আলোচনা:

যারা এন্ড্রয়েড ডিভাইস ইউজ করেন তাদের প্রায় সবারই Root শব্দটার সাথে পরিচয় আছে।

কিন্তু বেশিরভাগ লোকেই  এ সম্বন্ধে ভালোভাবে বুঝেনা।

তাই রুট করতে গিয়ে এবং রুট করার পর অনেক ভুলভাল  কাজ করে।

যার ফলে ডিভাইস ব্রিক হয় এবং ফলশ্রুতিতে বলা হয় যে, রুট করলে ফোনের ক্ষতি হয়।

অনলাইনে ছেড়া ছেড়া লাখ লাখ পোস্ট পাবেন রুট নিয়ে।

কিন্তু সঠিক মতামত, পদ্ধতি ও পরামর্শ নিয়ে কমপ্লিট কোনো পোস্ট নেই।

তাই আমার এই আর্টিকেলটি লেখা।

এই লাইনে নতুন হলে বা এক্সপার্ট না  হলে এই আর্টিকেল আপনার জন্য অবশ্যপাঠ্য।

তাই আর দেরি না করে চলুন  শুরু করা যাক।

Top 4 Solutions on How to Root Android Phone

প্রথমেই বলি

রুট কী?

Android Basics: What Is Root? « Android :: Gadget Hacks

আপনি যখন ডিকশনারিতে Root লিখে সার্চ দিবেন, তখন এর অর্থ পাবেন গাছের  শেকড় বা মূল।

কিন্তু লিনাক্সের (এন্ড্রয়েড হলো লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম) জগতে এর ব্যাখ্যা কিছুটা ভিন্ন।

এখানে রুট অর্থ বুঝায় Administrator বা প্রশাসকের ক্ষমতা।

অর্থাৎ, রুট হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ডিভাইসের মালিক ঐ ডিভাইসের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহারের অনুমতি পায়।

রুট কেনো?

Root শব্দের অর্থের (মূল) সাথে এর কাজের ও মিল রয়েছে।

সাধারণত আমরা যখন এন্ড্রয়েড ডিভাইস ইউজ করি, তখন এর বাইরের ফাইলগুলো দেখতে পাই।

সিস্টেমের কিছু ফাইল আলাদা সফটওয়্যার ব্যবহার করে দেখা গেলেও মূল ফাইলগুলো কিন্তু দেখা বা মোডিফাই করা যায়না।

যার ফলে ফোনে কোম্পানির দেয়া রেস্ট্রিকশন ভেঙে অতিরিক্ত সুবিধা পাওয়া সম্ভব হয়না।

কিন্তু আপনি যখন Root করবেন তখন আপনি হয়ে যাবেন SuperUser.

আপনি আপনার ডিভাইসটিকে এর হার্ডওয়্যারের ধারণক্ষমতার মধ্যে ইচ্ছেমত ইউজ করতে পারবেন।

 রুট করার সুবিধা কী?

The Benefits of Rooting your Android Phone | Tablet - YouTube

রুট করার সবচেয়ে বড় সুবিধা হলো সিস্টেম লেভেলে কাস্টমাইজেশন।
যেমন, রুট করার পর আপনি যখন ডিভাইসের SuperUser হয়ে যাবেন, তখন চাইলেই আপনি সিস্টেমের বিভিন্ন ফাইল এডিট ও রিপ্লেস করতে পারবেন।
উদাহরণ হিসেবে বলা যায়, Kernel Manager দিয়ে ক্লক স্পিড বাড়াতে বা কমাতে পারবেন।
ক্লক স্পিড বাড়ালে ভালো পারফরম্যান্স পাবেন।
আবার কমালে পারফরম্যান্স কমলেও ভালো ব্যাটারি ব্যাকাপ পাবেন।
এছাড়া Kernel এ আরো অনেক Tweak করা যায়।
এগুলো ছাড়াও অনেক এপস আছে যেগুলো SuperUser Permission বা Root Permission ছাড়া কাজ করেনা।
যেমন ধরুন Xposed Framework.
এই এক্সপোসড ফ্রেমওয়ার্ক নিয়ে আমার আগেও একটা বিস্তারিত পোস্ট আছে।
সময় পেলে দেখে নিতে পারেন।
এটি কিন্তু এন্ড্রয়েড ডিভাইসের কাস্টমাইজেশনের জন্য সবচেয়ে কার্যকর একটা সিস্টেম।

রুট কিভাবে করে?

How To Root Your Android Device Using KingRoot | WHITEDUST

এটা আসলে খুব কমন একটা প্রশ্ন হলেও এর উত্তর কিন্তু হাজারটা।
কারণ, প্রতিটি ডিভাইসের পদ্ধতি-ই আলাদা।
তাই আপনি চাইলেও একদম জোর দিয়ে বলতে পারবেননা যে এভাবে করলে হবে।
তবে যেকোনো ডিভাইসের জন্য একটা কমন পদ্ধতি আছে।
সেটা হলো কাস্টম রিকভারি পদ্ধতি।
কাস্টম রিকভারি সম্পর্কে নিচে আলাদা প্যারাগ্রাফ লিখবো।
ওখানে বিস্তারিত জানতে পারবেন।
তবে রুট করার ক্ষেত্রে যদি আপনার কাস্টম রিকভারি আগে থেকেই ইন্সটল করে রাখেন, তাহলে শুধু SuperSU.Zip অথবা Magisk.zip এই দুটো ফাইল রিকভারিতে গিয়ে ফ্লাশ দিলেই ডিভাইস রুট হয়ে যাবে।
এখন প্রশ্ন হলো,

SuperSU আর Magisk দুটোর মধ্যে কোনটা ভালো?

