Site icon Trickbd.com

#BOT 1 এখন থেকে গানের নাম বা Artist এর নাম লিখে সার্চ করলে বিস্তারিত সব গান চলে আসবে + ডাওনলোড করা যাবে টেলিগ্রামে

Unnamed

এটি টেলিগ্রাম BoT সিরিজের ১ম পোস্ট। এই পুরো সিরিজে আমরা টেলিগ্রামের বিভিন্ন BoT, তাদের কাজ এবং সুবিধা জানব

তাহলে দেরি না করে চলুন শুরু করি

আজকের Bot এর নাম হলো VK Music Bot

ব্যবহারঃ আপনি এর মাধ্যমে যেকোনো Music সহজেই খুজে পাবেন।

এখন বলা যাক কিভাবে পাবেন So আপনি গানের নাম বা Artist এর নাম লিখে সার্চ দিলে

এর সাথে যত Releated Song আছে সব এসে যাবে এবং সেখানে কিল্ক করলে আপনি সহজেই Telegram থেকে ডাওনলোড করতে পারবেন।

Bot Link :- @vkmusic_bot

প্রথমে লিংকে কিল্ক করে টেলিগ্রামে Start এ কিল্ক করে বুট টা Start করবেন।

তারপর আমার দেওয়া Screenshot এ দুইটা Option দেখতে পাচ্ছেন এর কাজ বলে দেই।

/Song এর কাজ হলো যে গানটা বের করতে চান ওটার নাম লিখলে গান চলে আসবে। /Song এর এটাই কাজ।

/artist এর কাজ হলো যে গানটা বের করতে চান ওই artist এর নাম লিখলে ওই artist এর পুরো গান চলে আসবে।

Screenshot এ দেখতে পাচ্ছেন আমি /song লিখায় কিল্ক করছি ও গানের নাম লিখে সেন্ড করাই সব গানের এর Releated সব কিছু অাসছে।

এখন আমি বলে দেই /song এর কাজটা যেভাবে ওভাবে /artist এর কাজটা একটা দেখাইলেই বুঝবেন।

Screenshot এ গান আসছে ও সেখানে যে যে গানের সাথে সংখ্যা দেওয়া অাছে ও নিচে ওই সংখ্যাগুলো অাছে।

এখন যে গানটা ডাওনলোড করতে চান ওই গানের সংখ্যা যত তত তে কিল্ক করলে গানটা অাসবে।

দেখতে পাচ্ছেন এসে গেছে আমি আবারো বলি দুইটার কাজ একইভাবে করতে হয়

এখন থেকে যদি পারি পোষ্ট পাবেন ও অনেক বুট অাছে Coming Soon

Any Problem Contact On Telegram
@mdmarufhossen

Exit mobile version