আল্লাহু আকবার

আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
আজ যে অ্যাপটা নিয়ে আলোচনা করব এটার কাজ xhalo multi-window এর মতোই। কিন্তু xhalo multi-window সকল এন্ডোইড ভার্সনে চলে না বলেই আমি আজকের অ্যাপটি নিয়ে পোস্ট করছি। এই অ্যাপটি এন্ডোইড ৪.০.x থেকে ৬.০.x ভার্সনে চলবে। ৬.০.x এর উপরের ভার্সনে চেষ্টা করে দেখতে পারেন। অনেক কথা হল। এবার মূল আলোচনায় আসি।

★সতর্কতাঃ যদিও কোনো সমস্যা হওয়ার কথা না তবুও অ্যাপ ইনস্টল দিয়ে ফোন রিবুট দেওয়ার পর কোনো সমস্যা হলে ফোন safe mode এ নিয়ে অ্যাপটি আনইনস্টল করে দিবেন।

এবার ধাপে ধাপে নিচের স্ক্রিনশটগুলো অনুসরণ করুন
















এবার অ্যাপ থেকে বের হয়ে আসুন। আপনি যে অ্যাপগুলো সিলেক্ট করেছেন তার কোনো একটা ওপেন করুন। তারপর নিচের স্ক্রিনশট দেখুন




অন্য একটি অ্যাপ ওপেন করুন এবং একইভাবে স্ক্রিন ছোট করুন। এবার টাস্কবার থেকে পূর্বের মিনিমাইজ করা অ্যাপটি ওপেন করুন। দেখুন দুইটা অ্যাপই চলছে একই স্ক্রিনে।

বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবেন। আমার স্বল্প বুদ্ধিতে যতটুকু পারি সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ

64 thoughts on "[Root] Xposed Framework module দিয়ে আপনার Android ফোনেই মাল্টিউইন্ডো করে একই স্ক্রিনে অনেক অ্যাপ চালান। বিস্তারিত পোস্টে স্ক্রিনশটসহ (রিপোস্ট)"