Magisk Vs SuperSU: What's the Difference?

এক্ষেত্রে কম ভার্সনের এন্ড্রয়েড ডিভাইসের  জন্য SuperSU এপ ভালো।
আর একটু বেশি ভার্সনের ডিভাইস হলে অবশ্যই Magisk ইউজ করতে হবে।
কারণ, Magisk অনেকটা Xposed Framework এর মতো।
এটাতে অনেক মজার মজার Add-ons ইউজ করা যায়।
যেগুলোকে Magisk Module বলে।
Magisk Manager ডিভাইসের SuperUser পারমিশন দেখাশোনার পাশাপাশি অতিরিক্ত অনেক সুবিধা দিয়ে থাকে।
তাই এটাকেই আমি এগিয়ে রাখবো।

কাস্টম রিকভারি ও এর সুবিধা সমূহ:

প্রত্যেক ডিভাইসেরই রিকভারি সুবিধা থাকে।
যাতে কোনো ক্ষতি হয়ে গেলে দ্রুত সময়ে রিকভার করা যায়।
যখন আমরা পাসওয়ার্ড ভুলে যাই তখন ফ্লাশ দিয়ে পাসওয়ার্ড সহ সব মুছে ফেলি।
ফলে Internal Storage এর সব ডাটা হারালেও ফোনে পাসওয়ার্ড ছাড়াই এক্সেস করা যায়।
এটা সাধারণত আমরা করি স্টক রিকভারি দিয়ে।
কিন্তু যদি কাস্টম রিকভারি থাকে, তাহলে খুব সহজেই কোনোপ্রকার ডাটা লস ছাড়াই শুধু পাসওয়ার্ডটা রিমুভ করা সম্ভব।
তখন অনেক গুরুত্বপূর্ণ ডাটা হারানোর হাত থেকে বাঁচা যায়।
আবার কাস্টম রিকভারি ছাড়া কাস্টম রম ফ্লাশ দেয়া অসম্ভব।
Custom Rom সম্পর্কে জানতে নিচের প্যারাগ্রাফ পড়তে পারেন।
এছাড়া ফোনের Kernel চেঞ্জ থেকে শুরু করে সব ধরনের এক্সপার্ট লেভেলের কাজের জন্য কাস্ট রিকভারি লাগবেই।
এছাড়াও ব্যাকাপ, রিস্টোর সহ আরো অনেক সুবিধা তো থাকছেই।
কাস্টম রিকভারি ইন্সটল করতে হলে পিসি/উইন্ডোজ চালিত ডিভাইস থাকা আবশ্যক।
তবে বর্তমানে এন্ড্রয়েড ও কম যায়না।
প্লে-স্টোরে Bugjaeger Mobile ADB নামের একটি এন্ড্রয়েড এপ আছে যা দিয়ে পিসি ছাড়াই দুটি এন্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে প্রায় সব কাজ করতে পারেন।
শুধু যেই ফোন থেকে কমান্ড ইনপুট নেবেন সেই ফোনে OTGOn the Go সাপোর্ট থাকতে হবে।
আর এই সিস্টেমটা Xiaomi এর ডিভাইসগুলোর ক্ষেত্রে খুব কাজের।
Top 5 Most Important Things to Do Before Rooting your Android | One Click Root

রুট করার আগে করণীয় কী?

আপনি যখন আপনার ডিভাইসটি রুট করবেন বলে স্থির করবেন, তখনই আপনাকে কিছু কাজ করতে হবে।
স্টেপ বাই স্টেপ নিচে দেয়া হলো।
  1. কাস্টম রিকভারি খুঁজে বের করা বা বানিয়ে নেয়া।
  2. SuperSU অথবা Magisk এর zip ফাইল ডাউনলোড করে রাখা।
  3. বুটলোডার আনলক করতে হলে তা করে নেয়া।
  4. কম্পিউটারের মাধ্যমে কাস্টম রিকভারি ফ্লাশ দেয়া।
  5.  কাস্টম রিকভারিতে ঢুকে রুট করার আগেই একবার পুরো রমের ব্যাকাপ নেয়া।
  6. এবার রিকভারির ইন্সটল অপশন থেকে SuperSU অথবা Magisk ফ্লাশ দিয়ে ফোন চালু করা।
  7. যদি কোনো কারণে ফোন চালু না হয়, তাহলে আগে থেকেই ব্যাকাপ নেয়া ফাইল রিস্টোর করলেই আবার আগের মতো হয়ে যাবে।

এই স্টেপগুলো ফলো করলে একদম শতভাগ সফল হওয়ার আশা করা যায়।

রুট করার পরে করণীয়:

অনেকেই বলে থাকেন রুট করার পরে ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে।

এটা আসলে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।

রুট করার পর আপনি এই ডিভাইসের পুরোপুরি মালিক বনে গেছেন।

আপনি যদি এটাকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারেন, তাহলে এটি আপনার বশ্যতা স্বীকার করবে।

