কেমন আছেন সবাই আশাকরি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি।
যারা এই সব ঝামেলাই পড়ছেন তাদের জন্য আজ আমার এই পোস্ট যাদের আজ থেকে প্রতিনিয়ত অ্যাপ বা গেমেস ডাউনলোড করতে যেয়ে এমন বিরক্তিকর ঝামেলায় হবে না। চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক গুগল প্লে ষ্টোরের বিকল্প অ্যাপ গুল নাম।
১। অ্যাপ ব্রাইন : www.appbrain.com/
গুগল প্লে ষ্টোরের পরে যে অ্যাপ স্টোরটি অবস্থান করছে তাদের মধ্যে অন্যতম অ্যাপ স্টোর হল অ্যাপ ব্রাইন। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য জনপ্রিয় সেরা অ্যাপ মার্কেট হল এই অ্যাপ ব্রাইন। এই অ্যাপ স্টোর টি শত ভাগ ভাইরস মুক্ত একটা অ্যাপ স্টোর যেখানে আপনি পাবেন অফুরন্ত সব অ্যাপ লাঞ্চার,গেমস। গুগল প্লে ষ্টোরের বিকল্প এই শক্তিশালী অ্যাপ ব্যাবহার করুন কোন রকম ঝামেলা ছাড়াই।
২। ১ মোবাইল : www.1mobile.com/
৩। রইড ব্যয় : https://www.roidbay.com/
জনপ্রিয় আরেকটি গুগল প্লে ষ্টোরের বিকল্প অ্যাপ স্টোর হল রইড ব্যয়। খুব অল্প সময়ে এটা জনপ্রিয়তা পেয়েছে অ্যান্ড্রয়েড ইউজারদের মাঝে। গুগল প্লে ষ্টোরের পরে ৩ নম্বারে অবস্থান করছে জনপ্রিয় অ্যাপ স্টোর রইড ব্যয়। এই অ্যাপ মার্কেটটি অন্যদের তুলনায় কোন অংশে কম না। আপনি প্রায় সব অ্যাপ বা গেমস’ই পাবেন এখানে যেগুলো গুগল প্লেতে আছে। ইউজার ফ্রেডলি চেহারা আপনাকে খুব সহজেই নিজের পছন্দের অ্যাপটি খুঁজে বের করার সুবিধা দিবে। সাথে আছে নতুন নতুন সব সার্চ কুয়েরি।
আজ এখানে শেষ করছি। সামনে আপনাদের কাছে আরও নতুন কিছু নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভাল থাকবেন।