আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে Root এবং Xposed Framework ছাড়াই SnapEnhance install করবেন করবেন।SnapEnhance হচ্ছে Snapchat এর modified version যেটা module ব্যবহার করে পাওয়া যায়।তবে এর জন্য অবশ্যই Shizuku setup লাগবে।
Shizuku কি ? কিভাবে setup করতে হয় ? না জেনে থাকলে আমার পূর্ববর্তী পোস্টগুলো পড়তে পারেন।
Shizuku কী
1. প্রথমে আমাদের Lspatch install করতে হবে। GitHub download link:
Download
2. এখন Shizuku পারমিশন চাইবে। পারমিশন দিয়ে নিন।
3. তারপর নিচের মত দেখাবে।
4. এখন নিচের লিংক থেকে SnapEnhance apk download করুন।
GitHub link
5. তারপর ইন্সটল করুন।
6. এখন Lspatch open করুন.
8. তারপর Modules এ ক্লিক করুন।
9. এখন দেখুন এখানে SnapEnhance শো করতেছে।
10.এখন Apps এ ক্লিক করে ( +) চিহ্নতে ক্লিক করুন।
স্টোরেজ পারমিশন চাইবে। যেকোনো একটি ফোল্ডার সিলেক্ট করে পারমিশন দিয়ে নিন।
11. এখন select apk or select install app option show করবে।
12. Snapchat install করা থাকলে install option এ click করুন। অথবা apk file থাকলে তা সিলেক্ট করুন।
13. তারপর Integrated এ ক্লিক করুন।
14. তারপর Embed modules এ ক্লিক করুন
15. Select an install app এ ক্লিক করুন এবং SnapEnhance select করে ক্লিক করুন।
16. Version code select করে Start patch এ ক্লিক করুন।
17. তারপর install click করুন এবং uninstall চাইবে . Uninstall করে দিন।
18. এখন Snapchat open করুন এবং লগইন করুন।
#প্রথম লগইন এ সময় লাগতে পারে বা ক্রাশ করতে পারে অ্যাপটি হোম থেকে মিনিমাইজ করে সরিয়ে আবার ওপেন করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন।
19. এখানে ক্লিক করে পারমিশন গুলো দিয়ে নিন।
? Boom
##তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ। কোন কিছু বুঝতে না পারলে নিচে comment করুন।