  1. Mehedi Islam Ripon Author says:
    phn ki rooted hote hobe?
    1. Anik Contributor Post Creator says:
      কমেন্টের জন্য ধন্যবাদ। এন্ড্রইড ভার্সন ৫ এর নিচে হলে রুটেড হতে হবে। এন্ড্রইড ভার্সন ৫ এবং উপরের ভার্সনে রুট ছাড়াই xposed framework ইনস্টল করা যায়।
    2. BlaCk & WhitE (TaNjiD) Author says:
      Apner phn ki rooted???
      Amar j7 non rooted ea ku hobe…? V6.0.1
    3. Anik Contributor Post Creator says:
      কমেন্টের জন্য ধন্যবাদ। জ্বি আমার ফোন রুটেড। রুটেড ছাড়া xposed framework ইনস্টল দিতে পারবেন না বোধহয়। তবুও গুগলে সার্চ করে যদি কোনোভাবে ইনস্টল করতে পারেন
    4. BlaCk & WhitE (TaNjiD) Author says:
      আগের কমেন্টের রিপ্লাই তে তো বলছে ৫ আর তার উপরে রুট লাগবে না
    5. Anik Contributor Post Creator says:
      জ্বি ভাই বলছিলাম। ট্রিকবিডিতে ওটা নিয়ে পোস্টও আছে কিন্তু এখন রুট ছাড়া হচ্ছে না কেন বুঝতেছি না। আপনি গুগলে সার্চ করে বিস্তারিত জানতে পারবেন।
    6. BlaCk & WhitE (TaNjiD) Author says:
      পোস্ট থাকলে পোস্ট এর লিংক টা দিবেন??
      এটা Framework.. মনে হয় না, রুট ছাড়া হবে
  2. Sumon Contributor says:
    moon reader pro ki uccaron kor pore
    1. Anik Contributor Post Creator says:
      কমেন্টের জন্য ধন্যবাদ। moon reader শুধুমাত্র ইংরেজি pdf ফাইলগুলো উচ্চারণ করে পড়ে। বাংলা নয়
    2. Anik Contributor Post Creator says:
      তবে বাংলা txt ফরমেটের ফাইলগুলো উচ্চারণ করে পড়ে
    1. Anik Contributor Post Creator says:
      কমেন্টের জন্য ধন্যবাদ।
  3. Selfless Boy Contributor says:
    root lagbe bro??
    1. Anik Contributor Post Creator says:
      কমেন্টের জন্য ধন্যবাদ। এন্ড্রইড ভার্সন ৫ এর নিচে হলে রুটেড হতে হবে। এন্ড্রইড ভার্সন ৫ এবং উপরের ভার্সনে রুট ছাড়াই xposed framework ইনস্টল করা যায়।
    2. Selfless Boy Contributor says:
      kivabe korbo bro amar phone version 6.0
    3. Anik Contributor Post Creator says:
      প্রথমে exposed framework ডাউনলোড করতে হবে। তারপর ইনস্টল দিয়ে নেট কানেকশন চালু করে exposed framework এ ঢুকতে হবে। তারপর স্ক্রিনের উপর থেকে নিচে swipe করলে ডাউনলোড অপশন আসবে। আপনি গুগলে সার্চ করে আরও ভাল ভাবে জেনে নিন।
    4. Selfless Boy Contributor says:
      download kore install dile kono problem hobe na to??
    5. md manik ali Contributor says:
      vai framework install korbo.?verson 5.1.phone bric korbe ki?
    6. Anik Contributor Post Creator says:
      কমেন্টের জন্য ধন্যবাদ। ফোন ব্রিক করার কথা নয়। তবুও যদি ব্রিক করে তবে ফোন safe mode এ নিয়ে exposed framework ডিলিট করে দেবেন
    7. md manik ali Contributor says:
      vai bolca root acces lagbe.ki korbo.
    8. Anik Contributor Post Creator says:
      exposed framework ইনস্টল করতে রুট চাচ্ছে?
    9. md manik ali Contributor says:
      ha vai..
    10. Anik Contributor Post Creator says:
      আমি তো জানতাম এন্ড্রইড ভার্সন ৫ এবং এর উপরের ভার্সনে রুট ছাড়াই exposed framework ইনস্টল করা যায়। এটা নিয়ে ট্রিকবিডিতে পোস্টও আছে। আপনি গুগলে সার্চ করে জেনে নেন।
    11. md manik ali Contributor says:
      okk.arr vai root korar best koi app er nam bolen.?
    12. Anik Contributor Post Creator says:
      আপনি কী ফোন ব্যবহার করেন
    13. Anik Contributor Post Creator says:
      ভাই অ্যাপ তো অনেক আছে কিন্তু কোনটা আপনার ফোনে কাজ করবে সেটা কিভাবে বলি। ভাল হবে যদি আপনি গুগলে সার্চ করে দেখে নেন।
    14. md manik ali Contributor says:
      king/kingo baade arr koi ta bolun oi gulu dia hoi ni..
    15. Anik Contributor Post Creator says:
      towelroot, one click root, baidu root
    1. Anik Contributor Post Creator says:
      কমেন্টের জন্য ধন্যবাদ
  4. rabby Subscriber says:
    safe mod kivabe one korbo?
