আশাকরি আপনার সকলই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, “কিভাবে যেকোনো Rooted + Xposed Installed ফোনে Google photos App এ আনলিমিটেড ছবি আপলোড করবেন একদম অরিজিনাল রেজুলেশনে।”
গুগল আগে সকল ফোন থেকেই Google Photos app এ আনলিমিটেড স্টোরেজ দিতো মিডিয়াম কুয়ালিটির ছবি আপলোড করার জন্য। কিন্তু কয়েক বছর আগে এই ফিচারটি গুগল বন্ধ করে দেয়,যার কারণে এখন আনলিমিটেড ছবি ব্যাক আপ করে রাখতে পারছি না আমরা কেউ।এখন গুগল শুধুমাত্র তাদের পিক্সেল ডিভাইসগুলোতেই এই ফিচারটি রেখেছে।
তবে কোনো চিন্তা নেই যাদের পিক্সেল ডিভাইস নেই শুধুমাত্র রুটেড এবং Xposed Activated একটি ফোন হলেই এটি উপভোগ করতে পারবেন।
এর জন্য দরকার হবে একটি Xposed Module এর।
Module টির নাম : Pixelify GPhotos.
কিভাবে কাজ করে:
মডিউলটি মূলতো আপনার ফোনকে স্পুফ করবে এবং গুগল ফটোস এপ এ আপনার ফোনকে একটি পিক্সেল ডিভাইস হিসেবে উপস্থাপন করবে যার ফলে গুগল আপনাকে আনলিমিটেড ফটো ব্যাকাপ স্টোরেজ ফিচারটি দিবে।
ফিচারটি উপভোগের জন্য নিচের স্টেপগুলো ফলো করুন:
১. প্রথমে এখানে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে নিন মডিউলটি।
২.Xposed এ Active করে নিন।
৩.এরপর এপটি ওপেন করলে নিচের স্ক্রিনশটের মতো দেখতে পাবেন।
এখানে মার্ক করা স্থানে Pixel XL সেলেক্ট করে ফেনটি রিবুট করে উপভোগ করুন গুগল ফটোস আনলিমিটেড ব্যাকাপ।
আজকের মতো এখানেই।
আল্লাহ তায়ালা সকলকে সুস্থ্য ও আনন্দে রাখুন।
আল্লাহ হাফিজ।