অন্যথায় বেয়াড়া দাসের মতো আপনাকে ফেলে পালাবে।

রুট করার পর আপনার প্রথম ও শেষ কাজ হলো কাস্টম রিকভারি থেকে একবার ব্যাকাপ নেয়া।

এই ব্যাকাপ ফাইলের সাইজ ১ থেকে ২০/৩০ জিবি পর্যন্ত হতে পারে।

এটি আপনার সিস্টেম ফাইল ও ইন্সটল করা এপ এর উপর নির্ভর করবে।

তবে আমি একদম ফ্রেশ ব্যাকাপ নেয়ার পরামর্শ দিবো।

এতে ডিফল্ট অ্যাপস ছাড়া কোনো এক্সট্রা এপ ইন্সটল করা থাকবেনা।

ফলে সাইজ ও কম হবে।

এই ব্যাকাপ ফাইল আলাদাভাবে কোথাও আপলোড দিয়ে বা আলাদা মেমোরিতে রাখলে ভালো হয়।

যাতে করে পরে কোনো সমস্যা হলে রিস্টোর দিয়ে ফোন ঠিক করে নেয়া যায়।

আর কোনো কারণে এই ব্যাকাপ ফাইল ডিলিট হয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই।

কম্পিউটার দিয়ে স্টক রম ফ্লাশ দিলেই আবার ঠিক হয়ে যাবে।

তাই রুট করার পরে আর কোনো টেনশন নয়।

শুধু রুট করার পরেই না, কাস্টম রিকভারি ইন্সটল করার পরে আর কোনো টেনশন নেই।

আনরুট করতে চাই, কিভাবে?

Unroot Android Devices without a computer - Wikigain

অনেক তো হলো রুট নিয়ে কারবার। আর ভালো লাগছেনা। এবার আনরুট করতে চাই।

নিরাপদ পদ্ধতি কোনটা?

আটকে গেলেন?

কোনো সমস্যা নেই। স্টক রম ফ্লাশ দিয়ে ফেলুন। কেনার সময় ফোন যেমন ছিলো ঠিক তেমনই পাবেন।

– নাহ! হাতের কাছে পিসি নেই। অন্যকোনো সিস্টেমে করা যায়না?

-অবশ্যই যায়। আগে থেকে মেমোরিতে রাখা ফ্রেশ ব্যাকআপটা রিস্টোর করে নিন।

-ব্যাকআপ তো রুট করার পরে নিয়েছিলাম। এখন উপায়?

Magisk Manager/SuperSU এর সেটিং থেকে UnRoot/UnInstall করে নিন। অথবা চাইলে .zip ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে রিকভারিতে ফ্ল্যাশ করেও আনরুট করে নিতে পারেন আপনার সাধের এন্ড্রয়েড ডিভাইসটি।

বুট লোডার কী ও কিভাবে আনলক করে?

Bootloader

বুট লোডার হলো সিস্টেমের দরজা।

যা নরমাল ইউজার ও সুপার ইউজারকে আলাদা করে রাখে।

এটি দিয়ে বর্তমান সময়ের ফোনগুলো লক করে দেয়া হয়ে থাকে।

অনেকসময় অনেকে না বুঝে হুটহাট ডিভাইস রুট করে ফেলে/অন্যকোনো সিস্টেম লেভেলের কাজ করে ফেলে।

তখন ডিভাইসে সমস্যা দেখা দেয়।

তাই ডেভেলপাররা একটি প্রাইমারি সিকিউরিটি লক দিয়ে রাখে, যাতে কেউ সহজে সিস্টেমের কোনো ফাইলে এক্সেস না পায়।

যাকে আমরা বুটলোডার হিসেবে জানি।

যেসব ডিভাইসে বুটলোডার লক করা থাকে, সেগুলোতে Custom Recovery ইন্সটল থেকে শুরু করে যেকোনো কাজ করার করার পূর্বে আনলক করে নিতে হয়।

তানাহলে এসব ইন্সটল করা যাবেনা।

বুট লোডার আনলকের পদ্ধতি একেক ডিভাইসে একেকরম।

তাই এটিও সুনির্দিষ্টভাবে বলা যায়না।

তবে প্রত্যেক কোম্পানি বুটলোডার আনলক সাপোর্ট করে এবং নিজেরাই অনলাইনে এটা করে দেয়।

তাই এটা নিয়ে বেশি চিন্তার কিছু নেই।

তবে আমার মতে MI ব্রান্ডের ফোনগুলোতে এই কাজগুলো করা সহজ।

এশিয়ান ইউজার বেশি+ভালোভালো ডেভেলপাররা প্রায়ই এশিয়ান।

তাই খুব ভালো সাপোর্ট পাওয়া যায়।

কাস্টম রম কী ও কেনো?

Why You Should Use Custom ROM instead of Stock ROM in 2018

একটা ডিভাইস কেনার সময় যেই রম দেয়া থাকে, সেটা হলো Stock Rom.

কিন্তু আপনার হঠাৎ মনে হলো যে আইফোনের মত ডিজাইন ও ফিচার থাকলে কতই না ভালো হতো।

অথবা আপনি Samsung ইউজার হয়েও MI এর সব ফিচার ব্যবহার করতে চান।

তাহলে আপনাকে কাস্টম রমের দ্বারস্থ হতে হবে।

কাস্টম রম আপনার ডিভাইসের হার্ডওয়্যার বাড়াতে পারবেনা ঠিকই, কিন্তু অনেক অতিরিক্ত সুবিধা পাবেন যা আগে ছিলোনা।

যেমন, আপনার বন্ধুর OnePlus 7 Pro আছে।

তার ফোনের ইউজার ইন্টারফেস আপনার খুব ভালো লাগে।

কিন্তু এতো দামি ফোন কেনার সামর্থ্য নেই।

তাই আপনি OnePlus 7 Pro এর রমটাকে পোর্ট করে কাস্টম রম হিসেবে আপনার ফোনে ইন্সটল করলেন।

