Site icon Trickbd.com

প্রোফেশনাল ফ্লাশ লাইট এপস তৈরী করে তাতে এডস বসিয়ে টাকা আয় করুন (Paid AIA Free)

আজকের এই টিউটোরিয়ালটি নতুনদের জন্য যারা নতুন এপস তৈরী করা শিক্ষতে চাইছেন তাদেরই জন্য।  আইটিজানো এর সাথে থাকলে আপনি অল্প দিনের মধ্যেই আশা করছি এপস তৈরী করা শিক্ষে যাবেন।

আজকে আমাদের এপস ডেভোলোপের শুরুর মানে প্রথম পর্ব আজকে ফ্লাশ লাইট / টর্চ লাইট তৈরী করে এবং তারতে কিভাবে এডমব এর এডস বসিয়ে আয় করা যায় সেটায় দেখাবো।

আমি A-Z সম্পূর্ণটা এই পোস্টের মাধ্যমেই সহজেই বুঝিয়ে দিবো আমার মনে হয় সকলেই পারবেন তাই এপসটি তৈরী করতে৷

আরো একটু আনন্দের খবর হলো আমি ফ্রীতে আপনাদেরকে একটি প্রফেশনাল টর্চ লাইট এপস এর  এ.আই.এ (AIA) ফাইল দিয়ে দিবো।

এবার আসুন আমাদের ফ্লাশ লাইট তৈরীর কাজটি শুরু করে দেইঃ

প্রথমেই ফ্লাশ লাইটের (AIA) ফাইলটি ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।
https://drive.google.com/file/d/1hYGiJFeRC3qD8VOG3FpuXKwJeaqAly6F/view?usp=drivesdk

এবার এই লিংকে যান!
এবার গুগল প্লাস অথবা একাউন্ট তৈরী করে নিন।  এরপর লগইন করুন।

লগইন হয়ে গেলে উপরের স্ক্রিনশট এর মতো একটি ড্যাসবোর্ড পাবেন, সেখান থেকে Import Project এ ক্লিক করুন।

এবার ডাউনলোড করা (AIA) ফাইলটি ইম্পোর্ট করুন।


আপনার এপস তৈরী হয়ে গেছে, এখন কাজ হচ্ছে এডস দেওয়া, এডমব এর এডস বসানোর জন্য উপরের স্ক্রিনের মতো Admob_banner 1 এ ক্লিক করুন তাহলে তার ডানপাশে একটি এড ইউনিট কোড পাবেন কোডটা মুছে ঐখানে আপনার এডস কোড বসালেই এডস শো করবে।
এবার আসুন আপনার এডস কোড তৈরী করি৷

প্রথমে এই লিংকে যান।
আপনার জিমেইল দিয়ে সাইনআপ করে নিন৷
এরপর এডমব ওপেন হবে।
এবার মেনুতে ক্লিক করে Apps এ ক্লিক দিন।

এবার Add App এ ক্লিক করুন।


যেহুতু আমাদের তৈরীকৃত এপসটি আমরা এখনো প্লে স্টোরে আপলোড করি নি তাই No করে দিন৷

এবার এপসটির নাম এবং এন্ড্রয়েড সিলেক্টেড করুন।

ওকে এবার Create Ad Unit এ ক্লিক করুন।

যেহুতু আমাদের তৈরীকৃত এপসটিতে একটি মাত্র এডসই দেওয়া আছে সেটা আবার ব্যানার এড তাই আমরা ব্যানার এডস সিলেক্ট করব।

এডস এর নাম দিয়ে Create ad unit এ ক্লিক করুন।

এবার দেখানো এডস কোডটি কপি করে নিন।
এবং Kodular এ ফিরে এসে Banner Ad 1 এ এডস ইউনিটটি বসিয়ে দিন।

সবকাজ শেষ এবার আমরা আমাদের এপসটি টেস্ট করব, তার জন্য Export এ ক্লিক করে  Save. apk my computer এ ক্লিক করে এপসটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড হওয়ার পর এপসটি ওপেন করে লাইট অন করার পর যদি অন না হয় তাহলে আপনার ফোনের সেটিংসে যান-
এরপর Apps এ ক্লিক দিন।

আমাদের তৈরীকরা এপসটিতে ক্লিক করুন।

এবার Permission এ ক্লিক করুন।

প্রত্যেকটি পারমিশন দিয়ে দিন।

এবার এপস ওপেন করুন, লাইট অন করুন, দেখুন আপনার ফ্লাশ লাইট জ্বলছে।

আবার অফ করে দিন।
কি কেমন লাগছে?
আমিও যখন প্রথম এপস তৈরী করা শিক্ষেছিলাম তখন আমারও মনে মনে খুব আনন্দ লাগছিলো।
মানুষ আস্তে আস্তেই একসময় বড় হয় ঠিক তেমনি আইটিজানো’র সাথে থাকুন এক সময় আপনিও বড় একটি এপস ডেভোলোপার হয়ে উঠবেন।

পরবর্তী-তে আর্নিং এপস সহ নানান ধরণের এপস তৈরী করার টিউটোরিয়াল দিবো যদি আপনাদেরকে পাশে পায় ইনশাআল্লাহ।

পোস্টের বাইরে আমার কিছু এডসঃ

Publisher Ads

১!

২!

৩!