ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম
যারা নিয়মিত ক্লাউড স্টোরেজ ব্যবহার করেন কিংবা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ক্লাউড সার্ভিসে ডাটা সংরক্ষিত আছে, সেসব ডাটা এক জায়গায় নিয়ে আসা বেশ ঝামেলার হতে পারে। সাধারনত বাংলাদেশে ক্লাউড স্টোরেজ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ক্লাউড স্টোরেজ সার্ভিস হচ্ছে google drive। তাছাড়া Dropbox,Mega ইত্যাদির প্রচলনও আছে।
অনেকসময় দেখা যায় জরুরি প্রয়োজনে এক ক্লাউড ড্রাইভ থেকে আরেক ক্লাউড ড্রাইভে ট্রান্সফার করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে ট্রান্সফার প্রসেস বেশ লম্বা হতে পারে।যেটা বেশ সময়সাপেক্ষ ব্যাপার হতে পারে।
এই গতানুগতিক পদ্ধতিতে যদি আপনার Gdrive থেকে Mega ক্লাউডে ফাইল ট্রান্সফার করতে হয় তাহলে আপনাকে প্রথমে ড্রাইভ থেকে ফাইল নামাতে হবে। যদি বড় ফাইল হয় এবং স্লো ইন্টারনেট কানেকশন থাকে তাহলে সেখানে লম্বা একটা সময় ব্যয় করতে হবে।আবার সেগুলো ডাউনলোড করা শেষে সেগুলো Mega তে আপলোড করতে হবে। আপলোড টাইমও ফাইল ভেদে ভিন্ন হতে পারে।
এই লম্বা প্রসেস সংক্ষিপ্ত করার একটি সেরা পদ্ধতি হলো ক্লাউড টু ক্লাউড ট্রান্সফার।
ক্লাউড টু ক্লাউড ট্রান্সফার হলো এমন এক অটোমেশন পদ্ধতি যেটি দ্রুত সময়ে ব্যবহারকারীদের বিভিন্ন ক্লাউডের মধ্যে pair তৈরি করে ডাটা ট্রান্সফার করে। সম্পূর্ণ অটোমেশন পদ্ধতি হওয়ায় এখানে ব্যবহারকারীদের বেশি কিছু করতে হয়না। শুধুমাত্র যেসব ক্লাউড সিস্টেম এর মধ্যে ডাটা ট্রান্সফার করা হবে সেগুলো sync করে নিলে হয়।
কয়েকটি ক্লাউড সার্ভিসে বিল্টইন অল্পকিছু সার্ভিসের সাথে pair সুবিধা এটির জন্য থার্ড পার্টি কোম্পানিই সর্বাপেক্ষা সুবিধাজনক সেবা প্রদান করে থাকে।আর cloud টু cloud ট্রান্সফার এর জন্য সর্বাপেক্ষা যেটি বেশি জনপ্রিয় সেটি হলো multicloud.com
প্রথমে এই লিংক এ ক্লিক করে নিন।
এই লিংকে ক্লিক না করলে ৫০০ জিবি ট্রাফিক পাবেন না।
লিংকে ক্লিক করার পর এধরনের একটি ওয়েবপেইজ লোড নিবে।এখানে যেই account fill up অপশন আছে সেটি ফিলআপ করে নিন।
সেখানে gmail কিংবা tempmail দিয়ে পাসওয়ার্ড দিন। শুরুতে ক্যাপচা লোড নিবে না। একবার ক্লিক করার পর দেখবেন একটি captcha লোড নিয়েছে। সেটি ম্যানুয়ালি টাইপ করে আরেকবার get 5ppgb data অপশন এ ক্লিক করে নিন।
যদি সঠিকভাবে ক্যাপচা দেন তাহলে আপনার দেওয়া মেইলে একটি ভ্যারিফিকেশন মেইল চলে আসবে। আপনারা সেটিতে activate account অপশন এ ক্লিক করে নিন।
দেখুন আমার একাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর লগইন করে নিন।
তো আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো টিউটরিয়াল নিয়ে। ট্রিকবিডিতে সাথেই থাকুন, ধন্যবাদ।
You must be logged in to post a comment.
Thanks ai ta zantam but mega offar cilo na ar age trickbd te ak vai share krcilo but offer end. Thanks ai ta emergency lagbe.
Gmail a code ase na
সঠিকভাবে ক্যাপচা দিয়েছেন?
জিমেইল আর আইডি পাস দিয়ে get দিলে হবে না।একবার get ক্লিক এর পর ক্যাপচা আসবে।এরপর আবার get ক্লিক করতে হবে।
জিমেইল এ কোড না confirmation link আসবে। All mail/update ফোল্ডারে চেক করুন।
Working. Thanks a lot brother