ফলে আপনার ফোনটি বাহ্যিকভাবে আগের মত থাকলেও ইউজ কতে গেলে দেখবেন পুরো ফোনটাই OnePlus 7 Pro হয়ে গেছে।

ফলে আপনিও আপনার বন্ধুর মতো তার ফোনের সব ফিচার ইউজ করতে পারবেন।

অর্থাৎ, কাস্টম রম হলো স্টক রমের বাইরে সেসব রম যা আপনার ডিভাইসে স্টক রমের পরিবর্তে ইউজ করতে পারেন।

এই রম অন্য ডিভাইস থেকে পোর্ট করা হতে পারে। আবার কোনো ডেভেলপারের তৈরি ও হতে পারে।

মোদ্দাকথা, স্টক রমের বাইরের সব রমই কাস্টম রম।

কাস্টম কার্নেলের সংজ্ঞা ও এর ব্যবহার:

Why Custom Kernel is good for your Android

কোনোকিছু চালনা করতে একজন চালক লাগে।

ইঞ্জিনের ক্ষমতার বাইরে যত দক্ষ হয় ঐ জিনিসটাও ঠিক ততটাই ভালোভাবে চলে।

এন্ড্রয়েড সিস্টেমের জগতে kernel -কে ও আমরা সিস্টেমের চালক হিসেবে বিবেচনা করতে পারি।

কারণ, এন্ড্রয়েড সিস্টেমের সব প্রসেসিং এর অধীনেই হয়ে থাকে।

তাই কার্নেল চাইলেই কোনো কাজকে ধীর বা গতিশীল করতে পারে।

স্টক রমে অফিসিয়ালি সবকিছু একটি নির্দিষ্ট প্যারামিটারে সেট করা থাকে।

ফলে সবকিছু ব্যালেন্সড পর্যায়ে থাকে।

অনেকসময় হয় কী, নির্দিষ্ট গতিতে চলতে থাকা ফোনটাকে বোরিং লাগতে শুরু করে।

তাই ইচ্ছে করে কিছুটা গতি বাড়ানোর। আবার অনেকসময় মনে হয় গতি না বাড়িয়ে বরঞ্চ ব্যাটারি ব্যাকাপটা বাড়াই।

আর এই কাজগুলো করার জন্য দরকার হয় Kernel এর দ্বারস্থ হওয়ার।

কার্নেলকে বুঝিয়ে সুঝিয়ে চাইলে এই কাজগুলো করিয়ে নেয়া সম্ভব।

সেজন্য দরকার সিস্টেমের মালিক হিসেবে নিজেকে প্রমাণের।

অর্থাৎ, রুট ইউজার/সুপার ইউজার হতে হবে আপনাকে।

তারপর কিছু ভ্যালু চেঞ্জ করে Kernel -কে আপনার কথায় নাচাতে পারবেন।

আবার চাইলে ডেভেলপারদের তৈরি কাস্টম কার্নেল ফ্লাশ দিয়েও আপনার কাজগুলো করিয়ে নিতে পারেন।

কাস্টম কার্নেল দিয়ে চালক পরিবর্তন করিয়ে নিলেন আর সে তার কাজ শুরু করলো।

ব্যাস!

সিস্টেম লেভেলের কাজের আরো কিছু সুবিধা:

  • GCam বা Google Camera – বর্তমানে গুগল ক্যামেরা একটি হট টপিক। গুগলের ডেভেলপ করা এই ক্যামেরা এপ্লিকেশনের সফটওয়্যার অপ্টিমাইজেশন এতটাই উন্নত যে, এই ক্যামেরায় ছবি তুললে অন্য যেকোনো ক্যামেরায় তোলা ছবির চেয়ে কয়েকগুণ ভালো ছবি আসবে। আর এর নাইটমোড নিয়ে তো কোনো কথা-ই হবেনা। রাতের অন্ধকারেও দিনের মতো ছবি আসলেই ভালো দেখায়। যাইহোক, এই ক্যামেরাটি ইন্সটল করতে গেলে প্রয়োজন হয় camera2api enable থাকার। বর্তমান বাজারের কিছু ফোনে এটি চালু করা থাকলেও অধিকাংশ ফোনেই এটি চালু থাকেনা। ফলে রুট করে/কাস্টম রিকভারির সাহায্যে এটি চালু করতে হয়। অন্যথায় GCam ঠিকমতো কাজ করেনা।
  • Hacking – বর্তমানে হ্যাকিং এন্ড্রেয়েডেও চলে এসেছে। যেহেতু এটি লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ওয়াইফাই হ্যাকিং/এটাকিং থেকে শুরু করে MITMMan in the Middle এর মতো অ্য়াটাকে ও রুট পারমিশন লাগে। আবার Termux এর কাজেও লাগে। এরকম শতশত কাজে রুট পারমিশন অবশ্যই প্রয়োজন।
  • Spoofing -অনেকসময় বিভিন্ন কাজে নিজেদের লোকেশন স্পুফিং/ফেইক লোকেশন শো করাতে হয়। VPN ইউজ করলে সুনির্দিষ্ট কোনো যায়গার লোকেশন পাওয়া যায়না। তাই স্পুফিং ই একমাত্র ভরসা। এছাড়াও Mac ID, Device ID ইত্যাদি পরিবর্তনেও রুট  পারমিশনের প্রয়োজন।
  • Modding -বিভিন্ন এপ মোডাইফাই করার এপ্লিকেশন, যেমন: Lucky Patcher, Jasi Patcher ইত্যাদি ব্যবহার করে এক্সট্রা সুবিধা নিতে গেলেও ডিভাইস রুট করতে হয়।

বর্তমানে কিছু Virtual OS এপ আছে যা দিয়ে একই ফোনে দুটো এন্ড্রয়েড ফোনের মতো সুবিধা নেয়া যায় এবং এগুলোতে রুট ও অটো দেয়া থাকে। ফলে রুট লেভেলের ছোটখাটো কাজগুলো এই এপগুলো দিয়েই সারানো যায়।

নোট:

এন্ড্রয়েডের জগত এতটাই বিশাল যে এতে ঢুকলে কুলকিনারা খুঁজে পাবেনা কেউ-ই। আপনি যতই ঘাটাঘাটি করবেন ততই নতুন দিগন্ত উম্মোচন করবেন। তাই এই জগতে কেউই সবজান্তা নয়। নতুন নতুন সমস্যা আসছে, আবার এর সমাধান ও বের হচ্ছে। তবে এতদিনে একটা বিষয় আমি ভালোভাবেই বুঝেছি, এন্ড্রয়েড ডিভাইসের হার্ডওয়্যার যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত ডিভাইস নষ্ট হওয়ার কোনো চান্স নেই। বড়জোর ব্রিক করবে। এরপর এটা বাইপাস করে একবার ফ্ল্যাশ দিলেই খেল খতম। তাই অযথা টেনশন না নিয়ে সবকিছু ভালোভাবে জেনে লেগে পড়ুন কাস্টমাইজেশনে।

আর ততক্ষণে পড়ে নিন পূর্ববর্তী সময়ে আমার লেখা রুট সম্পর্কিত কিছু আর্টিকেল।

[Root & Non Root] Lucky Patcher এর কাজ এবং ব্যবহার (সম্পূর্ণ)!

[RooT-Custom Recovery]ফোন স্লো?নো টেনশন!RawRZ (all in one) tweak আছেনা?

[Xposed/Root] বেস্ট মডিউল Wanam Xposed রিভিউ ও বিস্তারিত।

[Root/Xposed] Xposed Framework এবং Xposed Module বৃত্তান্ত (সম্পূর্ণ)।

বিঃদ্রঃ

প্রায় ১ বছর ধরে ড্রাফটে অবহেলিতভাবে পড়ে থাকা এই আর্টিকেলটি Shakib Molla ভাইয়ের বারবার অনুরোধে সম্পন্ন করলাম।

দীর্ঘ বিরতিতে থাকায় শেষটা যতটা ভালো হওয়ার কথা ছিলো ততটা হয়নি।

কিছু তথ্যের ঘাটতিও থাকতে পারে। আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই আর্টিকেলে সংযুক্ত সবগুলো ছবি-ই অনলাইন থেকে সংগৃহীত।

কিন্তু প্রতিটা অক্ষর আমার আঙ্গুলের চাপেই সৃষ্টি।

দৃষ্টি আকর্ষণঃ

বরাবরের মত আবারও বলছি,
আমার লেখা কপি করার চিন্তাও করবেন না।
সুস্থ্য মস্তিকের মানুষ হলে,

আশা করি মনে রাখবেন কথাটা।

আর একান্তই যদি কোনো প্রয়োজন হয়,তবে ফেইসবুকে ও টেলিগ্রামে নক করতে পারেন।
আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
নিয়মিত আপডেট পেতে আশা করি Subscribe করে রাখবেন।

“ধন্যবাদ”

117 thoughts on "Root, Custom Recovery, Custom Rom, Custom Kernel সহ সব এক্সপার্ট লেভেলের কাজের বিস্তারিত।"

