হ্যালো বন্ধুরা,
আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনার মোবাইলেই কি বোর্ড রয়েছে যা অন্যান্য থার্ডপার্টি অ্যাপ থেকে অধিকাংশেই ভালো।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শাওমি মোবাইল কিবোর্ড এ থীম কালার ইউজ করতে পারবেন ।
প্রথমে আপনি আপনার ফোনের Settings ⚙️ এ চলে যান নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন Additional Settings ওখানে ক্লিক করূন
এরপর দেখতে পারবেন Language And Input লেখা ওখানে ক্লিক করবেন ।
এরপর দেখতে পারবেন অনেকগুলো অপশন যেখানে আপনি অনেককিছু করতে পারেন ।এখানে G-Board এ ক্লিক করবেন ।
এরপর Theme নামে অপশনে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো কালার থীম যেগুলো খুবই সুন্দর।
কোনো থীম ইউজ করার জন্য সেই থীম এ ক্লিক করে Apply ক্লিক করলেই হয়ে যাবে ।
আপনি চাইলে এখান থেকে কিবোর্ড এ যেকোনো দৃশ্য লাগাতে পারেন।এখানকার দৃশ্য গুলোও দেখতে অসাধারন।
ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন