Site icon Trickbd.com

প্রোগ্রামিং দক্ষতা ছাড়াই তৈরি করুন প্রফেশনাল এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন : পর্ব – ১

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, ওয়া বারকাতুহ।

আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো যার মাধ্যমে আমরা যেকোনো ধরণের এন্ড্রয়েড অ্যাপ্লিকেসশেন তোৈরি করতে পারবো। আজকে এই পর্বে আমরা শুধু “Hello World” লেখা দিয়ে অ্যাপ্লিকেশন বানাবো।

সাইটের নাম এবং লিংকঃ Kodular

লিংকে প্রবেশ করলে এই রকম লগিন পেইজ আসবে, লগিন করা বা একাউন্ট করা খুবই সহজ তাই আর আমি পোস্ট বড় করলাম না। আপনারা প্রথমে সাইন আপ করে নিবেন। অথবা জিমেল দিয়ে লগিন করতে পারেন।

 

এর পর ওয়েলকাম পেইজ আসবে। Create project তে ক্লিক করেন।

 

এর পরে অ্যাপের নাম দিয়ে Next করেন।

 

আবার অ্যাপের নাম দিয়ে Finish করেন।

 

 

এবার এই রকম ইন্টারফেস দেখতে পাবেন। এটাই হলো আসল ইন্টারফেস। যেখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি ডিজাইন করবো। বাম পাশের অপশন গুলো হলো ডিজাইনার কম্পোনেন্ট। কম্পোনেন্ট গুলো মাউস দিয়ে টেনে মোবাইলের স্ক্রিনে টেনে আনলেই হবে যাবে।

 

 

 

এখান থেকে Label টা টেনে ধরে স্ক্রিনে ছাড়ুন।

 

এর পর Screen1 ক্লিক করে Align Horizontal and Align Vertical center করে দিন।

 

এর পর Label1 এ ক্লিক করে Hello World লিখুন।

 

এর পর Export এ ক্লিক করে Android App (.apk) তে ক্লিক করুন।

 

এখন এক্সপোরর্টিনং শুরু হয়ে যাবে অপেক্ষা করুন।

 

এক্সপোর্ট শেষ হলে ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।

 

আজকের মতো এখানেই শেষ করছি, আগামী পোস্ট ধীরে ধীরে এডভান্স লেভেলে যাবে। আর এই সাইটের নিজস্ব কমিউনিটি আছে আপনি অ্যাপ রিলেটেড যেকোনো সমস্যায় সেখান থেকে সাহায্য নিতে পারবেন।

Community Link

 

সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকেন সেই দোয়া করি।

(যেকোনো প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন।)

Exit mobile version