Site icon Trickbd.com

কি-বোর্ড এর থিম চেঞ্জ করুন কোনো রকম থার্ডপার্টি অ্যাপ ছাড়াই!

Unnamed

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন ? নিশ্চয়ই ভালো আছেন।মোবাইলের কিবোর্ড থাকা সত্ত্বেও আমরা অনেকেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে থাকি ,যা আমাদের র্যাম দখল করে থাকে ।যাদের র্যাম ৫১২ অথবা ১ জিবি তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে ওঠে ।আবার থার্ডপার্টি অ্যাপ গুলো যে ১০০% নিরাপদ কি’না তাও ঠিকমত জানেন না ।আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ সাইটে লগ‌ইন করে থাকেন তখন আপনার দেওয়া পাসওয়ার্ড যা দিয়ে সাইটে লগইন করবেন তা কিবোর্ড এ সেভ হয়ে থাকে ।থার্টি পার্টি অ্যাপগুলো সহজে আপনাকে বিপদে ফেলতে পারে।

আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনার মোবাইলেই কি বোর্ড রয়েছে যা ‌অন্যান্য থার্ডপার্টি অ্যাপ থেকে অধিকাংশেই ভালো।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শাওমি মোবাইল কিবোর্ড এ থীম কালার ইউজ করতে পারবেন ।
প্রথমে আপনি আপনার ফোনের Settings ⚙️ এ চলে যান নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন Additional Settings ওখানে ক্লিক করূন

এরপর দেখতে পারবেন Language And Input লেখা ওখানে ক্লিক করবেন ।

এরপর দেখতে পারবেন অনেকগুলো অপশন যেখানে আপনি অনেককিছু করতে পারেন ।এখানে G-Board এ ক্লিক করবেন ।

এরপর Theme নামে অপশনে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো কালার থীম যেগুলো খুব‌ই সুন্দর।


কোনো থীম ইউজ করার জন্য সেই থীম এ ক্লিক করে Apply ক্লিক করলেই হয়ে যাবে ।

আপনি চাইলে এখান থেকে কিবোর্ড এ যেকোনো দৃশ্য লাগাতে পারেন।এখানকার দৃশ্য গুলোও দেখতে অসাধারন।

ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন