আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, ওয়া বারকাতুহ।

আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো যার মাধ্যমে আমরা যেকোনো ধরণের এন্ড্রয়েড অ্যাপ্লিকেসশেন তোৈরি করতে পারবো। আজকে এই পর্বে আমরা শুধু “Hello World” লেখা দিয়ে অ্যাপ্লিকেশন বানাবো।

সাইটের নাম এবং লিংকঃ Kodular

লিংকে প্রবেশ করলে এই রকম লগিন পেইজ আসবে, লগিন করা বা একাউন্ট করা খুবই সহজ তাই আর আমি পোস্ট বড় করলাম না। আপনারা প্রথমে সাইন আপ করে নিবেন। অথবা জিমেল দিয়ে লগিন করতে পারেন।

 

এর পর ওয়েলকাম পেইজ আসবে। Create project তে ক্লিক করেন।

 

এর পরে অ্যাপের নাম দিয়ে Next করেন।

 

আবার অ্যাপের নাম দিয়ে Finish করেন।

 

 

এবার এই রকম ইন্টারফেস দেখতে পাবেন। এটাই হলো আসল ইন্টারফেস। যেখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি ডিজাইন করবো। বাম পাশের অপশন গুলো হলো ডিজাইনার কম্পোনেন্ট। কম্পোনেন্ট গুলো মাউস দিয়ে টেনে মোবাইলের স্ক্রিনে টেনে আনলেই হবে যাবে।

 

 

 

এখান থেকে Label টা টেনে ধরে স্ক্রিনে ছাড়ুন।

 

এর পর Screen1 ক্লিক করে Align Horizontal and Align Vertical center করে দিন।

 

এর পর Label1 এ ক্লিক করে Hello World লিখুন।

 

এর পর Export এ ক্লিক করে Android App (.apk) তে ক্লিক করুন।

 

এখন এক্সপোরর্টিনং শুরু হয়ে যাবে অপেক্ষা করুন।

 

এক্সপোর্ট শেষ হলে ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।

 

আজকের মতো এখানেই শেষ করছি, আগামী পোস্ট ধীরে ধীরে এডভান্স লেভেলে যাবে। আর এই সাইটের নিজস্ব কমিউনিটি আছে আপনি অ্যাপ রিলেটেড যেকোনো সমস্যায় সেখান থেকে সাহায্য নিতে পারবেন।

Community Link

 

সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকেন সেই দোয়া করি।

(যেকোনো প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন।)

19 thoughts on "প্রোগ্রামিং দক্ষতা ছাড়াই তৈরি করুন প্রফেশনাল এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন : পর্ব – ১"

  1. mdrazumiaR Contributor says:
    apps to Bana holo kintu apps diye ki kora jabe
    1. Jewel Shikder Jony✅ Author Post Creator says:
      আপনি যেকোনো কাজের জন্য অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, আইডিয়া আর দক্ষতা থাকলে আর্নং অ্যাপ সহ নানান ধরণের অ্যাপ বানানো যায়
    2. mdrazumiaR Contributor says:
      হমমম কিন্তু আমার এসবের উপর দক্ষতা কম তাই বুঝি কম
    3. Unlimited Fun Contributor says:
      কি বলেন যে মানুষ এপ দিয়ে কত কিছু করে
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    ধন্যবাদ কাজে দিবে বিষয় টা
    1. Jewel Shikder Jony✅ Author Post Creator says:
      সাথে থাকুন, পরবর্তী পোস্টে আরো এডভান্স কাজ দেখাবো
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      জ্বি অপেক্ষায় রইলাম
  3. shimul Contributor says:
    কিন্তু কুডুলার প্রিমিয়াম একাউন্ট ছাড়া এপ এক্সপোর্ট করা জায় না। এই বিষয়ে কোন সলিশন আছে?
    1. Jewel Shikder Jony✅ Author Post Creator says:
      শুধু মাত্র এড এক্সটেনশন ব্যবহার করলে এবং ৫ টার বেশি এক্সটেনশন ব্যবহার করলে Kodular Premium লাগে।
  4. jayed12 Contributor says:
    This email is pending activation
    এইটা দেখায় কেন।
    Active করবে কখন?
    1. Jewel Shikder Jony✅ Author Post Creator says:
      আপনার ইমেলের ইনবক্স চেক করেন, একটিভেশন মেইল গেছে, সেখান থেকে একাউন্ট একটিভ করে নেন।
  5. sagortopu30 Contributor says:
    Kodular aia file nete parben amar YouTube channel theke

    Channel Name @bdtech60

  6. Md Sajedul Contributor says:
    onek age kaj korecilam valoi ,,,akhon temon practicen nai ..
    good post
  7. HOSSAIN7 Contributor says:
    Appcreator24 এটাতে এপ তৈরী করা অনেক সহজ।
    1. Unlimited Fun Contributor says:
      Hmm amaro ata mone hoy !….!
    2. Jewel Shikder Jony✅ Author Post Creator says:
      কিন্তু এটাতে আপনি আপনার ইচ্ছামতো ফিচার এড করতে পারবেন না। অনেক লিমিটেশন আছে। কডুলারে লিমিটেশন থাকলেও এক্সটেনশন ব্যবহার করে হাই লেভেল এর কাজ করা যায়।
  8. Unlimited Fun Contributor says:
    ভালোই আছে
  9. V3L0X Contributor says:
    Fb lite 11 ar moto apps banano jabe? R gele tutorial cai ?

Leave a Reply