Be a Trainer! Share your knowledge.
Home » Facebook tricks » ফেসবুকে ৯০ দিনের বেশি ইনএক্টিভ ফ্রেন্ডদের আনফ্রেন্ড করুন ফেসবুক এপ্স দিয়েই (Inactive Friends on facebook)

ফেসবুকে ৯০ দিনের বেশি ইনএক্টিভ ফ্রেন্ডদের আনফ্রেন্ড করুন ফেসবুক এপ্স দিয়েই (Inactive Friends on facebook)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভাল আছি।

আজকে আলোচনা করবো কিভাবে আপনার ফেসবুকের ৯০ দিনের বেশি ইনএক্টিভ ফ্রেন্ডদের আনফ্রেন্ড করবেন।

আমরা কম-বেশি সকলেই ফেসবুকের সাথে পরিচিত। আর আমাদের আশে পাশের জানা অজানা বন্ধুদের নিয়েই এই ফেসবুক গঠিত।ফেসবুক আমাদের ইন্টারনেট সুবিধার মাধ্যমে সামাজিক ভাবে এক ভার্চুয়াল প্লাটফর্মের সাথে জুড়ে দিয়েছেন।এই ফেসবুকের মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচিত ও নানান রকমের জিনিস দেখতে পারতেছি।


যাই হোক যেহেতু ফেসবুকের সাথে আমরা সকলেই পরিচিত তাই আমি ফেসবুক নিয়ে নতুন করে কিছু বলতে চাচ্ছি না।আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে আমরা ফেসবুকে বিভিন্ন সময় অনেক পোস্ট করে থাকি।সে পোস্টগুলিতে আমার ফ্রেন্ডদের মাঝে যারা তিন মাস আমার কোন পোস্টে কোন প্রকার রিয়েক্ট বা মন্তব্য করেনি তাদের কে কিভাবে খুব সহজেই আনফ্রেন্ড করব সেই বিষয় নিয়ে।

কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক।
প্রথমে মোবাইলের ইন্টারনেট কানেকশন চালু করে ফেসবুক এপ্সটি ওপেন করবেন।

এরপর আপনার একাউন্ট লগিন করে আপনার ফেসবুকের প্রোফাইল আইকনে ক্লিক করুন।

এরপর নিচে একটু স্ক্রল করে দেখতে পারবেন About নামে একটি টুলস আছে এই অপশনটিতে ক্লিক করুন।

এরপর নিচে আবার একটু স্ক্রল করে Friends নামে একটি অপশন আছে ঐখানে ক্লিক করুন।

এরপর Manage অপশনে ক্লিক করুন।

এরপর উপরে দেখতে পারবেন Least Interacted With এই লেখাতে ক্লিক করুন।

দেখুন আমার ৩৪ জন ফ্রেন্ড আমাকে গত তিন মাসে আমার পোস্টে কোন প্রকার রিয়েক্ট বা কোন ধরনের মন্তব্য করেনি।
এখন আপনি তাদেরকে একে একে আনফ্রেন্ড করতে পারবেন বা আপনি চাইল মাল্টিপল ভাবে সিলেক্ট করে আনফ্রেন্ড করতে পারবেন।আমি Select Multiple আইকনে ক্লিক করে একজন একজন করে সিলেক্ট করে নিলাম।

এরপর Unfreind আইকনে ক্লিক করলাম।

সবশেষে আমাকে আবার নিশ্চিত ভাবে বলা হচ্ছে আমি কি সত্যিই তাদেরকে আনফ্রেন্ড করতে চাইছি। যদি আপনি তাদেরকে আনফ্রেন্ড করতে চান তাহলে Unfreind অপশনটিতে ক্লিক করলেই তারা আনফ্রেন্ড হয়ে যাবে।

উপরের দেওয়া নিয়ম অনুসারে আপনি ফেসবুকের ইনএক্টিভ ফ্রেন্ডদের আনফ্রেন্ড করতে পারবেন।

পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি,

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

1 month ago (Dec 15, 2024)

About Author (116)

Sohelarman4374
author

I am proud, because I am a Muslim And a community of Hazrat Muhammad (pub ) লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

Trickbd Official Telegram

5 responses to “ফেসবুকে ৯০ দিনের বেশি ইনএক্টিভ ফ্রেন্ডদের আনফ্রেন্ড করুন ফেসবুক এপ্স দিয়েই (Inactive Friends on facebook)”

  1. Upayki.com Contributor says:

    ট্রাই করলাম, হয় না। পুরনো ট্রিক

  2. KawႽαᖇ AӀɑო✨ Contributor says:

    Thanks @Sohelarman4374

  3. Reza Contributor says:

    হয়না

Leave a Reply

Switch To Desktop Version