Site icon Trickbd.com

X-MOD কি? এর সুবিধা-অসুবিধা কি? কিভাবে ব্যবহার করে? কোনটার কাজ কি?

Unnamed

Clash of Clans প্লেয়ার দের নতুন করে x-mod এর ব্যাপারে নতুন কিছু করে বলা লাগবে না । কেউ একদম এটা ব্যবহার এ এক্সপার্ট আবার কেউ বা জানেন ই না কিভাবে ব্যবহার করা লাগে । 🙂 আজ আমি আপনাদের সামনে xmod এর সকল দিক তুলে ধরানোর , এবং বুঝিয়ে দিতে চেষ্টা করব । 🙂  

“না বুঝলে কিংবা বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখুন । এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে অন্যকে সাহায্য করুন। এই ডকে শুধুমাত্র ক্লাশ অব ক্ল্যান্সের উপর এক্সমোড এর ব্যবহারের ব্যাপারে বলা হয়েছে।” 


[This tutorial is for xmodgames version 2.1.2 and clash of clans mod version 1.7.8 । 
Last updated on 11-09-2015

XMOD এর সুবিধাসমুহ :- 

১. আপনি war কিংবা Multiplayer এ এট্যাক দেওয়া কিংবা রিপ্লাই দেখার সময় Traps , Bombs , Air Bombs , Giant Bombs , Seeking Air Mine , Skeleton Traps , Tesla দেখতে পাবেন যা সাধারণত লুকিয়ে থাকে । 
২. আমাদের ইনএকটিভিটির জন্য Supercell আমদেরকে প্রায় সময় ই তাদের গেম থেকে বের করে দেয় । এটি ট্রফি পুসিং এর সময় অনেক অসুবিধা করে থাকে । xmod ব্যবহারের ফলে আপনার সাথে এমন হবে না । 
৩. xmod ব্যবহার করে আপনি যেকোন সময় ই যে কারো ভিলেজ ভিজিট করার মাধ্যমে এট্যাক করতে পারবেন । কিন্তু সেটা শুধু আপনার সুবিধার্থে এবং আপনার চর্চার জন্য । অবশ্য আপনি চাইলে অন্যভাবে ব্যবহার করতে পারেন । কিন্তু এই এট্যাক গুলো কাউন্ট করা হবে না COC তে । 

৪. অনেক সময় অন্য প্লেয়ার এর ভিলেজ বা war ভিলেজ লে-আউট ভালো লাগে । নিজের ওভাবে বানাতে মন চায় । আপনি এক্সমোড ব্যবহার করে এই কাজ মাত্র ১ সেকেন্ডে শেষ করতে পারবেন । 

বাকি সুবিধা গুলি উপভোগ করার জন্য xmod লাগে না । আপনার নিজ হাত ই যথেষ্ট। 

XMOD এর অসুবিধাসমুহ :- 

১. কম র‍্যাম যুক্ত ফোন গুলোতে একটু ল্যাগ করতে পারে । 
২. সাধারণ ভাবে COC খেলার চেয়ে একটু বেশি চার্য খেতে পারে । 

XMOD – Installation Guide :- 

Android OS :- 

১. আপনার রুটেড ফোন হতে হবে ।

২. আপনি http://www.xmodgames.com/ থেকে যেকোন সময় XMOD.apk ডাউনলোড করতে পারবেন । অথবা, এখানের লিনক থেকে ডাউনলোড করতে পারেন । লিনক :- http://www73.zippyshare.com/v/lpqBaZhS/file.html
৩. এখন .apk ফাইলটি ইন্সটল করুন । 

৪. SuperSU/Super User বা রুট পারমিশন গ্রান্টেড করুন।

৫. এখন Clash of Clans এর চিহ্ন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে, নিচে Install লিখা দেখতে পাবেন। সেটিতে ক্লিক করে Mod Install করুন । 

IOS :- 

১. আপনার ফোন অবশ্যই Jailbreak করা থাকতে হবে । 

২. Cydia ওপেন করুন । Software Source এ ক্লিক করুন। 

৩. Edit এ ক্লিক করুন । এবং পরে Add এ । 

৪. Cydia/Apt URL এ http://apt.xmodgames.com লিখুন । 

৫. এখন XMOD ইন্সটল করুন।

৬. এখন SpringBoard রিস্টার্ট করুন। 

৮. XMOD ইন্সটল হয়ে যাবে । এখন XMOD ওপেন করুন এবং Clash of Clans Mod ইন্সটল করুন । 

Clash of Clans এর মধ্যে XMOD কিভাবে ব্যবহার করবেন? এবং কোনটির কাজ কি? :- 

১. XMOD ওপেন করুন । এবং XMOD থেকে Clash of Clans এ প্রবেশ করুন । 

২. Clash of Clans ওপেন হবার পর আপনি xmod এর ছোট একটি আইকন স্ক্রিনের ডান পাশে দেখতে পাবেন । ওটায় ক্লিক করুন । এবং ‘Xmod’ এ ক্লিক করুন ।

