আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা ইউটিউবের ভিডিও গুলো vidmate বা tubemate বা কোনো ওয়েবসাইট ছাড়া ডাউনলোড করবেন। আপনি ভিডিওর লিংক সেন্ড করার মাধ্যমেই সেই ভিডিওটি ডাউনলোড করে ফেলতে পারবেন। সো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক….


.
.

  • এই কাজটির জন্য প্রথমেই আপনাদের টেলিগ্রাম অ্যাপটি থাকতে হবে। সো এটি ডাউনলোড করে নিন।
    .

    .

  • তারপর আপনারা আমার এই লিংক থেকে নিচের বোটটিতে ডুকে start বাটনে ক্লিক করুন। এই বোটটি সার্চ করলে খুজে পাবেন না।

    .

  • তারপর আপনি যে ভিডিও ডাউনলোড করতে চান সেটার লিংক কপি করে নিন।

    .

  • তারপর আবপর টেলিগ্রামে এসে লিংকটি সেন্ড করে দিন। আপনি চাইলে ইউটিউব থেকে সরাসরিই লিংকটা সেন্ড করে দিতে পারবেন।

    .

  • তারপর ২/৩সেকেন্ডের মধ্যে ভিডিও ফরম্যাট চলে আসবে। আপনার ইচ্ছা মতো ফরম্যাট ডাউনলোড করতে পারবেন। যে ফরম্যাট ডাউনলোড করবেন যাস্ট সেটাতে ক্লিক করবেন।


    .

  • তারপর ২/৩সেকেন্ডের মধ্যে ফাইলটি রেডি হয়ে যাবে। তারপর ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন।


  • .
    তারপর আপনার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। যেহেতু এটি একটি বোট সেহেতু এটা কতোদিন চলবে তার কোনো ঠিক নাই। সো যদি পরবর্তিতে এটা না চলে সেক্ষেত্রে আমি দায়ী নয়। আর তাছাড়া আমার কাছে এই ট্রিকটা ভিডিও ডাউনলোডের জন্য সবথেকে ইজি মনে হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

    ⚠️ তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ। 

    এরকম আরো টেক রিলেটেড হেল্প এবং আপডেট সবার আগে পেতে গ্রুপে জয়েন হতে পারেন।

    7 thoughts on "ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন এক ক্লিকে | Vidmate/Tubemate/Snaptube বা কোনো সাইট ছাড়া | Youtube Secret Tips"

      1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
        কেন ব্রো? সিস্টেমটা কি খারাপ? ভিডম্যাট দিয়ে ডাউনলোড না করে যদি এভাবে টেলিগ্রাম দিয়ে ডাউনলোড করা যায় সেক্ষেত্রে এটা খারাপ বা লসের কোনো কিছু হলো? এটা তো আরো ইজি তাইনা। নাকি আপনি পিনিকের ভিতরে আছেন? আমার তো মনে হয়না যে আপনি মানসিক ভাবে সুস্থ। বিকজ তানাহলে এই ইজি ওয়েটাকে কোনোদিন নেগেটিব চোখে দেখতেন না। ধন্যবাদ
      2. Avatar photo Nadir Ahmed Contributor says:
        ভাইয়া…আপনি বললেন without any apk কিন্তু ভিতরে অন্যকিছু,টেলিগ্রাম কি কোনো এপ নয়….???
        আপনার এই আবুল মার্কা মেথড থেকে মনে হয়না কিছু শিখার আছে,,,
    1. Avatar photo MD Shakib Hasan Contributor says:
      Telegram সবার নাই। Vidmate app অনেক ভালো লিংক দিয়ে download করা যার আবার সার্চ করেও download করা যায়
      1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
        জি নাই। বাট ভিডম্যাটে বর্তমানে প্রবলেম হচ্ছে সেটা সকলেই জানে। যার জন্য এই পোষ্টটা করছি। আর তাছাড়া এই বোটের মধ্যেও সার্চ করে ভিডিও ডাউনলোড করা যায়। পাশাপাশি ইউটিউবে যেমন ভিডিও শেয়ারে গিয়ে ভিডম্যাটে ক্লিক করে ডাউনলোড করা যায় তেমনে এটাতেও তেমন ভাবেই করা যায়। আসলে কথাই আছেনা বুঝলে বুঝ পাতা না বুঝলে চা পাতা। এটাও ঠিক তেমনই।
    2. Avatar photo MD Shakib Hasan Contributor says:
      আপনারটা আপনি বুঝেন।????????
      1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
        জি এটাই বললাম। বুঝলে বুঝপাতা না বুঝলে চাপাতা।

    Leave a Reply