার আগে কি ভাবে জানবেন
নতুন মোবাইল কেনার ক্ষেত্রে প্যাকেটের গায়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর থাবে
তা যে কোনো ফোন থেকে যানা যাবে তা জানার জন্য মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন।
KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নাম্বার টা দিন।(উদাঃ KYD 353962090579800) ফ্রি তে পাঠিয়ে দিন 16002 এই নাম্বারে।
এমনও তো হতে পারে, আপনি যে মেইলটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটা আপনার মেইল নয় ফলে মেইল আপনার নয় মানে ট্রিকবিডির আইডিটিও আপনার নয়।তাই,এটা সরাসরি এডমিন প্যানেলকে যানান (এভাবে অন্যসব পোস্টের মান নষ্ট না করে) আর যদি এডমিন প্যানেল রেসপন্স না করে তাহলে তো আপনার বুঝেই নেওয়া উচিত, এটা প্রাইভেচির ব্যাপার তাই যার তার মেইল চেন্স করা সম্ভব নয় তাদের পক্ষে।ওইযে অভিযোগ একটাই, মেইলটা কার!☺
এরপর তোমার পোষ্টে দেওয়া স্ক্রীনশট এর 15 নম্বর লিখে সেন্ড করলাম কিন্তু একই রেজাল্ট আসছে