  1. Shakib Molla Contributor says:
    বহুদিন পর পাবলিশ করলেন ভাই; অনেক দিন যাবত অপেক্ষা করার পর মনে শান্তি পাচ্ছি। আপনার কন্টেন্ট এর তুলনা হয়না! আবার ও বরাবর আগুন নামে একটা কন্টেন্ট পাবলিশ করলেন!
    ভালোবাসা ভাই! <3
    1. Emrus Legend Author Post Creator says:
      ??
  2. Xyber King Contributor says:
    Vaii jodi Vivo Y90 er bootloader unlock er post korle parten ba help dite parten onk upokar hoto onk din jabot try kortesi but kicutey unlock korte partesi nah??
    1. Emrus Legend Author Post Creator says:
      দয়া করে ইউটিউবে দেখুন।
      আমি Vivo ইউজ করিনি এখনো।
      এটা হয় কিনা দেখুন।
      https://youtu.be/qnJtKmcXzfE
  3. NS Sabur Legend Author says:
    Good post
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
  4. Abdus Sobhan Author says:
    onekdin pore holo dekha
    tokhon ami chilam contributor
    akhon hoyechi author
    1. Emrus Legend Author Post Creator says:
      প্রায় ১ বছর পর।
      অনেককিছুই চেঞ্জ হয়েছে এতোদিনে।
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
  5. Author says:
    অসাধারন পোস্ট। এরকম মানসম্মত পোস্টের জন্যই আমাদের মতো TECH LOVER রা অপেক্ষা করে। শুভ কামনা রইলো ব্রো। ♥
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
  6. Raihan rana Contributor says:
    Vi khub sundor Kore bujhiyechen,amio akjon custom rom user
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
  7. SAZID Contributor says:
    খুব সুন্দর করে গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ!
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ, আপনাকেও।
  8. Arif Contributor says:
    খুব ভালো করে সব কিছু বুঝিয়ে লিখেছেন ভাই ?
    যদিও আমি একজন Advance user, ২-৩ দিন পর পর ই রম চেঞ্জ করি ??
    Beginner দের জন্য আপনার লেখাটা পুরোপুরি হেল্পফুল হবে ☺
    1. Emrus Legend Author Post Creator says:
      নতুনদের হতাশা দেখেই লেখাটা শুরু করেছিলাম।
      পরে আর করা হয়নি।
  9. shakil2425 Contributor says:
    ????Osthir post ak kthai osadaron
    vai amar j2 core er custom recovery kutai pabo and install without pc ????????????
    plse ans
    1. Emrus Legend Author Post Creator says:
      গুগলসার্চ করুন।
      পাশাপাশি ইউটিউবে ও খুঁজে দেখুন।
      আশাকরি পেয়ে যাবেন।
      আর স্যামসাং ফোনের জন্য খুব সম্ভবত পিসি লাগবেই।
  10. sopon Author says:
    Valo lekhesen.
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ।
  11. Sakibur Rahman Contributor says:
    ভাই, আমার আপনার সাথে খুব দরকার একটা বিষয় নিয়ে কথা ছিলো।কোনভাবে একটু সময় দিতে পারবেন?
    আসলে আমার নোকিয়া ২ এন্ডোয়েড ফোনটি আপডেটের সময় অফ হয়ে যায়, এরপর থেকে অন করতে গেলে অটোমেটিক রিকোভারি মোডে চলে আসে,অথবা লোগোতে হ্যাং হয়ে থাকে।
    এটার একটি সলিউশন দিন প্লিজ।??
    1. Emrus Legend Author Post Creator says:
      Stock Rom ফ্ল্যাশ করুন।
      গুগল/ইউটিউবের সাহায্য নিন।
  12. Uzzal Mahamud Pro Author says:
    অনেক সুন্দর পোস্ট.!
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
  13. Dip Dey - Walker #57341 Contributor says:
    মন টা ভইরা গেলো
    1. Emrus Legend Author Post Creator says:
      শুনে খুশি হলাম।?
  14. mehedi8603 Contributor says:
    Onek info disen vaya…onk sundor hoice
    1. Emrus Legend Author Post Creator says:
      উৎসাহ পেলাম।
      ধন্যবাদ।
  15. Prince Contributor says:
    ভাই এক কথায় অসাধারণ পোস্ট, অনেক কিছু জানতে পারলাম ❤ @ইমরুজ
    1. Emrus Legend Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ, ভাইয়া।
  16. Nazmul Huda Contributor says:
    nice post.
    vai aponar aro post chai..
    asa kori niomito hoben…
    1. Emrus Legend Author Post Creator says:
      আগ্রহ পাইনা, ভাইয়া।
      আগের মতো একটিভিটি নেই কারো।
      লেখকদের কেউ উৎসাহ দেয়না এখন।
  17. TusHar Author says:
    একেই বলে মানসম্মত পোস্ট ???

    ইমরুজ ভাই একটা রিকোয়েস্ট,
    Lava iris 88 (Oreo 8.1)এর জন্য একটা কাস্টম রিকভারি পোর্ট করে দিবেন প্লিজ?

    1. Emrus Legend Author Post Creator says:
      যার ফোন তাকেই করতে হবে, ভাইয়া।
      সরি।
      আর কেউ আগে থেকে করে শেয়ার করলে গুগলসার্চ করে পাবেন।
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ ?
  18. Darkweb Contributor says:
    RawRz file ta download korte gele lekha aseh Sorry, this file is infected with a virus
    1. Emrus Legend Author Post Creator says:
      লো এন্ড ফোনের জন্য এটা।
      একটু নতুন প্রজন্মের ফোন হলে এটা নিয়ে ঘাটাঘাটি না করা-ই বেটার হবে।
  19. Darkweb Contributor says:
    আমার ফোনে xposed ইনস্টল দিলে তারপর যেকোন এপ ১০/১৫ মিনিট চলার পর বন্ধ হয়ে যায় । যার কারনে কোন framework ব্যবহার করতে পারিনা ।
    1. Emrus Legend Author Post Creator says:
      কিছু কিছু ফোনে এই সমস্যা হয়।
      Xposed Magisk ভার্সন ট্রাই করুন।
      Android 7+ হলে।
  20. saju ahmed Contributor says:
    bro amr j5 root korta cai version 6.0.1… pc cara root possible?
    1. Emrus Legend Author Post Creator says:
      চান্স খুবই কম।
      তাই রিকভারি ইন্সটল করে রুট করার ট্রাই করুন
  21. root:// Contributor says:
    আমার ফোন অ্যান্ড্রয়েড ৬ .. ম্যাজিক্স ম্যানেজার দিয়ে রুট করা..

    এখন কি ডেভলপার অপশনের allow bootloader to unlocked এই অপশন অফ করে রাখা যাবে??

