Site icon Trickbd.com

[Updated Post] নতুন সেটিংস এ আরো বেশি গতিতে স্যোশাল প্যাক দিয়ে ইন্টারনেট চালান। Tweakware এর একদম নতুন ও বেস্ট সেটিংস।

Unnamed

আসসালামুয়ালাইকুম

আমি ? ? ? ? ? ? ? তে নতুন তাই পোস্ট এ কোনো ভুল হলে দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।

আমি কথা বেশি বাড়াবো না। সরাসরি মূল কথায় আসি।

আমরা অনেকেই জানি যে ????????? এর মতো অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে ???????? ???? , ????????? ???? , ???????? ???? , ??? ???? , ???????? ???? , ??????? ???? ইত্যাদি প্যাকের এমবি ব্যবহার করে ইন্টারনেট চালানো যায়।

এবং প্রায় সব অ্যাপেই কোনো না কোনো সমস্যা থাকেই। যেমন ধরুন, বার বার ডিসকানেক্ট হয়ে যায়, ঘন ঘন বিরক্তিকর অ্যাড আসে, কোনো অ্যাপে লিমিট থাকে এবং রিনিউ করতে হলে অ্যাড দেখা লাগে, স্পিড কম, ইত্যাদি। তবে ????????? এ কোনো ডিসকানেক্ট এর ঝামেলা নেই। কোনো অ্যাড দেখার দরকার নেই। যার কারণে আমার টুইকওয়্যার ভালো লাগে।

তবে সমস্যা একটাই স্পিড কম পাই। আমরা ????????? এ ???????? ?????? ???? এই সেটিং ব্যবহার করে ইন্টারনেট চালাই। তবে আজ যে সেটিং দেখাবো, সেটা করলে আপনি AnonyTun এর মতো স্পিড এ ????????? দিয়ে ইন্টারনেট চালাতে পারবেন।

সাধারণত টুইক‌ওয়্যার আপনাকে পাবলিক হটস্পট, ওয়াইফাই , এবং আপনার স্থানীয় ইন্টারনেট সার্ভিস ব্যবহার করার সময় আপনার ইন্টারনেট ট্রাফিক রক্ষা করে। এবং পাশাপাশি আপনাকে এই Tweakware অ্যাপ ফায়ারওয়াল এবং ব্লক করা পেজ বাইপাস করে আপনাকে ইন্টারনেট ব্যবহার করার অনুমতি দেয়। রিভার্স প্রক্সি, ইনজেকশন কোয়েরি, ডোমেইন/আইপি ভিত্তিক বিধিনিষেধ/বিলিং-এর মতো প্রক্সি টুইক‌ওয়্যার এ নির্মিত ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে।

এবার দেখে নিন কিভাবে Tweakware এর ইন্টারনেট স্পিড বাড়াবেন।

প্রথমে আপনি ????????? অ্যাপটি চালু করুন। তারপর আপনি ???????? এ যান। এরপর আপনি ?????? ????? এ ক্লিক করুন। তারপর আপনি ?????? ?????????? ???? লেখায় ক্লিক করুন।
তারপর আপনি ??? এ ক্লিক করুন। এরপর আপনি ?????? ℙ??? অপশনে ক্লিক করুন। এবার আপনি ⓸⓸⓷ লিখে Ok করুন। এবার আপনি ???? ?????? এ ক্লিক করুন। এরপর আপনি ???.????????.??? লিখে ওকে করুন। (আপনি যে প্যাক দিয়ে ইন্টারনেট চালাতে চান, সেই প্যাক এর অ্যাড্রেস লিখুন।) তারপর আপনি সেটিং থেকে বের হয়ে ?ℴ?ℯ ??ℯ?? এ ক্লিক করুন। এরপর আপনি অবশ্যই ?????? ????? এ ক্লিক করুন। এবার আপনার সেটিং শেষ। এখন আপনি ⒸⓄⓃⓃⒺⒸⓉ এ ক্লিক করুন। দেখুন কানেক্ট হয়ে গেছে। আপনার এয়ারটেল সিম এ ফেসবুক প্যাক কিনতে ১২ টাকা রিচার্জ করলেই ১ জিবি মেয়াদ ১৫ দিন প্যাক কেনা হয়ে যাবে। অথবা *123*012# ডায়াল করে কিনতে পারবেন। অথবা *4# ডায়াল করে কিনতে পারবেন। আর যাদের Grameenphone , Teletalk , Robi , Banglalink সিম ব্যবহার করেন তারা তাদের সিম অনুযায়ী অ্যাপ থেকে ফেসবুক বা অন্য প্যাকের অফার খুঁজে নিন। Skitto সিমের ব্যাপারে কিছু জানি না তাই বলতে পারলাম না। আপনি যতবার খুশি ততবার কিনতে ?? ?????? অ্যাপ থেকে কিনতে পারবেন + ২ পয়েন্ট বোনাস পাবেন।

এই সেটিং এ কাজ করে কিনা দেখুন।

যদি এই অ্যাপ আপনার ভালো লাগে বা এমবি খরচ কমাতে চান তাহলে নিচের এই লিঙ্ক থেকে Tweakware অ্যাপ ডাউনলোড করুন। লিঙ্ক এ ক্লিক করে ১০ সেকেন্ড অপেক্ষা করুন নিজে থেকেই ডাউনলোড শুরু হয়ে যাবে। শুরু নাহলে পেজ রিলোড করুন অথবা Click here লেখায় ক্লিক করুন।

???????? ?????????

আমার এই সামান্য টিপস এখানেই শেষ করছি। আমি আবার বলছি যদি কোনো ভুল করি তাহলে অবশ্যই জানাবেন, আমি দ্রুত ঠিক করার চেষ্টা করবো।

কোনো সমস্যা হলে বা কোনো দরকার হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।