সাধারণত ব্যাটারীর চার্জ ১০০% থেকে শেষ করতে করতে ০% এ এনে তারপর একটানা চার্জে দিয়ে ১০০% করাকে ব্যাটারী ক্যালিব্রেশন বলে।…তবে এন্ড্রয়েডের ক্ষেত্রে ব্যাপারটা সামান্য ভিন্ন। এন্ড্রয়েড সিস্টেমে ‘Battery Stats’ নামে একটা ফাইল থাকে সেটা ব্যাটারির বর্তমান অবস্থা সহ যাবতীয় তথ্য রাখে। কিন্তু এই ফাইলটা করাপ্টেড হয়ে গেলে হঠাৎ করে ব্যাটারির চার্জ কমে যায় (যেমনঃ ৪০% থেকে ঠুস করে ১২% এ) অথবা ০% এ আসার আগেই বন্ধ হয়ে যায়। যে উপায়ে এই করাপ্টেড ফাইলের তথ্যগুলো ঠিক করা হয় তাকে ব্যাটারি ক্যালিব্রেশন বলে।
কখন করবেন?
কিছু না হলেও ব্যাটারি দুই মাস পর পর ক্যালিব্রেশন করানো উচিত, এটা ম্যানুফ্যাচারারেরাই বলে, এটা
মোবাইলের ব্যাটারি হোক কিংবা ল্যাপটপের ব্যাটারী। তবে রম ফ্ল্যাশ দেয়ার পরে এটি করা জরুরি।
কিভাবে করবেন?
ননরুটেড এন্ড্রয়েডের ক্ষেত্রেঃ
বাংলালিংকের ইউজাররা একটুু বেশি পেলেও রুটেড ইউজাররা অনেক বেশিই পায় 😀
Download Link:
Battery calibration.apk
ভাল থাকুন সুস্থ থাকুন আর সবসময় Trickbd এর সাথেই থাকুন।