আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
আপনারা অবশ্যই অবগত আছেন যে Samsung S8 এ রয়েছে কিছু অসাধারণ ফিচারস যা ফোনটিকে আকর্ষণীয় এবং আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তুলেছে। তার মধ্যে একটি হচ্ছে অ্যাপ বার বা অ্যাপ ড্রয়ার সুবিধা যার মাধ্যমে ইউজার অ্যাপকে সহজেই হোম স্ক্রিন থেকে ওপেন করতে পারেন। আমাদের যেহেতু S8 কেনার সাধ্য নেই তাই আমরা অনেকে s8 launcher, s8 theme ইত্যাদি ব্যবহার করি উক্ত ফিচারটি পাওয়ার জন্য। আজ আপনাদের দেখাব কিভাবে Xblast tools এর সাহায্যে এই ফিচারটি পেতে পারি। যেহেতু রুট ইউজাররা অনেক অ্যাডভান্স তাই হয়ত আপনারা এই অ্যাপটা সম্পর্কে জেনে থাকবেন। যারা জানেন না তাদের কাজে লাগবে আশা করি। আর যদি সবাই জেনে থাকেন তাহলে তো আমার এত খাটনি সবই বেকার যাবে। যাহোক তো চলুন শুরু করা যাক।
নিচ থেকে ডাউনলোড করে নিন
Xblast tools 6 mb
এবার অ্যাপটি ইনস্টল করুন। তারপর xposed installer এ যান এবং নিচের স্ক্রিনশট ফলো করুন
ফোন রিবুট দেওয়ার পর নিচের স্ক্রিনশট ফলো করুন
এবার অ্যাপ থেকে বের হয়ে হোম স্ক্রিনে আসুন। তারপর দেখুন
এবার চলুন circle app launcher অপশনটার কাজ দেখাই। এজন্য appbar অপশনটা disable করে দিতে হবে। disable করতে Xblast tools>multi-tasking>appbar এ যান। তারপর নিচের স্ক্রিনশট দেখুন
এবার ব্যাকে আসুন এবং circle app launcher অপশনে যান এবং নিচের স্ক্রিনশট ফলো করুন।
এবার অ্যাপ থেকে বের হয়ে আসুন। তারপর দেখুন
বিঃদ্রঃ Xblast tools অ্যাপটির আরও অনেক ফিচারস আছে। আমি শুধু একটি ফিচার নিয়েই আলোচনা করলাম।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।
ami play store theke kisu update dite pari na…abar download o krte pari na…kinto kno?
direct crome die download krte gele dekhai your device not protect
? Lucky patcher diye Mini Militia game ta modify korechilam. Modify korar por r guli korsena. Akhon r thik korte parsina… kivabe korbo karo jana thakle plz bolen ???
Toggle Mod নামিয়েছি, খুব ই ভাল লাগলো, সব ধরনের Mod এটা দিয়ে করা যায়।
But… Toggle আপডেট দিতে গিয়ে টানা ৩ ঘণ্টা ধরে বিভিন্ন ভাবে চেষ্টা করে শেষে সফল হলাম।।।
er kota bolsen. good post.
I’m sorry for unexpected comment
Trickbd তে ভালো টপিক এর পোস্ট হচ্ছে না
Unique কোন টপিক ও পাচ্ছি না যেটা নিয়ে পোস্ট করা যায়
তোমার এই পোস্ট অস্থির হইছে