ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম

আজকে আবার হাজির হয়েছি নতুন একটি ট্রিকস নিয়ে। পোস্টের ক্যাপশনটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কি সম্পর্কিত।তারপর‌ও আরেকটু ক্লিয়ার করে দিই আজকের ট্রিকস সম্পর্কে।

প্রথমত আজকের ট্রিকস আনলিমিটেড gmail তৈরির ট্রিকস না। বরং এটি হচ্ছে আনলিমিটেড gmail এর otp বাইপাসের ট্রিকস। অর্থাৎ আজকের ট্রিকসটি দিয়ে আপনারা একের অধিক জিমেইল এ otp code ভ্যরিফিকেশন করতে পারবেন।


ধরি একটি সাইট আছে যার নাম ABCD.com

ঐ সাইটটি হতে পারে কোনো ফ্রিমিয়াম মেথডে সার্ভিস প্রদান করে কিংবা ট্রায়াল লিমিট সেট করে রাখে। অর্থাৎ আপনারা যখন ঐ সাইটে নতুন একাউন্ট খুলবেন তখন আপনাকে একটা লিমিট দেয়া হবে , যেটা দিয়ে আপনারা ঐ সাইটের প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন।

কিন্তু সমস্যা হচ্ছে এমন অনেক সাইট আছে যেগুলো দিয়ে free trial নিতে গেলে Google mail খুঁজে। অর্থাৎ আপনি যে tempmail ব্যবহার করে রেজিস্ট্রেশন করবেন সেই সুযোগ নিয়ে। আবার আমাদের কাছে সাধারনত gmail থাকেই ৩-৪ টির মতো। কারন প্রতিটা gmail এ security হিসেবে সিম নাম্বার দিয়ে ভ্যারিফাই করতে হয়।

এজন্য যেসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ওয়েবসাইট কেবলমাত্র gmail দিয়ে রেজিস্ট্রেশন কাউন্ট করে সেটি দিয়ে কেবল মাত্র আমাদের gmail দিয়েই রেজিস্ট্রেশন করা যায়। ফলে একবার রেজিস্ট্রেশন করে ট্রায়াল শেষ করার পর দ্বিতীয়বার করা যায় না।

আপনারা নিশ্চয়ই free trial এর জন্য বারবার gmail তৈরি করবেন না

ঠিক এই সমস্যা সমাধানের জন্য‌ই আজকের এই ট্রিকস।

প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে।
এখানে দেখতে পাচ্ছেন একটি gmail এর অপশন। এখানে আপনারা অরিজিনাল gmail address দিবেন। তারপর generate ক্লিক করবেন।


দেখুন এখানে অনেকগুলো gmail চলে আসছে।

এসব জিমেইল এর কাজ কি?


আপনি যখন কোনো freemium সার্ভিস ব্যবহার করেন, তখন সেই সার্ভিস শেষ হ‌ওয়ার পরে দেখবেন “this gmail is already used” দেখায়।

আপনি যদি এখান থেকে জেনারেট করা মেইল ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাকে নতুন gmail এর মতোই ট্রিট করবে। যখন কোনো ওয়েবসাইটে ফ্রিমিয়াম সার্ভিসের জন্য রেজিস্ট্রেশন করবেন তখন সেখানে যে otp code পাঠাবে সেটি অটোমিটিক আপনার মেইলে চলে আসবে।

এটা দিয়ে আপনি কিছু সাইটের রেজিস্ট্রেশন করতে পারবেন ও কিছু কিছু ক্ষেত্রে reffer ও করা যায়। যদি অ্যাপের ক্ষেত্রে এটি ব্যবহার করেন বিশেষ করে যেসব অ্যাপ “device id ব্যবহার করে+ gmail” সেখানে parallel Space আর এই ট্রিকস ব্যবহার করে বারবার ট্রায়াল নিতে পারবেন। এতে আপনাকে বারবার ঝামেলায় পড়তে হবে না। আমি নিজে এমন একটি app এর ট্রায়াল নিই যেটি পাবলিশ করলে হয়তোবা trickbd সমস্যায় পড়তে পারে তাই দেখালাম না।

জ্বি মানছি ওল্ড ট্রিকস। তবে মুশকিল হচ্ছে এটা অনেকেই এখনো জানে না। বেশিরভাগ ট্রিকবিডি পোস্টে দেখবেন tempmail ইউজ করতে বলা হয়। কিন্তু আপনি যদি এই মেথড ব্যবহার করেন তাহলে একেতো আপনি gmail বাইপাস করতে পারছেন উপরন্তু পরবর্তীতে কোনো সময় otp varification চাইলে সরাসরি আপনার gmail এ forwarded হিসেবে চলে আসবে।

জ্ঞান বিতরণ‌ই ট্রিকবিডিতে উদ্দেশ্য আশা করছি যারা জানেন না তাদের উপকার হবে। ট্রিকবিডিতে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

7 thoughts on "আনলিমিটেড Gmail verification ট্রিক নিয়ে নিন Otp ভ্যারিফিকেশন সহ! ( Gmail দিয়ে ফ্রি ট্রায়াল বাইপাস+ রেফারের জন্য)"

  1. Avatar photo Rohan Contributor says:
    যা দেখলাম আর যা শিখলাম তাতে, ভাতের পরিবর্তে ফ্রাইড রাইস খওয়ার মতো অবস্থা।
    1. Avatar photo BIPLOB Contributor says:
      true…
    2. Md Kayum Contributor says:
      hmm vai
  2. Avatar photo Technical007 Contributor says:
    onk sundor ekta post vaia.
  3. Rotonbd Contributor says:
    হ্যাকিং শিখুন ফ্রি https://www.legentit.shop/hacking-jogot-ethical-hacking-book
  4. cyanotype_bluebird Contributor says:
    Bro found infinite glitch
    Thanks bro, post like this is what we want from trickbd
  5. Avatar photo Rafin Author says:
    device id ব্যবহার করে+ gmail” সেখানে parallel Space আর এই ট্রিকস ব্যবহার করে বারবার ট্রায়াল নিতে পারবেন।

    ভাই এই বিষয়টা আমি বুঝলাম না আমাকে একটু বুঝিয়ে বলবেন

Leave a Reply