সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজ আপনাদের সামনে শেয়ার করতে আসলাম ফোন Reset দেয়ার পরও কিভাবে ফোনের সকল অ্যাপ এবং অ্যাপ এর ডাটা ফিরিয়ে আনবেন___।
এর জন্য একটি অ্যাপ লাগবে ।। আর একটা কথা এই সুবিধা শুধু রুট ফোনের জন্য ।।।
আমরা অনেক সময় ফোন রিসেট দিয়ে থাকি যার ফলে আমাদের ফোনের সকল অ্যাপ এবং অ্যাপ আর ডাটা হারিয়ে যায় ।। যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইমু, ব্রাউজার, এসব সোস্যাল অ্যাপ তো আমরা বর্তমানে সকলেই ব্যবহার করি ।। সো অনেক সময় ফোন স্লো কাজ করে তখন আমরা ফোন রিসেট দিই ফলে ফেসবুক, মেসেঞ্জার, ইমু, ব্রাউজার, ইত্যাদি ইত্যাদি আপ্পস থেকে আমাদের জিমেইল, ফেসবুক আইডি, হোয়াটস অ্যাপ এমনকি অনেক গেমস পাগল আছে ,,মনে করুন আপনি একটা গেমস এ ৪৪ লেভেল খেলেছেন অতপরঃ কোনো একটা কারনে ফোন রসেট দিয়েছেন যার ফলে আপনার গেমসটা আবার নতুন করে খেলা শুরু করা লাগবে ,, তাহলে আপনার কতটা খারাপ লাগবে একবার হিসাব করে দেখেছেন….?
কিন্তু আজকের এই পোষ্ট আপনার এসকল অসুবিধা থেকে আপনাকে রক্ষা করবে ।। এমনকি আপনার ফেসবুক আইডি পর্যন্ত লগিন থাকবে যতই রিসেট দিন না কেনো সব কিছুই আগের মতো থাকবে তাও আবার যেকোনো রুট ফোনে ।।
চলুন শুরু করা যাক
নিচ থেকে আপ্পটি Download করে নিন
↓↓↓ সবাই নিচের স্ক্রিনশট অনুসরন করুন ↓↓↓
প্রথমে Backup করতে হবে ।। সো আমরা Backup. করবো ।। ব্যাকআপ করতে নিচের স্ক্রিনশট অনুসরন করুন এবং সেই অনুযাই কাজ করুন ।। ((আমি আর বকবক করতে পারবো না আপনারা স্ক্রিনশট দেখে দেখে কাজ করুন)) Okay….???
Root permission চাইবে তখন Grant করে দিবেন….তারপর………..
যে অ্যাপ ব্যাকআপ করতে চান না সেটা আনসিলেক্ট করে দিবেন_____তারপর স্ক্রিনশটে দেখানো যায়গায় ক্লিক করবন ।।।
Backup হতে টাইম লাগবে ।।।
তারপর Successful হলে আপনার মেমরীতে Titanium Backup নামের একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে ।।। কখনো ভুলেও অই ফোল্ডার ডিলিট করবেন না তাহলে ফোন রিসেট দেয়ার পর কিন্তু ডাটাসহ অ্যাপ ফিরিয়ে আনতে পারবেন না ।।।।
আমি আমার ফোনে কাস্টম রম ইন্সটল করলাম আপনারা তো জানেনই কাস্টম রম ইন্সটল করার পর ফোনের সকল ডাটা হারিয়ে যায় কিন্তু যেহেতু আমি আমার সকল অ্যাপ ব্যাকআপ করে রেখেছি সেহেতু আমার ফোনের কিছুই হারাবে না ।।।।
এখন দেখুন ফোন রিসেট অথবে কাস্টম রম ইন্সটল দেয়ার পরও কিভাবে ডাটাসহ অ্যাপ ফিরিয়ে আনবেন
ফোন রিসেট দেয়ার পর পুনরায় Titanium backup Pro অ্যাপটা ইন্সটল করবেন তারপর রুট পারমিশন দিয়ে স্ক্রিনশট অনুসরন করে কাজ করবেন_____↓↓↓
এখন টিক মার্ক এ ক্লিক করলেই রিস্টরিং শুরু হবে___
ব্যাস এই পর্যন্তই ।।। এভাবেই ফোন রিসেট দেয়ার পরেও সকল অ্যাপ উইথ ডাটা ফিরিয়ে আনতে পারবেন ।।।।
ধন্যবাদ
HQ____Shakib
HQ Shakib |
but important work
পুরা তো ফানি পোস্ট মনে হলো,
আর টাইটেনিয়াম ব্যাক-আপ নিয়ে এর আগে অনেক পোস্ট আছে, চাইলে দেখতে পারেন।
লেখা ঠিক করেন।
তাইলে আর কি ব্যাক আপ হলো ?
nice post viya
.
.Ajj #FiraOs Custom RoM Install Korlam But Install Kore Delhi J “Font Camera ulta And Camera Focus Kore na…………….
Ki KorbO…?
plzz Help?