আসসালামুয়ালাইকুম
আমি 🇹 🇷 🇮 🇨 🇰 🇧 🇩 তে নতুন তাই পোস্ট এ কোনো ভুল হলে দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।
আমি কথা বেশি বাড়াবো না। সরাসরি মূল কথায় আসি।আমরা অনেকেই জানি যে 𝕋𝕨𝕖𝕒𝕜𝕨𝕒𝕣𝕖 এর মতো অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে 𝑭𝒂𝒄𝒆𝒃𝒐𝒐𝒌 𝑷𝒂𝒄𝒌 , 𝑰𝒏𝒔𝒕𝒂𝒈𝒓𝒂𝒎 𝑷𝒂𝒄𝒌 , 𝑾𝒉𝒂𝒕𝒔𝑨𝒑𝒑 𝑷𝒂𝒄𝒌 , 𝐼𝑚𝑜 𝑃𝑎𝑐𝑘 , 𝐁𝐢𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐏𝐚𝐜𝐤 , 𝐘𝐨𝐮𝐓𝐮𝐛𝐞 𝐏𝐚𝐜𝐤 ইত্যাদি প্যাকের এমবি ব্যবহার করে ইন্টারনেট চালানো যায়।
এবং প্রায় সব অ্যাপেই কোনো না কোনো সমস্যা থাকেই। যেমন ধরুন, বার বার ডিসকানেক্ট হয়ে যায়, ঘন ঘন বিরক্তিকর অ্যাড আসে, কোনো অ্যাপে লিমিট থাকে এবং রিনিউ করতে হলে অ্যাড দেখা লাগে, স্পিড কম, ইত্যাদি। তবে 𝐓𝐰𝐞𝐚𝐤𝐰𝐚𝐫𝐞 এ কোনো ডিসকানেক্ট এর ঝামেলা নেই। কোনো অ্যাড দেখার দরকার নেই। যার কারণে আমার টুইকওয়্যার ভালো লাগে।
তবে সমস্যা একটাই স্পিড কম পাই। আমরা 𝐓𝐰𝐞𝐚𝐤𝐰𝐚𝐫𝐞 এ 𝑬𝒕𝒊𝒔𝒂𝒍𝒂𝒕 𝑺𝒐𝒄𝒊𝒂𝒍 𝑷𝒂𝒄𝒌 এই সেটিং ব্যবহার করে ইন্টারনেট চালাই। তবে আজ যে সেটিং দেখাবো, সেটা করলে আপনি AnonyTun এর মতো স্পিড এ 𝐓𝐰𝐞𝐚𝐤𝐰𝐚𝐫𝐞 দিয়ে ইন্টারনেট চালাতে পারবেন।

এবার দেখে নিন কিভাবে Tweakware এর ইন্টারনেট স্পিড বাড়াবেন।
প্রথমে আপনি 𝐓𝐰𝐞𝐚𝐤𝐰𝐚𝐫𝐞 অ্যাপটি চালু করুন।














এই সেটিং এ কাজ করে কিনা দেখুন।







কোনো সমস্যা হলে বা কোনো দরকার হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
আপনের ট্রিক্স দেখানো মতোই আমি সেটিং করেছি তারপর ও কাজ করে না