————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————–—

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কারণ ট্রিকবিডির সাথে থাকলে কেউ খারাপ থাকতে পারেনা। যাইহোক, কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
.
আজকে আপনাদের সামনে হাজির হলাম Xposed Module নিয়ে। এটা আমার শেয়ার করা প্রথম মডিউল। আশা করি সবার খুব ভালো লাগবে। কেননা আমি এটি Experiment করার পর শেয়ার করছি।
.
মডিউলটির নাম হলো – VolumeStep+

চলুন দেখে নিই এটি কি? এবং কিভাবে কাজ করে?

VolumeStep+ কি? বা এর কাজ কি?

## এটি একটি Xposed Module! আর এটি একজন XDA Developer এর তৈরি।

## এই মডিউলটি আপনার ফোনের সিস্টেম ভলিউম স্টেপকে হ্রাসবৃদ্ধি করতে সক্ষম।

## তার মানে হলো – আমাদের ফোনে সচরাচর সিস্টেম ভলিউমে 12-15 পর্যন্ত স্টেপ থাকে।

কিন্তু এই মডিউলটির মাধ্যমে আপনি আপনার ফোনের System Volume, Media Volume, Ring Volume, Call Volume ইত্যাদির স্টেপস গুলোকে ইচ্ছামত কাস্টমাইজ করতে পারবেন।

## আপনি ভলিউম রেঞ্জ সর্বনিম্ন 5 থেকে 50 পর্যন্ত সেট করতে পারবেন।

কি? অবাক হলেন? অবাক হবার কিছুই নাই।
.
যারা এখনও ভলিউম স্টেপ চিনেননাই তারা নিচের স্ক্রিনশট টা দেখুনঃ –

উপরের লাল মার্ক করা অংশই হচ্ছে ভলিউম স্টেপ।
.
.

প্রয়োজনীয় সফ্টওয়্যারঃ

1. Xposed Installer . apk Latest Version – [লিংক প্রথম কমেন্টে]

2. VolumeStep+ By OR Miraz . apk – [লিংক প্রথম কমেন্টে]

.

কাজের ধারাঃ



## ডাউনলোড হয়ে গেলে ঝটপট সফটওয়্যার দুটি ইনস্টল করে নিন। এবার প্রথমে Xposed Installer এ যান। রুট পারমিশন চাইলে গ্রান্ট দিন > Framework থেকে Install/Update এ ক্লিক করুন, রিবুট চাইলে Back দিন > এবার Modules এ ঢুকে VolumeStep+ অ্যাপটির উপরে চেকমার্ক (টিক) করুন।

## এবার সরাসরি VolumeStep+ এ ঢুকুন আর ইচ্ছামত সবকিছু সেট করুন।

কিছু স্ক্রিনশটঃ-

.
.

## সবশেষে Xposed Installer এ পুনরায় ঢুকে Soft Reboot দিন।

বিঃদ্রঃ কিছু ফোনে Reboot দেওয়ার পর Xposed কাজ করেনা তাই Soft Reboot দিতে হবে।
.
ব্যাস কাজ শেষ। 🙂
.
.
কিছুকথাঃ এই পোস্টটি করার জন্য আমার টাইপিং এ ৪৫ মিনিট+ Experiment এ 3-4 ঘন্টা লেগেছে। কম্পিউটার থাকলে হয়তো আরেকটু কম সময় লাগতো। আমার এই পরিশ্রম সম্পূর্ণ আপনাদের সেবায়। ব্লগিং আমার পেশা নয় আমার নেশা। তাই ব্লগিং ছাড়া থাকতে পারিনা।
এত কথা বলার কারণ হলো আমি এত কষ্ট করে পোস্ট করলাম অথচ কিছু কিছু কপিবাজ আছেন যারা 30 সেকেন্ডেই এটি কপি করে নিজের স্বার্থে অন্য কোথাও পাবলিশ করবেন। তারা একটা কথা শুনে রাখুন কপিপেস্টের দিন চলে গেছে। প্রতিযোগিতার এই যুগে ওয়েবসাইটের অভাব নাই। তাই কপিপেস্ট না করে ইউনিক কিছু করুন দেখবেন সফলতা আসবে।
শেষকথা, ট্রিকবিডি এখনও Riadrox Vaiya, Sadhin Vai, Mahmud ভাইদের মত নিঃস্বার্থ কিছু টিউনারের কারণে টিকে আছে।
আসুন আমরা তাদের মত হই। স্পামমুক্ত, কপিপেস্টমুক্ত ট্রিকবিডি গড়ি!

