হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভাল আছেন আপনাদের অশেষ মেহেরবানীতে আমিও অনেক ভালো আছি।

আমার মত এইখানে অনেকেই রয়েছেন যারা কিনা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন।

কিন্তু ভিডিওর মাঝখানে আমরা গ্রিন স্কিন এর সাবস্ক্রাইব
বাটন লাগায়। আজকের এই পোস্ট এ আপনাদেরকে
দেখাবো, কিভাবে আপনারা কাইনমাস্টার ভিডিও এডিটিং
অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজেই প্রফেশনাল
লুকিং একটি সাবস্ক্রাইব ইন্ট্রো বানাবেন। এটা খুবই সহজ
এবং দেখতে অনেকটাই ভালো।

সর্বপ্রথম যা করতে হবে প্লে-
স্টোর থেকে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি
ডাউনলোড করে নেবেন। তারপর আপনি এপটি ওপেন
করবেন যে ভিডিওর মাঝখানে আপনি সাবস্ক্রাইব বাটনটি
অ্যাড করতে চান সেই ভিডিওর প্রজেক্টে ওপেন করে নিবেন।

তারপর ভিডিওর মাঝখানে যেখানে পপ-আপ দিতে চান সেখান থেকে সিলেক্ট করে কাট বাটনে গিয়ে আপনাকে স্পীড আউট এটাকে সিলেট করে দিতে হবে

তারপর এখান থেকে গ্রাফিক্স অপশন দেখতে পাবেন

গ্রাফিক্স অপশনে গিয়ে সবার নিচের দিকে একটি সোশ্যাল লাইক নামে অপশন দেখতে পারবেন

সেই গ্রাফিক্স থেকে সিলেক্ট করে আপনি যেরকম সাবস্ক্রাইব পেতে চান সেটি ক্লিক করে দিবেন। এখানে ইউটিউবে সাবস্ক্রাইব বাটন, এবং ফেসবুকের লাইক বাটন রয়েছে আপনি আপনার মন মত যেটা খুশি সেটা এখানে ব্যবহার করতে পারেন।
এটা ব্যবহারের ফলে আপনার ভিডিওর কোয়ালিটি এবং দেখার যে সৌন্দর্যতা রয়েছে সেটা অনেকটাই বেড়ে যাবে এভাবে আপনি আপনার ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নিতে পারেন।
সোসিয়াল লাইক এপিকে ডাউনলোড করার জন্য আপনাকে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম স্টোরে চলে যাবেন

তারপর এখান থেকে সবার নিচের দিকে গ্রাফিক্স অপশন দেখতে পারবেন

তারপর

তারপর

ব্যাস কাজ শেষ।
কারো বুজতে কোন সমস্যা হলে কমেন্টে বলবেন।
আজকের বিষয়টা এটাই ছিল আজকের পোষ্ট যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
কথা হবে পরবর্তী নেক্সট পোস্টে সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ…..

12 thoughts on "Youtube Subscribe Intro বানান প্রফেশনাল ভাবে।"

  1. sojib671 Author says:
    Hello Fahad Vai …
    আমি জানি আপনি খুব ভালো লেখেন বা লেখবেন।
    ট্রিকবিডির কিছু রুলস আসে । সেটা আমি মনে করি আপনি জানেন । কারো লেখা কপি করে সেটা আবার ট্রিকবিডিতেই আপলোড করা ভালো না শুধু তাই না । অন্য কোথা থেকেও কপি করে এখানে পোস্ট করার কোন অনুমতি নেই । আশা করি বুঝতে পেরেছেন । নিজে নিজে কিছু লিখেন আসা করি আপনি ভালো করবেন ও অথর ও হতে পারবেন ।

    এটা আমার করা পোস্ট ।

    https://trickbd.com/android-tips/683224

    1. ✅Asfi Sultan Author says:
      দুইটা পোস্ট তো হুবুহু same ?
      মোডারেটের ভাই কোথায়?
    2. AJFahad Contributor Post Creator says:
      ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি প্রথম প্রথম তো তাই আমাকে ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ আর এরকম ভুল হবেনা।
  2. saimon Contributor says:
    ভাই আমার একটা হেল্প প্রয়োজন খুবই জরুরী যদি পারেন কেউ আমাকে সাহায্য করেন ( Symphony i110 7.0 Nougat version) মোবাইল রুট করতে পারতেছি না কিছুতেই … অনেক রকমের সফটওয়্যার দিয়ে রুট করতে চেয়েছি পারেনি ।
    1. sopon Author says:
      কম্পিউটারে চেস্টা করেন ৷৷ এপস দিয়ে v.7 কাজ করবে না ৷ v.4-6 প্রযুন্তই কাজ করে ৷
      আশা করি আপনার উওর পেয়েছেন ৷
    2. saimon Contributor says:
      ভাইয়া অনেকবার ল্যাপটপ দিয়েন ট্রাই করছি রোট হচ্ছে না।। Odian. TWRP ফাইল দিয়ে চেয়েছি তাও হচ্ছে না। flash ফ্লাশ ফাইল দিয়েছে যে হচ্ছে না।
  3. এটা কোন ধরনের কপি পোস্ট রে ! একটা অক্ষর‌ও পরিবর্তন নাই ‍!
  4. Shafin Mahmud Contributor says:
    ভাই কপি করলে এই রকমই করা ভালো ?? তুরা তুরি করে লাভ নাই ??
  5. saimon Contributor says:
    ভাইয়া অনেকবার ল্যাপটপ দিয়েন ট্রাই করছি রোট হচ্ছে না।। Odian. TWRP ফাইল দিয়ে চেয়েছি তাও হচ্ছে না। flash ফ্লাশ ফাইল দিয়েছে যে হচ্ছে না।
  6. Uddin Contributor says:
    ভালো..
  7. কয়েকমাস আগের পোস্ট আবার ?
  8. AJFahad Contributor Post Creator says:
    সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি আর এরকম ভুল হবেনা। আমি ট্রিকবিডি টিমকে জানাচ্চি আমার এ পোস্ট ডিলিট দিতে।সবাই আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আর এরকম ভুল হবেনা।

Leave a Reply