Site icon Trickbd.com

কিভাবে ইন্টারনেট স্পিড হ্যাক করবেন version2.0(for Androaid & wifi User)

Howdy Everyone,

গতদিনের পোষ্টে  দেখানে হয়েছিল Pc সিস্টেমের জন্য, তো অনেকেই androaid এর জন্য অনেকেই জানতে চেয়েছেন । মোটামোটি Google-এ এই বিষয়ে ঘাটাঘাটি করলে এই বিষয়ে কিছু ধারনা পেয়ে যেতেন । তবুও আমি চেষ্টা করব androaid এর জন্য processটা যথাযথ ব্যাখ্যা করার-

কিছু কথা-

শুধুমাত্র যখন আপনার কোনো বড় কিছু ডাউনলোডের প্রয়োজন পড়বে এবং দ্রুত সময়ে জরুরী কিছু ফাইল ডাউনলোডের দরকার হবে তখনই এই পদ্ধতিতে ডাউনলোড করে নেবেন। সবসময় এটা দিয়ে ব্রাউজিং চালিয়ে গেলে তো ISP এর ব্লক খাবেনই! তাছাড়া মুভি / টিভি সিরিজ এটা দিয়ে ডাউনলোডের কি প্রয়োজন? আপনার জন্য হাই স্পিডি BDIX সার্ভার তো আছেন সেটা ব্যবহার করুন। আপনার লোকাল/ যেকোন ISP এর অন্তর্ভুক্ত BDIX FTP server-গুলো generate করতে পারবেন playstore এর মাত্র 4.4MB এর একটি app দিয়ে Download link 

 

✿তো মূল কথায় ফিরে আসি, মোবাইলে প্রক্সি দিয়ে নেট চালাতে হলে আপনার চাই রুটেট অ্যান্ড্রয়েড ডিভাইস। তবে যাদের রুট ডিভাইস নেই তাদের জন্যও রয়েছে সলিউশন। তবে প্রথমে রুটেট ডিভাইস দিয়ে শুরু করি।

 

﹄রুটেট অ্যান্ড্রয়েড﹃


প্রথমে প্লেস্টোর থেকে এই অ্যাপটি নামিয়ে নিন। App link
অ্যাপটি ওপেন করুন। এবার হোস্ট ঘরে প্রক্সি আইপি বসান, পোর্টে ঘরে পোর্ট বসান আর Proxy Type ঘরে Socks 4 দিন।         

প্রক্সি-port পাবার জন্য প্রক্সিডিবি ওয়েবসাইটটি ব্যবহার করুন।  website link

অনেক simple !! তাই না ?
➤trickbd-তে recently root নিয়ে একটা বিশাল post করা হয়েছে, androaid device root করার আগে অবশ্যই
ঐ পোষ্টটি পড়ে নিবেন
Post BY “ইমরুজ ভাই”  

 

﹄আনরুটেড﹃

রুট ছাড়া ডিভাইসে কিছু লিমিটেশন রয়েছে। শুধুমাত্র মাজিলা ফায়ারফক্স ব্রাউজারের বিল্ট ইন সেটিংয়ে প্রক্সি দিয়ে আপনাকে এই ব্রাউজারের মধ্যেই ডাউনলোড এবং ব্রাউজিং সেরে নিতে হবে।

এ জন্য প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করুন। Download link

এবার এড্রেস বারে লিখুন about:config আর এন্টার দিন। এবার নিচের ঘরগুলো খুঁজে বের করে প্রক্সি আর পোর্ট বসান

network.proxy.socks. এখানে Socks 4 প্রক্সির আইপি দিন

network.proxy.socks_port. এখানে Socks 4 প্রক্সির Port দিন

network.proxy.type. এখানে ভ্যালু হিসেবে ১ লিখুন

socks 4 বলতে proxydb.com এ গিয়ে proxy আর port  generate এর আগে filter option এ socks 4 select করে নিবেন

 

⥷Pc-র সাহায্যে WiFi-কে হটস্পট বানিয়েও Androaid মোবাইলে ঝড়ের গতিতে Download করতে পারবেন⭃

সাধারণত মোবাইলের থেকে পিসিতে প্রক্সি ব্যবহার করা সহজ, গতপোষ্টে দেখিয়েছিলাম । যারা প্রক্সিফায়ার দিয়ে পিসিতে এই পদ্ধতি ব্যবহার করছেন তাদের জন্য এই সুযোগ। আপনি আপনার পিসির WiFi-কে আলাদা করে ওয়াইফাই হটস্পট বানিয়ে নিয়ে শেয়ার করতে পারবেন একাধিক androaid ডিভাইসে। এতে করে Androaid মোবাইলের পাশাপাশি WiFi সমর্থিত যেকোনো ডিভাইসেই হাই স্পিডি নেট উপভোগ করতে পারবেন।

☬এ জন্য আপনার লাগবে Virtual Router Plus নামের একটি ছোট্ট টুল/সফ্টওয়্যার।

Download Software (G-Drive link)

সফটওয়্যারটি একটি পোর্টেবল টুল (.exe) তাই ইন্সটলের ঝামেলা নেই ।

❖সফটওয়্যারটি চালু করুন।
❖আপনার ইচ্ছামত  SSID ঘরে WiFi এর জন্য একটি নাম সিলেক্ট করুন ।
❖নিচের ঘরে পাসওর্য়াড দিন এবং Shared Connection ঘরে আপনার পিসি / ল্যাপটপের Main WiFi টি সিলেক্ট করুন, যেটাকে Hotspot বানিয়ে ব্যবহার করতে চাচ্ছেন।

এই প্রসেস এ করলে মোবাইলে হাই স্পিডি নেট উপভোগ করতে পারবেন রুট/mozila firefox ব্যবহার না করেই

⚠️পরিশেষে আবার মনে করিয়ে দিতে চাই নরমাল Browsing এর জন্য (facebook, Youtube, Trickbd, other platform)
8/9 MbPs নিয়ে কী করবেন বলুন তো ? যখন কোন বড় ফাইল এর film/software/Game Download করবেন তখন
মনের মাধুরী মিশিয়ে উপরোক্ত Process aplly করতে পারবেন।

আশাকরি বুঝতে পেরেছেন,
BYE                                                                                                                                                                                                              Message Me