বর্তমান সময়ে ডার্ক মোড বেশ ট্রেন্ডে আছে। সময়ের সাথে সাথে এর জনপ্রিয়তা বড়ছে। প্রায় সমস্ত অ্যাপ্লিকেশন এখন আপনাকে ডার্ক মোড এর সুবিধা প্রদান করে থাকে, এমনকি কিছু কিছু বিখ্যাত ওয়েবসাইট ও আপনাকে এটা ব্যবহারের অপশন প্রদান করে থাকে।

ডার্ক মোড আসলে কী?

ডার্ক মোড এমন একটি বস্তু যা আপনার অ্যাপ্লিকেশন সফটওয়ার এর ইউজার ইন্টারফেসে একটি ডার্ক অর্থাৎ কালো স্তরের সৃষ্টি করে। এই ডার্ক মোড এর ব্যাবহার প্রধানত এনার্জি সেভিং এবং স্ক্রীন এর চমক কমানোর জন্য করা হয়।

আপনার মোবাইলে বা পার্সোনাল কম্পিউটারে ডার্ক মোড ব্যাবহার করার নানবিধ সুবিধা রয়েছে। ঠিক এইভাবে এইটি ব্যবহারের কিছু খারাপ দিক ও রয়েছে।

Image: Dark mode in my mobile device.

ডার্ক মোড এর সুবিধা:

  • যদি আপনার ডিভাইস এ OLED(organic light-emitting diode) এবং AMOLED ডিসপ্লে রয়েছে তাহলে এই ডার্ক মোড আপনাকে ব্যাটারি পাওয়ার সেভিং এ সাহায্য করবে।
  • যেহেতু ডার্ক মোড ব্যবহারের সময় ডিসপ্লের অধিকাংশ স্থান কালো হয়ে থাকে, এতে ডিসপ্লে থেকে আগত নীল আলোর পরিমাণ কমে যায়। তাছাড়াও ডিসপ্লে এর রিফ্লেকশন ও কম হয়।
  • ডার্ক মোড ব্যবহারের সময় বেশির ভাগ স্থান কালো থাকায় তা চোখের পক্ষে আরামদায়ক হয়।

ডার্ক মোড এর অসুবিধা:

  • কিছু কিছু অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত ডার্ক মোড এর সাথে ঠিকমতো অপটিমাইজ নয়। এক্ষেত্রে আপনাকে পরিষ্কার ভিসুয়াল পেতে সমস্যা হতে পারে।
  • অধিক আলো যুক্ত স্থানে ডার্ক মোড ব্যাবহার করলে ডিসপ্লে এর লেখাগুলি যেন আবছা মনে হয়।

ভালো লাগলে একটি ? Like দিতে পারেন। ??

যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com

ধন্যবাদ ৷

17 thoughts on "আপনি জানেন কি? ফোনে ডার্ক মোড অন করে রাখার সুবিধা কী?"

    1. sopon Author Post Creator says:
      ?
    1. sopon Author Post Creator says:
      ? ? ??
  1. VIP Contributor says:
    Hayre post!
    Aro coto hole valo hoto
    1. sopon Author Post Creator says:
      পোস্ট ছোট হলে পুরা বিষয় ধারনা দেওয়া আছে ৷
      যদি স্ক্রিনসুট দিয়ে ভরে রাখতাম তাহলে কি বলতেন? বড় পোস্ট ৷
  2. Abdul Quddus Contributor says:
    কিন্তু ফোনে ডার্ক মোড কিভাবে করে? আমার মোবাইল Samsung S7 Edge. ডার্ক মোডের অপশন কোথায়?
    1. Walker #28000 Author says:
      Sob phone e dark mode thake na.. Android 10 + hole dark mode paben.
    2. sopon Author Post Creator says:
      Walker #28000 .. ঠিক বলেছে ৷ শুধু এ্যান্ড্রয়েড ১০ ও ১০+ ভারসনের হবে ৷

      ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্য করার জন্য ৷

    1. sopon Author Post Creator says:
      ? mane ki?
  3. Walker #28000 Author says:
    aro ektu choto korle valo hoto 🙂
    1. sopon Author Post Creator says:
      Post choto holeo purapuri bisoi tule dhora ase tai noy ki.
    1. sopon Author Post Creator says:
      ?
  4. Mahamud-Al Mehedi Hasan Contributor says:
    Sob somoy Battery saver mode on kore rakhle ki mobile er kono khotikor dik ace ??
    1. sopon Author Post Creator says:
      Na.. borg valo thakbe charge.

      Thanks for conment

Leave a Reply