    1. Anik Contributor Post Creator says:
      কমেন্টের জন্য ধন্যবাদ। ফোনভেদে safe mode চালু করার নানা পদ্ধতি আছে। আপনি আপনার ফোনের জন্য গুগলে সার্চ করে জেনে নিন
  5. Ashik Contributor says:
    OBB ei app ta kiser jonno bro??
    1. Anik Contributor Post Creator says:
      ঐ অ্যাপটা হল গেমের obb ডাটাকে মেমোরিতে রেখে গেম খেলার অ্যাপ
  6. §øĥāğ™ Author says:
    nice post vai,, Exposed cara ki ar kono way ace, ei Window subida newar,, amr Root nai, tai 5.1 (lollipop)
    1. Anik Contributor Post Creator says:
      floating apps নামে একটা অ্যাপ আছে। ওটা ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ
  7. mostak Contributor says:
    রুটেড ফোনে ওটিজি সাপোর্ট করাবো কি করে এ নিয়ে একটা আপডেট পোস্ট করলে অনেকে উপকারিত হব ভাই। একটা পোস্ট করিয়েন
    1. Anik Contributor Post Creator says:
      কমেন্ট করার জন্য ধন্যবাদ। চেষ্টা করব যদি তেমন কোনো ট্রিক পাই শেয়ার করব ইনশা-আল্লাহ
  8. M. Ashik Contributor says:
    vai marshmallow te ki root cara xpossed installer use kora jai??
    1. Anik Contributor Post Creator says:
      রুট ছাড়া বোধহয় হবে না। আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন যদি কোনো ট্রিক পেয়ে যান
  9. Selfless Boy Contributor says:
    marshmallow te kivabe xpossed install korbo. ami symphony v75 use kori plz janle bolun
    1. Anik Contributor Post Creator says:
      রুট ছাড়া বোধহয় হবে না। আপনি গুগলে সার্চ
      করে দেখতে পারেন যদি কোনো ট্রিক পেয়ে
      যান
  10. সোহেল Author says:
    xposed installed Download link dow.playstore ai app ta pai na!!!
    1. Anik Contributor Post Creator says:
      exposed installer.apk লিখে গুগলে সার্চ দিন। পেয়ে যাবেন। ধন্যবাদ
  11. Bullet Contributor says:
    Root expart help
    Amar phn brick hoiche..recovery mode e ase but bacup restore hoy na..phone storage 0mb delhay..kono kichi install o hoy na.plz help.
    1. Anik Contributor Post Creator says:
      কী ফোন আপনার? রিকভারি থেকে ফাক্টরি রিসেট দিয়ে দেখছেন? এতে কাজ না হলে ফোন ফ্লাস করা ছাড়া আর কোনো উপায় বোধহয় নাই
    2. Bullet Contributor says:
      sobkicui try korci but hoy na.flash korle ki thik hobe vai?
    3. Anik Contributor Post Creator says:
      ইনশা-আল্লাহ ঠিক হবে ভাই
  12. R.J. Saiful Islam Contributor says:
    Anik vai apnar fb id ta dan
    1. Anik Contributor Post Creator says:
      karimullah anik likhe search dilei peye jaben
    2. R.J. Saiful Islam Contributor says:
      Add me facebook.com/helperboydaiful
    3. R.J. Saiful Islam Contributor says:
      Add me facebook.com/helperboysaiful
  13. Biplop Contributor says:
    vai please help amar symphony v28 version 4.4.2 ki vaba freamwork install debo please help.. Amar Phn Root Kora ase.
    Please Help
    1. Anik Contributor Post Creator says:
      গুগলে সার্চ দিয়ে exposed installer.apk ফাইল ডাউনলোড করেন।
    2. Anik Contributor Post Creator says:
      তারপর ইনস্টল করে ওপেন করেন। দেখবেন exposed framework ইনস্টল করতে বলবে
    3. Biplop Contributor says:
      hoi na vai. Try Korse onek bar.
    4. Anik Contributor Post Creator says:
      তাহলে গুগলে সার্চ করেন how to install ecposed framework on symphony v28 লিখে
    5. Biplop Contributor says:
      apnar fb id den
    6. Anik Contributor Post Creator says:
      karimullah anik লিখে সার্চ দেন। পেয়ে যাবেন
  14. Biplop Contributor says:
    vai help hosse na 4.4.2 Version a
    1. Anik Contributor Post Creator says:
      na hoile r ki korbo bolen
    2. Biplop Contributor says:
      কেন হচ্ছে না বুঝতাছি না, আমি Symphony v28 ফোন ব্যবহার করি

Leave a Reply