Site icon Trickbd.com

আপনি জানেন কি? ফোনে ডার্ক মোড অন করে রাখার সুবিধা কী?

বর্তমান সময়ে ডার্ক মোড বেশ ট্রেন্ডে আছে। সময়ের সাথে সাথে এর জনপ্রিয়তা বড়ছে। প্রায় সমস্ত অ্যাপ্লিকেশন এখন আপনাকে ডার্ক মোড এর সুবিধা প্রদান করে থাকে, এমনকি কিছু কিছু বিখ্যাত ওয়েবসাইট ও আপনাকে এটা ব্যবহারের অপশন প্রদান করে থাকে।

ডার্ক মোড আসলে কী?

ডার্ক মোড এমন একটি বস্তু যা আপনার অ্যাপ্লিকেশন সফটওয়ার এর ইউজার ইন্টারফেসে একটি ডার্ক অর্থাৎ কালো স্তরের সৃষ্টি করে। এই ডার্ক মোড এর ব্যাবহার প্রধানত এনার্জি সেভিং এবং স্ক্রীন এর চমক কমানোর জন্য করা হয়।

আপনার মোবাইলে বা পার্সোনাল কম্পিউটারে ডার্ক মোড ব্যাবহার করার নানবিধ সুবিধা রয়েছে। ঠিক এইভাবে এইটি ব্যবহারের কিছু খারাপ দিক ও রয়েছে।

Image: Dark mode in my mobile device.

ডার্ক মোড এর সুবিধা:

ডার্ক মোড এর অসুবিধা:


ভালো লাগলে একটি ? Like দিতে পারেন। ??

যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com

ধন্যবাদ ৷
Exit mobile version