Site icon Trickbd.com

[Root] Xposed Framework module দিয়ে আপনার Android ফোনেই মাল্টিউইন্ডো করে একই স্ক্রিনে অনেক অ্যাপ চালান। বিস্তারিত পোস্টে স্ক্রিনশটসহ (রিপোস্ট)

Unnamed

আল্লাহু আকবার

আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
আজ যে অ্যাপটা নিয়ে আলোচনা করব এটার কাজ xhalo multi-window এর মতোই। কিন্তু xhalo multi-window সকল এন্ডোইড ভার্সনে চলে না বলেই আমি আজকের অ্যাপটি নিয়ে পোস্ট করছি। এই অ্যাপটি এন্ডোইড ৪.০.x থেকে ৬.০.x ভার্সনে চলবে। ৬.০.x এর উপরের ভার্সনে চেষ্টা করে দেখতে পারেন। অনেক কথা হল। এবার মূল আলোচনায় আসি।

★সতর্কতাঃ যদিও কোনো সমস্যা হওয়ার কথা না তবুও অ্যাপ ইনস্টল দিয়ে ফোন রিবুট দেওয়ার পর কোনো সমস্যা হলে ফোন safe mode এ নিয়ে অ্যাপটি আনইনস্টল করে দিবেন।

এবার ধাপে ধাপে নিচের স্ক্রিনশটগুলো অনুসরণ করুন
















এবার অ্যাপ থেকে বের হয়ে আসুন। আপনি যে অ্যাপগুলো সিলেক্ট করেছেন তার কোনো একটা ওপেন করুন। তারপর নিচের স্ক্রিনশট দেখুন




অন্য একটি অ্যাপ ওপেন করুন এবং একইভাবে স্ক্রিন ছোট করুন। এবার টাস্কবার থেকে পূর্বের মিনিমাইজ করা অ্যাপটি ওপেন করুন। দেখুন দুইটা অ্যাপই চলছে একই স্ক্রিনে।

বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবেন। আমার স্বল্প বুদ্ধিতে যতটুকু পারি সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