এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট অনেকটা প্লে স্টোরের মতোই সিকিউরিটি সম্পন্ন বলা চলে তাই ভয়ের কোন কারণ নেই ।
সর্বপ্রথম google.com এ যাবেন যাওয়ার পর নিচে দেখানো স্ক্রিনশট অনুযায়ী লিখে সার্চ করবেন তারপর নতুন একটি ওয়েব পেজ শুরু হবে, সেখানকার সবার উপরে যে পেজটি থাকবে সেটাতে ক্লিক করবেন। বুঝতে না পারলে নিচের স্ক্রিনশট দেখুন।
ক্লিক করার পরে ওই অ্যাপটি কে ডাউনলোড করে আপনাদের মোবাইলে ইন্সটল করে নিবেন। ডাউনলোড করে ইন্সটল করার প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং বাচ্চাদের কাজ তাই সেটা স্ক্রিনশট আকারে দেখানো হলো না আশা করি বুঝতে পারবেন।
তো ডাউনলোড হয়ে গেলে অ্যাপটির ইন্টারফেস এরকম দেখাবে।
এখন অ্যাপ এ প্রবেশ করার পর আপনি যে মেসেজটি পরিবর্তন করতে চান বা আপনার বন্ধুর পাঠানো হয় যে মেসেজটি টেক্সট চেঞ্জ করতে চান সেটার উপর ক্লিক করুন।
তারপর মেসেজের নাম, মেসেজ কবে পাঠানো হয়েছে এবং মেসেজ এর বডি বা মূল লেখা আপনি আপনার ইচ্ছামত চেঞ্জ করে নিতে পারবেন।
কাজ হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করে স্ক্রিনশট অনুযায়ী বাকি কাজটুকু করে নিবেন।
এখন চলুন আপনাদের প্রমান দেখিয়ে আসি। এটি আসলেই কাজ করে নাকি এর জন্য আপনি আপনার ডিফেল্ট মেসেঞ্জার এপে চলে যাবেন এবং দেখতে পাবেন আপনি যে যে বিষয় গুলো চেঞ্জ করেছিলেন সেই সেই বিষয়গুলো আপনাকে দেখানো হচ্ছে।
নিচের স্ক্রিনশট এর প্রমাণ দেওয়া আছে আমি যা যা চেঞ্জ করেছিলাম সেই চেঞ্জ কৃত অংশটাই মূল মেসেজে দেখানো হচ্ছে।
আশা করি বুঝতে পেরেছেন। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগাবে আমার পরবর্তী পোস্টের জন্য।
আর হ্যাঁ ট্রিকবিডিতে এটা আমার প্রথম পোস্ট ছিল তাই ভুল ত্রুটি থাকা অস্বাভাবিক নয়। যদি আমার কোন ভুল হয়ে থাকে তাহলে খারাপ ভাবে না বলে বুঝিয়ে ভুল অংশটুকু ধরিয়ে দিলে উপকৃত হব।
আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পোস্টে। আল্লাহ্ হাফেজ।