Mod সমুহ :- 

১. Realtime Traps/Teslas :- এটা অন করার মাধ্যমে আপনি war কিংবা Multiplayer এ এট্যাক দেওয়া কিংবা রিপ্লাই দেখার সময় Traps , Bombs , Air Bombs , Giant Bombs , Seeking Air Mine , Skeleton Traps , Tesla দেখতে পাবেন যা সাধারণত লুকিয়ে থাকে । এটি সাধারণ Scout/Visit করার সময় কাজ করবে না । এবং এটি অন করার পর আপনাকে একবার গেমটি রিস্টার্ট করতে হবে । 

২. Copy Player Layout :- এটা তখন ই ওপেন করবেন যখন আপনার অন্য কারো বেজ ভালো লাগবে । অন্যের বেজ এ ভিজিট করে কপি করতে চাইলে এটি অন করুন । তারপর আপনার War Bases এ গিয়ে Edit Layout এ ক্লিক করুন । দেখবেন কপি হয়ে গেছে । তবে Home Bases এর Edit Layout করতে চাইলে এটা হবে না ; এটা করার জন্য অবশ্যই War Bases > Edit Layout এ যেতে হবে । আর war এর Preparation Day তে কোন বেজ ভালো লাগলে সেটি কপি করতে পারবেন না । 

৩. Sandbox Attack Settings :- এটির মাধ্যমে আপনি সহযেই অন্যের বেজ এ ভিজিট/Scout এর মাধ্যমে এট্যাক করতে পারবেন শুধু প্রাকটিস এর জন্য। এ এট্যাক কাউন্ট হবে না । এখানে একটি Sandbox Attack Setting দেয়া হল :- 

৪. Search Condition Settings :- এটি আপনাকে Multiplayer এ আপনার মনের মত লুট পেতে সাহায্য করবে । এবং এটির সাহায্যে আপনি বাইরে টাউন হল পেতে সাহায্য করবে। পাশাপাশি আপনি এটির সাহায্যে ডেড বেজ বা ইনএক্টিভ বেজ পেয়ে থাকবেন । এখানে একটি সেটিং দেয়া হল :- 

৫. Keep Active :- এটি অন থাকলে COC আপনাকে ইনএক্টিভিটির জন্য গেম থেকে বের করে দিতে পারবে না ।

Trick To Get More Loot by XMOD :- 

Trick To Get Dead Base BY XMOD :-

Trick To Get Outside Townhall :-

কিছু কথা :-


১. More Loot , Dead Base , Outside Townhall এসব স্বাভাবিক ভাবে আপনি নিজে সার্চ করলেই পাবেন । এগুলোর জন্য এক্সমোড এর সাহায্যের প্রয়োজন নেই । আর আপনি জানেন , মেশিন আর মানুষের মধ্যে পার্থক্য থাকে। আপনি যা করতে পারবেন , তা মেশিন করতে পারবে না । তাই এসব জিনিসে নিজে করাই ভালো । আর এক্সমোড আপনার জন্য আপনাকে আপনার মনের মত বেজ বানিয়ে দিবে নাহ , যদি সে সময় আপনার সার্চ লিস্টে ওই বেজ পাওয়া যায় তবেই আপনাকে দিবে । আর এতে অনেক পরিমাণ গোল্ড যায়। তাই আমি সবাইকে বলব , এসব নিজে করার জন্য । তাও বেশি ব্যস্ত হলে ট্রিক গুলো ব্যবহার করতে পারেন । 

২. অনেকেই ভাবে war শুরু হওয়ার আগে এক্সমোড দিয়ে ট্রেইন নিলে 3 স্টার আসবে । এটি ভুল ধারনা । Preparation day / war day তে আপনার টার্গেট বেজ-এ Sandbox Attack দিয়ে তো ট্রেইন নিতে পারবেন , কিন্তু ওসময় Traps, Tesla দেখা যাবে না । তাই তখন 3 স্টার পেলেও , war এ এট্যাক দেবার সময় না ও পেতে পারেন ।

৩.  কিছু মূর্খ আছে যারা এক্সমোড ইউজার দের দেখতে পারে না, এক্সমোড নিয়ে অনেক উল্টা-পাল্টা ভাবে , তাদের জন্য বলছি , “ভাই , আপনাদের ফোন রুটেড/জেল্ব্রেক না হলে অন্যদের কি দোষ?’

৪. এক্সমোড ব্যবহারে কেউ ব্যান হন না । 🙂 মনের খুশি মত ব্যবহার করতে পারবেন । 

Say Thanks To ; 

Happy Clashing 🙂 

/b