Site icon Trickbd.com

[Root+Xposed] Samsung S8 এর মত অ্যাপ বার/ড্রয়ার সিস্টেম করুন আপনার শখের এন্ড্রোইড ফোনে Xblast tools এর সাহায্যে (বিস্তারিত পোস্টে)

Unnamed


আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
আপনারা অবশ্যই অবগত আছেন যে Samsung S8 এ রয়েছে কিছু অসাধারণ ফিচারস যা ফোনটিকে আকর্ষণীয় এবং আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তুলেছে। তার মধ্যে একটি হচ্ছে অ্যাপ বার বা অ্যাপ ড্রয়ার সুবিধা যার মাধ্যমে ইউজার অ্যাপকে সহজেই হোম স্ক্রিন থেকে ওপেন করতে পারেন। আমাদের যেহেতু S8 কেনার সাধ্য নেই তাই আমরা অনেকে s8 launcher, s8 theme ইত্যাদি ব্যবহার করি উক্ত ফিচারটি পাওয়ার জন্য। আজ আপনাদের দেখাব কিভাবে Xblast tools এর সাহায্যে এই ফিচারটি পেতে পারি। যেহেতু রুট ইউজাররা অনেক অ্যাডভান্স তাই হয়ত আপনারা এই অ্যাপটা সম্পর্কে জেনে থাকবেন। যারা জানেন না তাদের কাজে লাগবে আশা করি। আর যদি সবাই জেনে থাকেন তাহলে তো আমার এত খাটনি সবই বেকার যাবে। যাহোক তো চলুন শুরু করা যাক।

নিচ থেকে ডাউনলোড করে নিন
Xblast tools 6 mb

এবার অ্যাপটি ইনস্টল করুন। তারপর xposed installer এ যান এবং নিচের স্ক্রিনশট ফলো করুন



ফোন রিবুট দেওয়ার পর নিচের স্ক্রিনশট ফলো করুন



এখানে দেখুন দুটি অপশন মার্ক করা আছে। circle app launcher এবং appbar. দুটো অপশনেরই কাজ এক কিন্তু স্টাইল ভিন্ন। আমি আপনাদের দুটো অপশনেরই কাজ দেখিয়ে দিচ্ছি যদিও আমার circle app launcher অপশনটা বেশি ভাল লাগে। প্রথমে appbar অপশনে যান। তারপর নিচের স্ক্রিনশট ফলো করুন





এবার অ্যাপ থেকে বের হয়ে হোম স্ক্রিনে আসুন। তারপর দেখুন


এবার চলুন circle app launcher অপশনটার কাজ দেখাই। এজন্য appbar অপশনটা disable করে দিতে হবে। disable করতে Xblast tools>multi-tasking>appbar এ যান। তারপর নিচের স্ক্রিনশট দেখুন

এবার ব্যাকে আসুন এবং circle app launcher অপশনে যান এবং নিচের স্ক্রিনশট ফলো করুন।




এবার অ্যাপ থেকে বের হয়ে আসুন। তারপর দেখুন


বিঃদ্রঃ Xblast tools অ্যাপটির আরও অনেক ফিচারস আছে। আমি শুধু একটি ফিচার নিয়েই আলোচনা করলাম।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।