হ্যালো বন্ধুরা,

কেমন আছেন ? নিশ্চয়ই ভালো আছেন।মোবাইলের কিবোর্ড থাকা সত্ত্বেও আমরা অনেকেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে থাকি ,যা আমাদের র্যাম দখল করে থাকে ।যাদের র্যাম ৫১২ অথবা ১ জিবি তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে ওঠে ।আবার থার্ডপার্টি অ্যাপ গুলো যে ১০০% নিরাপদ কি’না তাও ঠিকমত জানেন না ।আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ সাইটে লগ‌ইন করে থাকেন তখন আপনার দেওয়া পাসওয়ার্ড যা দিয়ে সাইটে লগইন করবেন তা কিবোর্ড এ সেভ হয়ে থাকে ।থার্টি পার্টি অ্যাপগুলো সহজে আপনাকে বিপদে ফেলতে পারে।

আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনার মোবাইলেই কি বোর্ড রয়েছে যা ‌অন্যান্য থার্ডপার্টি অ্যাপ থেকে অধিকাংশেই ভালো।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শাওমি মোবাইল কিবোর্ড এ থীম কালার ইউজ করতে পারবেন ।
প্রথমে আপনি আপনার ফোনের Settings ⚙️ এ চলে যান নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন Additional Settings ওখানে ক্লিক করূন

এরপর দেখতে পারবেন Language And Input লেখা ওখানে ক্লিক করবেন ।

এরপর দেখতে পারবেন অনেকগুলো অপশন যেখানে আপনি অনেককিছু করতে পারেন ।এখানে G-Board এ ক্লিক করবেন ।

এরপর Theme নামে অপশনে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো কালার থীম যেগুলো খুব‌ই সুন্দর।


কোনো থীম ইউজ করার জন্য সেই থীম এ ক্লিক করে Apply ক্লিক করলেই হয়ে যাবে ।

আপনি চাইলে এখান থেকে কিবোর্ড এ যেকোনো দৃশ্য লাগাতে পারেন।এখানকার দৃশ্য গুলোও দেখতে অসাধারন।

ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন

13 thoughts on "কি-বোর্ড এর থিম চেঞ্জ করুন কোনো রকম থার্ডপার্টি অ্যাপ ছাড়াই!"

  1. Ripon Mia Contributor says:
    টাইটেলে শাওমি লিখে দেন। না হলে রিপোর্ট দিতে বাধ্য হবো।
    1. Loriex Author Post Creator says:
      ভাইয়া অন্য ফোনেও এইরকম ফিচার থাকতে পারে
    2. Meghla Contributor says:
      title e xiaomi likhte hobe kno bujhlam na bepar ta?eta j kono phn ei hote pare,bortomaner pray sob phn ei Gboard thake,r onno gulateo install kora jai
    3. 444mdzahid Contributor says:
      আপনি অথরকে দেন আমি আপনাকে দিবো।???
    4. Ripon Mia Contributor says:
      ভাইয়া সব ফোনে হয় না।
      এই অপশন টা mi ফোনে অফিশিয়াল ভাবে দেওয়া।
  2. Sumon Contributor says:
    Google keyboard 5.1.23 এই ভার্সন ইনিস্টাল দিলেই করা যাবে
    1. Loriex Author Post Creator says:
      ঠিক বলতে পারছি না
  3. Tangible Belal Contributor says:
    Ata jkono phn ai hoi.. Apni “mi phones” e remove krn,,karon ota dakhe oneke vabbe je ata sudhu xiomi phn ar jonne..
  4. HQ SHAKIB Pro Author says:
    আচ্ছা ভাই থার্ড পার্টি অ্যাপ বলতে আপনি কোন অ্যাপগুলোর কথা বলছেন ?
    1. Loriex Author Post Creator says:
      আপনি হয়ত দেখে থাকবেন যে কোনও অ্যাপের নামে প্লে স্টোরে সার্চ করলে সেটির অফিশিয়াল অ্যাপ ছাড়াও আরও অনেক ধরনের অ্যাপ খুঁজে পাওয়া যায় যেগুলো অন্যান্য অ্যাপ ডেভেলপারের তৈরি। যেমন, আপনি যদি টুইটার অ্যাপটির নামে প্লে স্টোরে সার্চ করেন, তাহলে টুইটার কর্পোরেশনের তৈরি টুইটার অ্যাপ ছাড়াও আরো অনেক ধরনের টুইটার অ্যাপ পাবেন যেগুলো টুইটারের ডেভেলপ করা অ্যাপ নয়, বরং অন্যান্য ডেভেলপারের তৈরি যাদের টুইটারের সাথে কোনও সম্পর্ক নেই। তারা টুইটারের এপিআই ব্যবহার করে ওই একই ধরনের অ্যাপ তৈরি করেছে যেগুলোতে অফিশিয়াল টুইটার অ্যাপের তুলনায় অনেক বেশি ফিচার আছে বলে তারা দাবী করে থাকে। এই ধরনের অ্যাপগুলোই হচ্ছে থার্ড পার্টি অ্যাপ
  5. HQ SHAKIB Pro Author says:
    জ্বী ভাই । থার্ড পার্টি অ্যাপ তো চিনি । কিন্তু gboard অ্যাপ তো এমনিতেই ব্যাকগ্রাউন্ড থিম চেন্জ করা যায় । কিন্তু আপনি টাইটেলে বলেছেন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া । আর এই সিস্টেম টা তো সব ফোনেই হয় আর কোনো অ্যাপও লাগে না তাই থার্ড পার্টি অ্যাপের কথা উল্লেখ না করলেও পারতেন ।
    1. Loriex Author Post Creator says:
      ওকে । আমি দুঃখিত
  6. HQ SHAKIB Pro Author says:
    আরে ভাই দুঃখিত বলছেন কেনো ? আমরা আমরাই তো । আমি একটু বেশি কথা বলি , আমার যা মনে হইছে তাই বললাম আরকি । ধন্যবাদ

Leave a Reply