    1. Emrus Legend Author Post Creator says:
      রাখলে সমস্যা নেই।
      এধরণের অপশনগুলো চালু রাখা-ই উত্তম।
  22. Asutosh Sorker Contributor says:
    Symphony i68 kive root korvo
  23. Md Shakil Contributor says:
    আমিতো ভাবছি ইমরুজ ভাই ট্রিকবিডি থেকে মারা খাইছে।

    অবশেষে নতুন জীবন পিরে পেল।

    1. Emrus Legend Author Post Creator says:
      Legends never die?
  24. JS Jubayer Contributor says:
    এই পোস্টটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
    1. Emrus Legend Author Post Creator says:
      জ্বি, ভাইয়া।
  25. Neon Contributor says:
    Old is Gold.Very good article.Thanks for coming back!?
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
  26. Cyber_Prince Author says:
    Lovely Post And Wellcome Back Bro
  27. SOHAN Contributor says:
    vai amar phone symphony w91 Androis 4.4.2 Ami root kore phoner file manager+music player unstall kore dichi por theke amar phone a boot maneu ase nah ar Reset o daoa jai nah…
    Ekhon ami ki korte pari
    ami custrom Room+Root o korte chai apatouto king root diye root kora
    plz help me vai
    fb te contract korle valo hoi:www.facebook.com/SOHAN8448
    1. Emrus Legend Author Post Creator says:
      পিসি দিয়ে স্টক রম ফ্লাশ করুন।
      বিস্তারিত গুগল ও ইউটিউবে।
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
  28. Imran Khan Contributor says:
    root er jonno twrp lage r rwrp er jonno root lage.
    sob golmal bepar.
    Twrp paoya jai na phoner model moto.
    kivabe twrp port korbo, tar tutorial daw. ager post gula not working
    1. Emrus Legend Author Post Creator says:
      প্রত্যেকটি পোস্টই ওয়ার্কিং।
      কমেন্ট চেক করুন।
      রিকভারি পোর্টিং নিয়ে RiadRox ভাই পোস্ট করেছিলেন।
      এ বিষয়ে আমার অভিজ্ঞতা কম।
  29. ↗TOUHID SARKER↖ Contributor says:
    Onek din por dakhe valo laglo.
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ।?
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
  30. Random Contributor says:
    খুবই ডিটেইলড কিন্তু সহজভাবে উপস্থাপিত করেছেন। যদিও এসব বিষয়ে যথেষ্ট জ্ঞান তারপরও আপনার পোস্ট পড়ে একবারও মনে হলোনা সময় অপচয় করছি। ভাল পোস্ট পড়লে মনটাও ভাল হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ?
    1. Emrus Legend Author Post Creator says:
      জেনে খুশি হলাম।?
      ধন্যবাদ।
  31. Sagor_Official Contributor says:
    Vai j701f nxt root korar akta valo trick den ja stable hobe… Ami onek bar onek file diye try korechi but root hobar pore mobile off kore on korle mobile ar on hoy na ai sommosay porechi onek bar tai… Apnar kache jodi stable kuno root file ba twrp recovery file thake ta hole akta post ba stable file ar link ta den…..
    ?
    1. Emrus Legend Author Post Creator says:
      ফোনের মডেলের সাথে মিল রেখে ফাইল সার্চ করুন।
      পোস্টে উল্লেখ আছে, প্রত্যেক ডিভাইসের ক্ষেত্রে মেথড ভিন্ন ভিন্ন।
      তাই আগে রিকভারি খুঁজে বের করুন।
      তারপর ফ্লাশ দিয়ে কাজ শুরু করুন।
      একদম সহজ, যদি আপনার ফোনের জন্য কাস্টম রিকভারি খুঁজে পান, তবে।
  32. Sohel+Khan Contributor says:
    Root kivabe kore sei process er ekta post chai
    1. Abdus Sobhan Author says:
      trickbd te thakar kotha khuje dekhun
    2. Emrus Legend Author Post Creator says:
      পোস্টে উল্লেখ আছে।
      কাস্টম রিকভারি ইন্সটল করে রিকভারি দিয়ে SuperSu/Magisk ফ্লাশ করলেই কাজ হবে।
      এন্ড্রয়েড 5 এর নিচে হলে এপ দিয়ে ট্রাই করতে পারেন।
      তবে এখনকার ফোনগুলো এই মেথড কাজ করেনা বললেই চলে।
      তাই উল্লেখ করিনি।
  33. Nazmul Huda Contributor says:
    Excellent Post Vai,
    এরকম আরো পোষ্ট চাই
    1. Emrus Legend Author Post Creator says:
      ????
      না-ও পেতে পারেন।
  34. mdmamunrahman Contributor says:
    Wonderfull post pls run again
    1. Emrus Legend Author Post Creator says:
      আগ্রহ হারিয়ে ফেলেছি।
      তাই লেখা হয়না।
  35. Fole Rabby Contributor says:
    গুড পোস্ট
    1. Emrus Legend Author Post Creator says:
      ??
  36. Md Jahid Contributor says:
    মোবাইলের জন্য কাষ্টম রোম কোথায় পাব
  37. Sajib Mahmud Contributor says:
    ভাই আপনাকে ফেসবুকে নক দিলাম কোনো সারা নাই।
    1. Emrus Legend Author Post Creator says:
      খেয়াল করিনি হয়তো।
      একটিভ থাকা হয়না আগের মতো।
  38. mannan50 Contributor says:
    Onek din por ekta moner moto post pelam
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ।
  39. The GM Z4HID Author says:
    এসব কিছু না জানা আমি
    1. Emrus Legend Author Post Creator says:
      এখন তো জেনে নিলেন।?
  40. Sultan Contributor says:
    Nice post.