.
.

অনেক কথা বলে ফেললাম। আজ আর নয়। সবাই ভালো থাকবেন। আর মোস্টলি ফুর্তিতে থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন।
.

Credits-

1. XDA Developer

2. OR Miraz

কেউ কপি করলে ক্রেডিট গুলা অন্তত দিয়েন।

.
কপিমুক্ত ট্রিকবিডি গড়ার দৃঢ় প্রত্যয়ে আমি –

OR Miraz

.

.

আমাকে পাবেনঃ-

ProfileTwitterMail

————————–— ThE eNd ————————–—

21 thoughts on "[Root][Xposed] আপনার ফোনের System Volume Steps কে বাড়িয়ে নিন। [Increase Original Volume steps] – By OR Miraz"

  1. IFthekhar ahamed Subscriber says:
    vi root phone khub shoja brick kora jay amon kono app apnar jana asa? hard brick hola valo hoy… soft brick holaO cholba…. jana thakla please bolban
    1. OR Miraz Author Post Creator says:
      হাহাহা! কোন অ্যাপ লাগবেনা।
      শুধু ফোনের System ফোল্ডার থেকে build.prop ফাইলটা খুজে বের করে ডিলিট করে দেন। এবার ফোনটা বন্ধ করুন।
      ব্যাস হয়ে গেল সফ্ট ব্রিক। 😀
    2. Sajid Contributor says:
      Tar jokhon atoi brick korbar icca tahole hard brick er upai bole deya uchit……………Tai noi ki?
  2. Sajid Contributor says:
    Nice & important post.
    1. OR Miraz Author Post Creator says:
      Thank You”! 🙂
  3. rupok12 Contributor says:
    ভালো, ইম্পরটেন্ট পোস্ট।
    ট্রাই করবো।
    1. OR Miraz Author Post Creator says:
      Thanks!
  4. m@ruf Contributor says:
    prob hoitese…install/update a touch kora jay na
  5. m@ruf Contributor says:
    framework install/update hoy na
    1. OR Miraz Author Post Creator says:
      Try This Version- Xposed Installer Latest
    2. m@ruf Contributor says:
      nah vai…kaj holo na.
      asole ei app ta maybe Android er onnanno version gulate smoothly kaj kore.
      ami walton gf4 use kori. Android 5.1 lollipop..32 bit.
      lollipop a install korata vejal. net theke ghata ghati kore ja bujhlam.
      na hoy ami bujhi nai tai amar kase vejal.
    3. m@ruf Contributor says:
      xposed installer for lollipop niye 1ta details post koiren vai…amar moto ovaga lollipop user der jonno valo hobe
    4. OR Miraz Author Post Creator says:
      ok.. Ami Trick ta jani. Wait….
    5. m@ruf Contributor says:
      thanks vai
  6. Eahea248437 Contributor says:
    রুট করার পর আমার মুবাইলের playstore কাজ করতেছেনা এখন কি করব,,,
    প্লিজ কেও সাহায্য করুন।
    1. OR Miraz Author Post Creator says:
      Root folder theke hosts file ta delete kore phone Reboot den.
      Asha kori kaj hobe.
  7. foinne420 Contributor says:
    vai symphony m1 e xposed installer ta support dicce na.ki korbo plz
  8. Na Fi Contributor says:
    valo post…
  9. Ahad Author says:
    Good And Super Post!! Well done!!!

Leave a Reply