Site icon Trickbd.com

[Root][Xposed] আপনার ফোনের System Volume Steps কে বাড়িয়ে নিন। [Increase Original Volume steps] – By OR Miraz

Unnamed

————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————–—

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কারণ ট্রিকবিডির সাথে থাকলে কেউ খারাপ থাকতে পারেনা। যাইহোক, কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
.
আজকে আপনাদের সামনে হাজির হলাম Xposed Module নিয়ে। এটা আমার শেয়ার করা প্রথম মডিউল। আশা করি সবার খুব ভালো লাগবে। কেননা আমি এটি Experiment করার পর শেয়ার করছি।
.
মডিউলটির নাম হলো – VolumeStep+

চলুন দেখে নিই এটি কি? এবং কিভাবে কাজ করে?

VolumeStep+ কি? বা এর কাজ কি?

## এটি একটি Xposed Module! আর এটি একজন XDA Developer এর তৈরি।

## এই মডিউলটি আপনার ফোনের সিস্টেম ভলিউম স্টেপকে হ্রাসবৃদ্ধি করতে সক্ষম।

## তার মানে হলো – আমাদের ফোনে সচরাচর সিস্টেম ভলিউমে 12-15 পর্যন্ত স্টেপ থাকে।

কিন্তু এই মডিউলটির মাধ্যমে আপনি আপনার ফোনের System Volume, Media Volume, Ring Volume, Call Volume ইত্যাদির স্টেপস গুলোকে ইচ্ছামত কাস্টমাইজ করতে পারবেন।

## আপনি ভলিউম রেঞ্জ সর্বনিম্ন 5 থেকে 50 পর্যন্ত সেট করতে পারবেন।

কি? অবাক হলেন? অবাক হবার কিছুই নাই।
.
যারা এখনও ভলিউম স্টেপ চিনেননাই তারা নিচের স্ক্রিনশট টা দেখুনঃ –

উপরের লাল মার্ক করা অংশই হচ্ছে ভলিউম স্টেপ।
.
.

প্রয়োজনীয় সফ্টওয়্যারঃ

1. Xposed Installer . apk Latest Version – [লিংক প্রথম কমেন্টে]

2. VolumeStep+ By OR Miraz . apk – [লিংক প্রথম কমেন্টে]

.

কাজের ধারাঃ



## ডাউনলোড হয়ে গেলে ঝটপট সফটওয়্যার দুটি ইনস্টল করে নিন। এবার প্রথমে Xposed Installer এ যান। রুট পারমিশন চাইলে গ্রান্ট দিন > Framework থেকে Install/Update এ ক্লিক করুন, রিবুট চাইলে Back দিন > এবার Modules এ ঢুকে VolumeStep+ অ্যাপটির উপরে চেকমার্ক (টিক) করুন।

## এবার সরাসরি VolumeStep+ এ ঢুকুন আর ইচ্ছামত সবকিছু সেট করুন।

কিছু স্ক্রিনশটঃ-

.
.

## সবশেষে Xposed Installer এ পুনরায় ঢুকে Soft Reboot দিন।

বিঃদ্রঃ কিছু ফোনে Reboot দেওয়ার পর Xposed কাজ করেনা তাই Soft Reboot দিতে হবে।
.
ব্যাস কাজ শেষ। 🙂
.
.
কিছুকথাঃ এই পোস্টটি করার জন্য আমার টাইপিং এ ৪৫ মিনিট+ Experiment এ 3-4 ঘন্টা লেগেছে। কম্পিউটার থাকলে হয়তো আরেকটু কম সময় লাগতো। আমার এই পরিশ্রম সম্পূর্ণ আপনাদের সেবায়। ব্লগিং আমার পেশা নয় আমার নেশা। তাই ব্লগিং ছাড়া থাকতে পারিনা।
এত কথা বলার কারণ হলো আমি এত কষ্ট করে পোস্ট করলাম অথচ কিছু কিছু কপিবাজ আছেন যারা 30 সেকেন্ডেই এটি কপি করে নিজের স্বার্থে অন্য কোথাও পাবলিশ করবেন। তারা একটা কথা শুনে রাখুন কপিপেস্টের দিন চলে গেছে। প্রতিযোগিতার এই যুগে ওয়েবসাইটের অভাব নাই। তাই কপিপেস্ট না করে ইউনিক কিছু করুন দেখবেন সফলতা আসবে।
শেষকথা, ট্রিকবিডি এখনও Riadrox Vaiya, Sadhin Vai, Mahmud ভাইদের মত নিঃস্বার্থ কিছু টিউনারের কারণে টিকে আছে।
আসুন আমরা তাদের মত হই। স্পামমুক্ত, কপিপেস্টমুক্ত ট্রিকবিডি গড়ি!

.
.

অনেক কথা বলে ফেললাম। আজ আর নয়। সবাই ভালো থাকবেন। আর মোস্টলি ফুর্তিতে থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন।
.

Credits-

1. XDA Developer

2. OR Miraz

কেউ কপি করলে ক্রেডিট গুলা অন্তত দিয়েন।

.
কপিমুক্ত ট্রিকবিডি গড়ার দৃঢ় প্রত্যয়ে আমি –

OR Miraz

.

.

আমাকে পাবেনঃ-

————————–— ThE eNd ————————–—