    Vai OTG unsupported phone e OTG enable korar kono way ase…..root korar por….or any how.?

    1. Emrus Legend Author Post Creator says:
      একেবারে হার্ডওয়্যার ই না থাকলে সম্ভব না।
  41. RH NAIM Contributor says:
    good post.
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ।
  42. Quamruzzaman Contributor says:
    nine post…. Bro
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ।
  43. mrx Contributor says:
    ***Plz Help***
    Symphony V99+ bootloader unlock korte partsina. Kivabe unlock korbo? Kinba plz give a solution for root symphony v99+.
    Plz bro plz, it will be helpful. Thanks
    1. Emrus Legend Author Post Creator says:
      আপনার ফোন রিলেটেড যে গ্রুপগুলো পাবেন সেগুলোতে এড থাকবেন।
      একেক ফোনের সিস্টেম একেক রকম।
  44. JM Sujon Contributor says:
    Symphony i10 rooted
    Super su change kore…
    Magisk Manager nite chai!
    Magisk manager er link pls….!!!!!
  45. NAZMUL Contributor says:
    Vai amr redmi 4x sim e network pay na no service…..bootloader unlock korar ki onno kono way ase ???
    1. Emrus Legend Author Post Creator says:
      খুব সম্ভবত নেটওয়ার্ক আইসি শেষ।
      তাও একবার পিসি দিয়ে স্টক রম ফ্লাশ করে দেখতে পারেন।
  46. Cyber_Prince Author says:
    অস্থির আর্টিকেল লাভ ইউ ব্রো
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      ২০২০ এর রিপ্লাই ২০২৪ এ দিলাম।
  47. Md Tara Contributor says:
    আমার ফোনে ওটিজি সাপোর্ট করে না রুটেড।usb host এ root explore দিয়ে পারমিশন দিয়েছি।এখন সাপোর্ট দেখায় কাজ করে না।কিভাবে সাপোর্ট করাব দয়া করে জানাবেন।YouTube এ অনেক ভিডিও দেখছি পারি না।দয়া করে একটা অরিজিনাল ভিডিও লিংক দিবেন প্লিজ ভাই
    1. Emrus Legend Author Post Creator says:
      ফোনে OTG সাপোর্ট না থাকলে সম্ভব নয়।
      এটি হার্ডওয়্যার রিলেটেড।
      তবে OTG ডিএক্টিভেট থাকলে রুট করে পারা যায়।
  48. Md Tara Contributor says:
    usb otg helper দিয়ে হয় না।mount করলেই unfortunately stopped হয়ে যায়
  49. DreamStar RoNy Contributor says:
    khub sundor post vaiya.. onek kisu janlam…

    vaiya custom kernel or kernel change kore kivabe ektu bolben?? ?

    1. Emrus Legend Author Post Creator says:
      আপনার ফোন রিলেটেড যে গ্রুপগুলো পাবেন সেগুলোতে এড থাকবেন।
      একেক ফোনের সিস্টেম একেক রকম হয়।
  50. Sayfullah Contributor says:
    “আর কোনো কারণে এই ব্যাকাপ ফাইল ডিলিট হয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই।

    কম্পিউটার দিয়ে স্টক রম ফ্লাশ দিলেই আবার ঠিক হয়ে যাবে।”
    “তাই রুট করার পরে আর কোনো টেনশন নয়।

    শুধু রুট করার পরেই না, কাস্টম রিকভারি ইন্সটল করার পরে আর কোনো টেনশন নেই।”

    এই দুইটার মানে বুঝলাম না, ভাইয়া?

    1. Emrus Legend Author Post Creator says:
      এখানে ধারাবাহিকভাবে বলা হয়ে হয়েছে সব।
      আগে ব্যাকাপ নিবেন।
      তাহলে, পরে যদি ফোন ব্রিক করে, তবুও কোনো সমস্যা নেই।
      ব্যাকাপটা রিস্টোর করলেই ঠিক হয়ে যাবে।
      তারপরেও ঠিক না হলে অফিসিয়াল যে রম ইন্টারনেটে পাওয়া যায় সেটি পিসি দিয়ে ফ্লাশ দিলেই ফোন আবার আগের মত চলবে।
  51. Arif Khan Contributor says:
    Emrus vai er help lagbe urgent..apnake ami facebook,telegram e knock disi vai doya kore chek koren plz
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      টেলিগ্রামে তো পাওয়ার কথা।
      যদিও হেল্প কতটা পাবেন জানিনা।🥲
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  52. Levi Author says:
    অসাধারণ পোস্ট।অ্যান্ড্রয়েড ১১ কি পিসি ছাড়া রুট করা সম্ভব?
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      সবই সম্ভব।
      কিন্তু রিস্ক নিতে হবে। পারবেন রিস্ক নিতে?😁
    2. Farhan Israk Author says:
      প্রায় ২ বছর আগের কমেন্ট ভাই। 🙂
  53. mxmelon10@gmail.com Contributor says:
    আসলে রুটের ব্যাবহার যারা বুঝে তারাই রুটের মজা নিতে পারে,,,রুটের মজাটা যে কত যারা ব্যাবহার করে না তাদেরকে কখনো বলে বোঝানো যাবে না,,,ওভারল গ্রেট পোষ্ট,,,?
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      সেটাই।
      অনেকে ভয় পায়, আবার অনেকের পর্যাপ্ত জ্ঞান না থাকায় ভুল জানে।
      আর্টিকেল পড়লে মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা সবার।

Leave a Reply