এটি টেলিগ্রাম BoT সিরিজের ১ম পোস্ট। এই পুরো সিরিজে আমরা টেলিগ্রামের বিভিন্ন BoT, তাদের কাজ এবং সুবিধা জানব

তাহলে দেরি না করে চলুন শুরু করি

আজকের Bot এর নাম হলো VK Music Bot

ব্যবহারঃ আপনি এর মাধ্যমে যেকোনো Music সহজেই খুজে পাবেন।

এখন বলা যাক কিভাবে পাবেন So আপনি গানের নাম বা Artist এর নাম লিখে সার্চ দিলে

এর সাথে যত Releated Song আছে সব এসে যাবে এবং সেখানে কিল্ক করলে আপনি সহজেই Telegram থেকে ডাওনলোড করতে পারবেন।

Bot Link :- @vkmusic_bot

প্রথমে লিংকে কিল্ক করে টেলিগ্রামে Start এ কিল্ক করে বুট টা Start করবেন।

তারপর আমার দেওয়া Screenshot এ দুইটা Option দেখতে পাচ্ছেন এর কাজ বলে দেই।

/Song এর কাজ হলো যে গানটা বের করতে চান ওটার নাম লিখলে গান চলে আসবে। /Song এর এটাই কাজ।

/artist এর কাজ হলো যে গানটা বের করতে চান ওই artist এর নাম লিখলে ওই artist এর পুরো গান চলে আসবে।

Screenshot এ দেখতে পাচ্ছেন আমি /song লিখায় কিল্ক করছি ও গানের নাম লিখে সেন্ড করাই সব গানের এর Releated সব কিছু অাসছে।

এখন আমি বলে দেই /song এর কাজটা যেভাবে ওভাবে /artist এর কাজটা একটা দেখাইলেই বুঝবেন।

Screenshot এ গান আসছে ও সেখানে যে যে গানের সাথে সংখ্যা দেওয়া অাছে ও নিচে ওই সংখ্যাগুলো অাছে।

এখন যে গানটা ডাওনলোড করতে চান ওই গানের সংখ্যা যত তত তে কিল্ক করলে গানটা অাসবে।

দেখতে পাচ্ছেন এসে গেছে আমি আবারো বলি দুইটার কাজ একইভাবে করতে হয়

এখন থেকে যদি পারি পোষ্ট পাবেন ও অনেক বুট অাছে Coming Soon

Any Problem Contact On Telegram
@mdmarufhossen

10 thoughts on "#BOT 1 এখন থেকে গানের নাম বা Artist এর নাম লিখে সার্চ করলে বিস্তারিত সব গান চলে আসবে + ডাওনলোড করা যাবে টেলিগ্রামে"

  1. ✅Asfi Sultan Author says:
    একই টপিক ২ জনের পোস্ট হয়ে গেলো না? ?
  2. ✅Asfi Sultan Author says:
    আমার পোস্ট এর Title, Content কপি করে নিজের নামে চালাচ্ছেন। নিজেও কিছু লেখার চেষ্টা করুন।
    1. Md maruf Author Post Creator says:
      আমি তো Just আপনার পোষ্টের ২টা লাইন নিছি কারণ ভালো লাগছে ও এটা ২ টা টপিক কেমনে আপনারটা অন্য বুট ও আমারটা অন্য আর ২টা লাইন বাদে সব আমি দিছি
    2. ✅Asfi Sultan Author says:
      ও ভালো লাগছে তাই নিয়ে ফেলছেন?
      copyright শব্দটা কি শুনেন নাই?

      আমি Telegram bot related সিরিজ চালু করেছি আর আপনি একই টপিক নিয়ে পোস্ট শুরু করে দিয়েছেন। যদি আপনি আগে শুরু করতেন আমি আর করতাম না। কিন্তু আপনি আমার দেখাদেখি same topic নিয়ে লিখা শুরু করে দিয়েছেন।

      আর শুধু ১ম লাইনটাই না বরং আমার title আর পোস্টের style সবই কপি করেছেন। আরো তো আরো এখন তাড়াতাড়ি করে নতুন পোস্ট লিখছেন যাতে সিরিজটা নিজের করে নিতে পারেন।
      টপিক লিখার জন্য অনেক আছে, আরেক রাইটারেটা চুরি করার কোনো দরকার পরে না।

    3. Md maruf Author Post Creator says:
      Apni ki boltesen একই সিরিজ মানে কি
      আপনার দেওয়া বুট অন্যরকম ও আমারটা অন্যরকম ও টাইটেল কি কপি করছি #Bot 1 মানে আমার দেওয়া পোষ্ট ১
  3. Remon Contributor says:
    Thanks ? ❤️
    1. Md maruf Author Post Creator says:
      Welcome
  4. MD Shakib Hasan Author says:
    কমেন্ট দেখেতো মনে হচ্ছে copyright মানা হয়নি
    1. Md maruf Author Post Creator says:
      Bro আপনি বলেন তো আমি just ২টা লাইন দিছি তার থেকে ভালো লাগছে তাই + আমার দেওয়া বুট অন্যরকম আর তারটা অন্যরকম এটিতে কি কপি করছি
  5. himu2xxx Contributor says:
    ei rokom proyojoniyo bot er list den vaia. mane ekdom onek gula

Leave a Reply