Site icon Trickbd.com

Google Photos এর মধ্যে অরিজিনাল কোয়ালিটিতে রাখা ডাটাগুলো হাই কুয়ালিটিতে কনভার্ট করুন এবং গুগল ড্রাইভের স্পেইস খালি করুন। (GPhotos Unlimited Backup)

Unnamed

Android Tricks By YasirYcs

Tested Device

Device: Poco x3
Miui: 12 (eu)
Android: 10
Root: Yes

১ জুন ২০২১ এর আগ পর্যন্ত গুগল photos এর মধ্যে আনলিমিটেড ছবি এবং ভিডিও ব্যাকআপ রাখতে পারবে। কিন্তু একটি ছোট ভুলের কারণে এই আনলিমিটেড অফার লিমিটেড হতে পারে। এই আনলিমিটেড স্টোরেজ তখনই দেয়া হবে যদি ব্যাকআপ রাখা ছবি গুলো হাই কোয়ালিটি তে রাখা হয় অর্থাৎ একটু কম্প্রেস করে। (পিক্সেল ডিভাইসে অরিজিনাল) কিন্তু যে ভুলের কথা বললাম সেটি হল: যারা ইতিমধ্যে তাদের ডাটা গুলো অরিজিনিলা কোয়ালিটিতে আপলোড করে ফেলেছে তাদের গুগল ড্রাইভে ১৫ জিবি থেকে জায়গা কমে গিয়েছে এবং এইভাবে অরিজিনাল কুয়ালিটি তে রাখতে গেলে একসময় সম্পূর্ন জায়গায় ফুল হয়ে যাবে। কিন্তু চাইলে ব্যাকআপ রাখা ডাটাগুলো কম্প্রেস করে গুগল ড্রাইভে একদম খালি করে ফেলতে পার এবং তুমার ডাটা ও থাকবে জায়গা ও থাকবে।

GPhotos Original To High Quality