সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে প্লে স্টোরে থাকা বাংলাদেশের নিষিদ্ধ অ্যাপস গুলো প্লে স্টোর থেকে বাংলাদেশে বসে কিভাবে ডাউনলোড করবেন।
বন্ধুরা এই সিস্টেমটা হয়তো অনেকে জানেন কিন্তু যারা জানেনা তাদের জন্য এই পোস্টটি।
<N——————————————————————————S
↓Touch Vpn ডাউনলোড লিঙ্কঃ(ApkPure)↓
N——————————————————————————-S
** কিভাবে প্লে স্টোর এ থাকা বাংলাদেশি নিষিদ্ধ অ্যাপস গুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন **
আমরা প্লে স্টোরে অনেক অ্যাপস দেখি বাংলাদেশ থেকে অ্যাপস গুলো ডাউনলোড হয় না ডাউনলোড করতে গেলে লেখা আসে This item is not available in your country. তারপর ঐ অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড না করে গুগল থেকে ডাউনলোড করি অনেক সময় গুগোল এ এইসব অ্যাপস পাওয়া যায় না। তাই আজ দেখাবো কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন।
প্রথমে আপনাদের একটি ভিপিএন লাগবে ভিপিএন একটা লিংক আমি দিয়েছি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনাদের কাছে যদি অন্য যে কোন ভিপিএন থাকে তাহলে ডাউনলোড করার প্রয়োজন নেই। কারণ এটা যে কোন ভিপিএন দিয়ে হবে যদি ইউ এস সার্ভার থাকে। তারপর vpn ট্ওপেন করুন।
united states দিয়ে কানেক্ট করুন।
তারপর আপনার মোবাইলে সেটিং অপশনে গিয়ে অ্যাপস বা অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে গুগল প্লে স্টোরে এ ক্লিক করুন।
তারপর ডাটা ক্লিয়ার দেন। ভিপিএন টা কিন্তু অবশ্যই কানেক্ট থাকা লাগবে।
তারপর আপনার প্রে স্টোর টি ওপেন করে ওই অ্যাপটি সার্চ করেন দেখবেন ইনস্টল বাটন চলে এসেছে তারপরে ডাউনলোড করে ইনজয় করুন অ্যাপটি।
N———————————————————————–S
বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন
যেকোন MX Player ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন সেট করুন। [ Modding পর্ব 1 ]
Fb Lite অ্যাপসে নাইট মোড বাটন এড করুন। [ Modding পর্ব 2 ]
MX Player Background Change + Snow Animation
Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।
কিভাবে Fb Lite ব্যাকগ্রাউন্ডে Particles বা মাকড়সার জালের মতন অ্যানিমেশন সেট করবেন।
N——————————————————————————-S
বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।
যোগাযোগঃ
Facebook– https://facebook.com/nsasns
Imo———– https://call.imo.im/nsasns
Email——– nitu.sabur@gmail.com