Site icon Trickbd.com

ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন এক ক্লিকে | Vidmate/Tubemate/Snaptube বা কোনো সাইট ছাড়া | Youtube Secret Tips

Unnamed


আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা ইউটিউবের ভিডিও গুলো vidmate বা tubemate বা কোনো ওয়েবসাইট ছাড়া ডাউনলোড করবেন। আপনি ভিডিওর লিংক সেন্ড করার মাধ্যমেই সেই ভিডিওটি ডাউনলোড করে ফেলতে পারবেন। সো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক….


.
.

  • এই কাজটির জন্য প্রথমেই আপনাদের টেলিগ্রাম অ্যাপটি থাকতে হবে। সো এটি ডাউনলোড করে নিন।
    .

    .
  • তারপর আপনারা আমার এই লিংক থেকে নিচের বোটটিতে ডুকে start বাটনে ক্লিক করুন। এই বোটটি সার্চ করলে খুজে পাবেন না।

    .
  • তারপর আপনি যে ভিডিও ডাউনলোড করতে চান সেটার লিংক কপি করে নিন।

    .
  • তারপর আবপর টেলিগ্রামে এসে লিংকটি সেন্ড করে দিন। আপনি চাইলে ইউটিউব থেকে সরাসরিই লিংকটা সেন্ড করে দিতে পারবেন।

    .
  • তারপর ২/৩সেকেন্ডের মধ্যে ভিডিও ফরম্যাট চলে আসবে। আপনার ইচ্ছা মতো ফরম্যাট ডাউনলোড করতে পারবেন। যে ফরম্যাট ডাউনলোড করবেন যাস্ট সেটাতে ক্লিক করবেন।


    .

  • তারপর ২/৩সেকেন্ডের মধ্যে ফাইলটি রেডি হয়ে যাবে। তারপর ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন।


  • .
    তারপর আপনার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। যেহেতু এটি একটি বোট সেহেতু এটা কতোদিন চলবে তার কোনো ঠিক নাই। সো যদি পরবর্তিতে এটা না চলে সেক্ষেত্রে আমি দায়ী নয়। আর তাছাড়া আমার কাছে এই ট্রিকটা ভিডিও ডাউনলোডের জন্য সবথেকে ইজি মনে হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

    ⚠️️ তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ। 

    এরকম আরো টেক রিলেটেড হেল্প এবং আপডেট সবার আগে পেতে গ্রুপে জয়েন হতে পারেন।

    Exit mobile version