আজকের এই টিউটোরিয়ালটি নতুনদের জন্য যারা নতুন এপস তৈরী করা শিক্ষতে চাইছেন তাদেরই জন্য।  আইটিজানো এর সাথে থাকলে আপনি অল্প দিনের মধ্যেই আশা করছি এপস তৈরী করা শিক্ষে যাবেন।

আজকে আমাদের এপস ডেভোলোপের শুরুর মানে প্রথম পর্ব আজকে ফ্লাশ লাইট / টর্চ লাইট তৈরী করে এবং তারতে কিভাবে এডমব এর এডস বসিয়ে আয় করা যায় সেটায় দেখাবো।

আমি A-Z সম্পূর্ণটা এই পোস্টের মাধ্যমেই সহজেই বুঝিয়ে দিবো আমার মনে হয় সকলেই পারবেন তাই এপসটি তৈরী করতে৷

আরো একটু আনন্দের খবর হলো আমি ফ্রীতে আপনাদেরকে একটি প্রফেশনাল টর্চ লাইট এপস এর  এ.আই.এ (AIA) ফাইল দিয়ে দিবো।

এবার আসুন আমাদের ফ্লাশ লাইট তৈরীর কাজটি শুরু করে দেইঃ

প্রথমেই ফ্লাশ লাইটের (AIA) ফাইলটি ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।
https://drive.google.com/file/d/1hYGiJFeRC3qD8VOG3FpuXKwJeaqAly6F/view?usp=drivesdk

এবার এই লিংকে যান!
এবার গুগল প্লাস অথবা একাউন্ট তৈরী করে নিন।  এরপর লগইন করুন।

লগইন হয়ে গেলে উপরের স্ক্রিনশট এর মতো একটি ড্যাসবোর্ড পাবেন, সেখান থেকে Import Project এ ক্লিক করুন।

এবার ডাউনলোড করা (AIA) ফাইলটি ইম্পোর্ট করুন।


আপনার এপস তৈরী হয়ে গেছে, এখন কাজ হচ্ছে এডস দেওয়া, এডমব এর এডস বসানোর জন্য উপরের স্ক্রিনের মতো Admob_banner 1 এ ক্লিক করুন তাহলে তার ডানপাশে একটি এড ইউনিট কোড পাবেন কোডটা মুছে ঐখানে আপনার এডস কোড বসালেই এডস শো করবে।
এবার আসুন আপনার এডস কোড তৈরী করি৷

প্রথমে এই লিংকে যান।
আপনার জিমেইল দিয়ে সাইনআপ করে নিন৷
এরপর এডমব ওপেন হবে।
এবার মেনুতে ক্লিক করে Apps এ ক্লিক দিন।

এবার Add App এ ক্লিক করুন।


যেহুতু আমাদের তৈরীকৃত এপসটি আমরা এখনো প্লে স্টোরে আপলোড করি নি তাই No করে দিন৷

এবার এপসটির নাম এবং এন্ড্রয়েড সিলেক্টেড করুন।

ওকে এবার Create Ad Unit এ ক্লিক করুন।

যেহুতু আমাদের তৈরীকৃত এপসটিতে একটি মাত্র এডসই দেওয়া আছে সেটা আবার ব্যানার এড তাই আমরা ব্যানার এডস সিলেক্ট করব।

এডস এর নাম দিয়ে Create ad unit এ ক্লিক করুন।

এবার দেখানো এডস কোডটি কপি করে নিন।
এবং Kodular এ ফিরে এসে Banner Ad 1 এ এডস ইউনিটটি বসিয়ে দিন।

সবকাজ শেষ এবার আমরা আমাদের এপসটি টেস্ট করব, তার জন্য Export এ ক্লিক করে  Save. apk my computer এ ক্লিক করে এপসটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড হওয়ার পর এপসটি ওপেন করে লাইট অন করার পর যদি অন না হয় তাহলে আপনার ফোনের সেটিংসে যান-
এরপর Apps এ ক্লিক দিন।

আমাদের তৈরীকরা এপসটিতে ক্লিক করুন।

এবার Permission এ ক্লিক করুন।

প্রত্যেকটি পারমিশন দিয়ে দিন।

এবার এপস ওপেন করুন, লাইট অন করুন, দেখুন আপনার ফ্লাশ লাইট জ্বলছে।

আবার অফ করে দিন।
কি কেমন লাগছে?
আমিও যখন প্রথম এপস তৈরী করা শিক্ষেছিলাম তখন আমারও মনে মনে খুব আনন্দ লাগছিলো।
মানুষ আস্তে আস্তেই একসময় বড় হয় ঠিক তেমনি আইটিজানো’র সাথে থাকুন এক সময় আপনিও বড় একটি এপস ডেভোলোপার হয়ে উঠবেন।

পরবর্তী-তে আর্নিং এপস সহ নানান ধরণের এপস তৈরী করার টিউটোরিয়াল দিবো যদি আপনাদেরকে পাশে পায় ইনশাআল্লাহ।

পোস্টের বাইরে আমার কিছু এডসঃ

Publisher Ads

১!

২!

৩!

24 thoughts on "প্রোফেশনাল ফ্লাশ লাইট এপস তৈরী করে তাতে এডস বসিয়ে টাকা আয় করুন (Paid AIA Free)"

  1. Shaon Ahammed Siam Contributor says:
    Very good post vaiya pashe achi ok
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Thank you vai.a,
  2. YASIR-YCS Author says:
    Bro flashlight location permission নিয়ে কি করবে?
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      ফ্লাশলাইট জ্বলতে একটি পারমিশন প্রয়োজন হবে, পারমিশন ছাড়া লাইট জ্বলবে না।
    2. YASIR-YCS Author says:
      জিজ্ঞেস করলাম কি আন্সার দিলেন কি?
    3. Md Baijit Bustami Author Post Creator says:
      oh sorry mistake
  3. Md Baijit Bustami Author Post Creator says:
    Flashlight e location permission lagbe na. Tobuo diye dilam tate khoti ki?
    1. YASIR-YCS Author says:
      ক্ষতি কি!! এইটা কি বললেন। আপনি কি জানেন না লোকেশন পার্মিশন দেয়ার ফলে কি কি একসেস করতে পারে App টি
    2. Md Baijit Bustami Author Post Creator says:
      যায় করুক না কেনো ক্ষতি করবে না।
    3. atikraz Contributor says:
      দাল ম্যা কুছ কালা হায়।
      আবার ক্যামেরা পার্মিশনও চান।
      এই পর্যন্ত কয়জনের গোপন ভিডিও চুরি করলেন?
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Tnx
  4. MD Shakibur Rahman Contributor says:
    great post bro……
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Thank you.
  5. Nazmul Islam Author says:
    asob app to admob ads ase na.ar kaj korlei disable.tokhon ki korben
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Eta shudu matro shekarnor jonno kora.
    2. Md Baijit Bustami Author Post Creator says:
      Apps banate na parle ba user ante na parle ads disbled to hobei.
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Tnx
  6. Mahfojur Rahman(Shakib) Contributor says:
    এটা পেইড কে বলছে,,???
    আমার কাছে আরো ৫ মাস আগে থেকেই রয়েছে এটা।
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Valo
  7. MD Delowar Hosan Contributor says:
    e-commerce app admin and user aia file ta hoby bro.?
  8. Asifkst Contributor says:
    Vai movie and live tv apps bananor tutorial dan

Leave a Reply