আল্লাহু আকবার
আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
আজ যে অ্যাপটা নিয়ে আলোচনা করব এটার কাজ xhalo multi-window এর মতোই। কিন্তু xhalo multi-window সকল এন্ডোইড ভার্সনে চলে না বলেই আমি আজকের অ্যাপটি নিয়ে পোস্ট করছি। এই অ্যাপটি এন্ডোইড ৪.০.x থেকে ৬.০.x ভার্সনে চলবে। ৬.০.x এর উপরের ভার্সনে চেষ্টা করে দেখতে পারেন। অনেক কথা হল। এবার মূল আলোচনায় আসি।
★সতর্কতাঃ যদিও কোনো সমস্যা হওয়ার কথা না তবুও অ্যাপ ইনস্টল দিয়ে ফোন রিবুট দেওয়ার পর কোনো সমস্যা হলে ফোন safe mode এ নিয়ে অ্যাপটি আনইনস্টল করে দিবেন।
এবার ধাপে ধাপে নিচের স্ক্রিনশটগুলো অনুসরণ করুন
এবার অ্যাপ থেকে বের হয়ে আসুন। আপনি যে অ্যাপগুলো সিলেক্ট করেছেন তার কোনো একটা ওপেন করুন। তারপর নিচের স্ক্রিনশট দেখুন
বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবেন। আমার স্বল্প বুদ্ধিতে যতটুকু পারি সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ
Amar j7 non rooted ea ku hobe…? V6.0.1
এটা Framework.. মনে হয় না, রুট ছাড়া হবে
করে দেখতে পারেন যদি কোনো ট্রিক পেয়ে
যান
Amar phn brick hoiche..recovery mode e ase but bacup restore hoy na..phone storage 0mb delhay..kono kichi install o hoy na.plz help.
Please Help