আসসালামু আলাইকুম।
আশাকরি আপনার সকলই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, “কিভাবে যেকোনো Rooted + Xposed Installed ফোনে Google photos App এ আনলিমিটেড ছবি আপলোড করবেন একদম অরিজিনাল রেজুলেশনে।”

গুগল আগে সকল ফোন থেকেই Google Photos app এ আনলিমিটেড স্টোরেজ দিতো মিডিয়াম কুয়ালিটির ছবি আপলোড করার জন্য। কিন্তু কয়েক বছর আগে এই ফিচারটি গুগল বন্ধ করে দেয়,যার কারণে এখন আনলিমিটেড ছবি ব্যাক আপ করে রাখতে পারছি না আমরা কেউ।এখন গুগল শুধুমাত্র তাদের পিক্সেল ডিভাইসগুলোতেই এই ফিচারটি রেখেছে।

তবে কোনো চিন্তা নেই যাদের পিক্সেল ডিভাইস নেই শুধুমাত্র রুটেড এবং Xposed Activated একটি ফোন হলেই এটি উপভোগ করতে পারবেন।

এর জন্য দরকার হবে একটি Xposed Module এর।
Module টির নাম : Pixelify GPhotos.

কিভাবে কাজ করে:
মডিউলটি মূলতো আপনার ফোনকে স্পুফ করবে এবং গুগল ফটোস এপ এ আপনার ফোনকে একটি পিক্সেল ডিভাইস হিসেবে উপস্থাপন করবে যার ফলে গুগল আপনাকে আনলিমিটেড ফটো ব্যাকাপ স্টোরেজ ফিচারটি দিবে।

বি:দ্র: এটি মোটেও নৈতিক ভাবে ভালো কাজ নয় তাই নিজ দায়িত্বে ব্যবহার করবেন।

ফিচারটি উপভোগের জন্য নিচের স্টেপগুলো ফলো করুন:

১. প্রথমে এখানে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে নিন মডিউলটি।

২.Xposed এ Active করে নিন।

৩.এরপর এপটি ওপেন করলে নিচের স্ক্রিনশটের মতো দেখতে পাবেন।

এখানে মার্ক করা স্থানে Pixel XL সেলেক্ট করে ফেনটি রিবুট করে উপভোগ করুন গুগল ফটোস আনলিমিটেড ব্যাকাপ।

আজকের মতো এখানেই।
আল্লাহ তায়ালা সকলকে সুস্থ্য ও আনন্দে রাখুন।
আল্লাহ হাফিজ।

23 thoughts on "[ROOT+XPOSED] যেকোনো ফোনে Google Photos এপ এ Unlimited Photo আপলোড করুন Original রেজুলেশনে।"

  1. aYan Contributor says:
    Bro I need your help
  2. Al Imran Contributor says:
    Xposed এ Active করবো কিভাবে
  3. Al Imran Contributor says:
    Looks like the this app module is not enabled. Please enable it in LSPosed / EdXposed.

    then reboot.

    If already enabled, then just reboot. If that does not work, kindly uninstall and reinstall. এটা লেখা আসতেছে

    1. আপনার ডিভাইসে Xposed হয়তো কাজ করতেছেনা ঠিক মতো।কোন এক্নপোস্ড ইউজ করেন?
  4. Charm. Contributor says:
    Virtual Exposed or kono virtual rooted app diye kora jabe?
    1. ট্রাই করে দেখেন,,আমি ভারচুয়ালি করিনাই ট্রাই,,হয়তো করতে পারে।
    2. imriyad Contributor says:
      chance ace. tobe na hole emulator use korben, good luck?
    3. sojol Contributor says:
      Kon apps vai bola jbe ?
  5. Tanvir Author says:
    ????? it’s so funny.. Google pixel rom install Korle to Hoye jay ..
    1. ভাই আসলে আপনার কমেন্টটা ফানি,আপনি গুগল পিক্সেল রমে স্টক রমের মতো ফিচার আর স্ট্যাবিলিটি পাবেন?? যেমন MIUI এর হিসেব করুন,ডেইলি ইউজের জন্য স্টক রমই সেরা।
  6. imriyad Contributor says:
    idea ta to epic. ty
    emon ekta spoofing app hobe jeta diye issa moto device spoof kora jabe?
    1. এমন কোনো এপ নাই যে সব ডিভাইস একটা অ্যাপ দিয়ে স্পুফ করা যাবে,তবে যে ডিভাইস স্পুফ করা দরকার সেটা লিখে গুগল/XDA/GITHUB এ সার্চ করতে পারেন।
    2. imriyad Contributor says:
      idea ta valo. thank you
  7. Limon Sarkar Contributor says:
    Google pixel rom den Vai Redmi note 7 pro er jonno?
    1. Pixelexperience rom er official website e peye jaben
  8. Limon Sarkar Contributor says:
    ভাই এই সিস্টেম কি ননরুট ফোনে কাজ করবে?
    রেডমি নোট ৭ প্রো
    1. Xposed module এক্টিভ থাকতে লাগবে তাহলে রুট ছাড়াও হবে।
  9. RANehal Contributor says:
    Nonrooted virtual or pc emulator method please
    1. Xposed লাগবে ভাই
  10. Rahel Contributor says:
    Google drive e unlimited storage newar kunu way nai brother???
    Btw thanks brother for your trick ?
    1. আপাতত গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজের তেমন কোনো উপায় নাই,,তবে শেয়ার্ড স্টোরেজ যেগুলো পাওয়া যায় সেগুলো মোটেও সেইফ না।
  11. Shahin Alam Author says:
    আমার ডিভাইস এন্ড্রোয়েড ১২
    এটা কিভাবে রুট+Xposed করব?
    আমি যদি রুট+Xposed করি তবে নতুন অফিসিয়াল আপডেট পেতে সমস্যা হবে?

    কাস্টম রম ছাড়া কি এটা করা যাবে?

Leave a Reply