আসসালামু আলাইকুম ভিউয়ার্স
ফর ইওর কাইন্ড ইনফর্মেশন, আরো একটা কথা বলতে চাই যে এই অ্যাপটি তে কোনরকম প্রাইভেসি চুরি হবার সম্ভাবনা একেবারেই নেই ।কারণ এটি প্লেস্টরে অ্যাভেলেবল। আর আমরা সবাই জানি প্লে স্টরে যে সকল অ্যাপস গুলো থাকে সেগুলো সব সময় পূর্ণাঙ্গ সিকিউরিটির সঙ্গে রাখা হয় তাই ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক
সার্চ করার পর দেখতে পারবেন নিচের মত একটা ইন্টারফেস চলে এসেছে সেখানে অ্যাপটি ইন্সটল করার অপশন রয়েছে সেই ইনস্টল অপশনে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিন। মোটামুটি সাশ্রয়ী একটি অ্যাপ মানে অনেক কম এমবির।
তো অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করা হয়ে গেলে আপনাদের মোবাইলে ঠিক নিচের মত এরকম অ্যাপ এর ইন্টারফেস শো করবে।
অ্যাপটিতে সর্বপ্রথম ঢোকার পর প্রাইভেসি পলিসি ঠিক করে নিতে হবে নিচের স্ক্রিনশট অনুযায়ী ফলো করুন।
এখানে আপনাকে তারিখ সেট করতে হবে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নির্দিষ্ট সিমের সকল কল লিস্ট জানতে চান সেই তারিখটা সেট করুন। তারিখ সেট করার পরেই আপনাকে পিডিএফ ফাইলটি যে নামে সেভ করবেন সেই নাম দিতে হবে। তারিখ এবং নাম দেওয়ার পর আপনাকে নিচের স্ক্রীনশটএর মত এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে।
যে পারমিশন গুলো চাবে সেগুলো Allow করে দিন।
এখন আপনি আপনার ফাইল ম্যানেজার এ চলে যান এবং দেখুন অ্যাপটির নামের একটি ফোল্ডার তৈরি হয়েছে । আপনার ফাইল ম্যানেজার এ সেটাতে ক্লিক করুন (কখনো ফোন মেমোরি ছাড়া এসডি কার্ডে যাবেন না, এসডি কার্ডে গিয়ে খুঁজলে কিন্তু এই ফোল্ডারটা পাবেন না)
এখন ফোন মেমোরি থেকে কাংখিত ফোল্ডারে ক্লিক করার পর দেখবেন আপনার পিডিএফ ফাইলটি রেডি হয়ে আছে সেটাতে ক্লিক করুন। ক্লিক করলে নিচের মত একটি পিডিএফ ফাইল তৈরি হবে যেটাতে সকল ইনফরমেশন আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিয়েছিলেন সব ইনফরমেশন কারেক্টলি দেওয়া আছে।
যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং এটা হতে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই পোস্টে একটা লাইক এবং কমেন্ট করবেন ।কারন আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগাবে আমার পরবর্তী পোস্টের জন্য।