Site icon Trickbd.com

[Xposed] Status Bar এর সকল ডিফল্ট আইকন চেঞ্জ করুন শুধুমাত্র একটা অ্যাপ এর সাহায্যে [রয়েছে অনেক স্টাইলিশ আইকন]

Unnamed

আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে এমন একটি অ্যাপ শেয়ার করবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই এক্সপোসড (Xposed) ফার্মওয়্যার ইনস্টল করা ফোনে স্ট্যাটাস বার এর সকল আইকন চেঞ্জ করতে পারবেন।
যেমন:

☞ডিফল্ট ব্যাটারির চার্জ ইন্ডিকেটরটি চেঞ্জ করে অনেকগুলো স্টাইলিশ ব্যাটারি ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন।

☞সিম কার্ড এর নেটওয়ার্ক ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবেন।

☞ওয়াই-ফাই রেঞ্জ ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবেন।

☞সাইলেন্ট,সাউন্ড ও ভাইব্রেট মোড এর ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবেন।

☞ব্লুটুথ এর ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবেন।

☞নেটওয়ার্ক স্পিড মিটার ইন্ডিকেটর শো করাতে পারবেন।

☞ডিফল্ট সময় দেখার ইন্ডিকেটরটিও চেঞ্জ করতে পারবেন।

☞স্ক্রিনশট এর ইন্ডিকেটরটি চেঞ্জ করতে পারবেন।

এছাড়াও ভিপিএন, লোকেশন, ডাউনলোডসহ সব ধরনের স্ট্যাটাস বার ইন্ডিকেটর পরিবর্তন করে ফোনকে এক্সট্রা প্রিমিয়াম লুক দিতে পারবেন।

নিচে কয়েকটি স্ক্রিনশট এ অ্যাপটির ইন্টারফেস দেখে নিন :




ডাউনলোড লিংক ( Flat Style Bar Indicator): Download Flat Style Bar Indicators 5.1.3 latest

বি:দ্র: অ্যাপটি ব্যবহার করা জন্য অবশ্যই আপনার ফোনটিতে Xposed Firmware ইনস্টল থাকতে হবে এবং রুট না থাকলেও চলবে।

আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।