Clash of Clans প্লেয়ার দের নতুন করে x-mod এর ব্যাপারে নতুন কিছু করে বলা লাগবে না । কেউ একদম এটা ব্যবহার এ এক্সপার্ট আবার কেউ বা জানেন ই না কিভাবে ব্যবহার করা লাগে । 🙂 আজ আমি আপনাদের সামনে xmod এর সকল দিক তুলে ধরানোর , এবং বুঝিয়ে দিতে চেষ্টা করব । 🙂  

“না বুঝলে কিংবা বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখুন । এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে অন্যকে সাহায্য করুন। এই ডকে শুধুমাত্র ক্লাশ অব ক্ল্যান্সের উপর এক্সমোড এর ব্যবহারের ব্যাপারে বলা হয়েছে।” 


[This tutorial is for xmodgames version 2.1.2 and clash of clans mod version 1.7.8 । 
Last updated on 11-09-2015

XMOD এর সুবিধাসমুহ :- 

১. আপনি war কিংবা Multiplayer এ এট্যাক দেওয়া কিংবা রিপ্লাই দেখার সময় Traps , Bombs , Air Bombs , Giant Bombs , Seeking Air Mine , Skeleton Traps , Tesla দেখতে পাবেন যা সাধারণত লুকিয়ে থাকে । 
২. আমাদের ইনএকটিভিটির জন্য Supercell আমদেরকে প্রায় সময় ই তাদের গেম থেকে বের করে দেয় । এটি ট্রফি পুসিং এর সময় অনেক অসুবিধা করে থাকে । xmod ব্যবহারের ফলে আপনার সাথে এমন হবে না । 
৩. xmod ব্যবহার করে আপনি যেকোন সময় ই যে কারো ভিলেজ ভিজিট করার মাধ্যমে এট্যাক করতে পারবেন । কিন্তু সেটা শুধু আপনার সুবিধার্থে এবং আপনার চর্চার জন্য । অবশ্য আপনি চাইলে অন্যভাবে ব্যবহার করতে পারেন । কিন্তু এই এট্যাক গুলো কাউন্ট করা হবে না COC তে । 

৪. অনেক সময় অন্য প্লেয়ার এর ভিলেজ বা war ভিলেজ লে-আউট ভালো লাগে । নিজের ওভাবে বানাতে মন চায় । আপনি এক্সমোড ব্যবহার করে এই কাজ মাত্র ১ সেকেন্ডে শেষ করতে পারবেন । 

বাকি সুবিধা গুলি উপভোগ করার জন্য xmod লাগে না । আপনার নিজ হাত ই যথেষ্ট। 

XMOD এর অসুবিধাসমুহ :- 

১. কম র‍্যাম যুক্ত ফোন গুলোতে একটু ল্যাগ করতে পারে । 
২. সাধারণ ভাবে COC খেলার চেয়ে একটু বেশি চার্য খেতে পারে । 

XMOD – Installation Guide :- 

Android OS :- 

১. আপনার রুটেড ফোন হতে হবে ।

২. আপনি http://www.xmodgames.com/ থেকে যেকোন সময় XMOD.apk ডাউনলোড করতে পারবেন । অথবা, এখানের লিনক থেকে ডাউনলোড করতে পারেন । লিনক :- http://www73.zippyshare.com/v/lpqBaZhS/file.html
৩. এখন .apk ফাইলটি ইন্সটল করুন । 

৪. SuperSU/Super User বা রুট পারমিশন গ্রান্টেড করুন।

৫. এখন Clash of Clans এর চিহ্ন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে, নিচে Install লিখা দেখতে পাবেন। সেটিতে ক্লিক করে Mod Install করুন । 

IOS :- 

১. আপনার ফোন অবশ্যই Jailbreak করা থাকতে হবে । 

২. Cydia ওপেন করুন । Software Source এ ক্লিক করুন। 

৩. Edit এ ক্লিক করুন । এবং পরে Add এ । 

৪. Cydia/Apt URL এ http://apt.xmodgames.com লিখুন । 

৫. এখন XMOD ইন্সটল করুন।

৬. এখন SpringBoard রিস্টার্ট করুন। 

৮. XMOD ইন্সটল হয়ে যাবে । এখন XMOD ওপেন করুন এবং Clash of Clans Mod ইন্সটল করুন । 

Clash of Clans এর মধ্যে XMOD কিভাবে ব্যবহার করবেন? এবং কোনটির কাজ কি? :- 

১. XMOD ওপেন করুন । এবং XMOD থেকে Clash of Clans এ প্রবেশ করুন । 

২. Clash of Clans ওপেন হবার পর আপনি xmod এর ছোট একটি আইকন স্ক্রিনের ডান পাশে দেখতে পাবেন । ওটায় ক্লিক করুন । এবং ‘Xmod’ এ ক্লিক করুন ।

Mod সমুহ :- 

১. Realtime Traps/Teslas :- এটা অন করার মাধ্যমে আপনি war কিংবা Multiplayer এ এট্যাক দেওয়া কিংবা রিপ্লাই দেখার সময় Traps , Bombs , Air Bombs , Giant Bombs , Seeking Air Mine , Skeleton Traps , Tesla দেখতে পাবেন যা সাধারণত লুকিয়ে থাকে । এটি সাধারণ Scout/Visit করার সময় কাজ করবে না । এবং এটি অন করার পর আপনাকে একবার গেমটি রিস্টার্ট করতে হবে । 

২. Copy Player Layout :- এটা তখন ই ওপেন করবেন যখন আপনার অন্য কারো বেজ ভালো লাগবে । অন্যের বেজ এ ভিজিট করে কপি করতে চাইলে এটি অন করুন । তারপর আপনার War Bases এ গিয়ে Edit Layout এ ক্লিক করুন । দেখবেন কপি হয়ে গেছে । তবে Home Bases এর Edit Layout করতে চাইলে এটা হবে না ; এটা করার জন্য অবশ্যই War Bases > Edit Layout এ যেতে হবে । আর war এর Preparation Day তে কোন বেজ ভালো লাগলে সেটি কপি করতে পারবেন না । 

৩. Sandbox Attack Settings :- এটির মাধ্যমে আপনি সহযেই অন্যের বেজ এ ভিজিট/Scout এর মাধ্যমে এট্যাক করতে পারবেন শুধু প্রাকটিস এর জন্য। এ এট্যাক কাউন্ট হবে না । এখানে একটি Sandbox Attack Setting দেয়া হল :- 

  • Sandbox Attack :– এটি অন করার পর আপনি যাদের যাদের বেজ ভিজিট করবেন , তাদের কে সিমুলেট এট্যাক দিতে পারবেন।  
  • Sandbox From Reply :-যদি আপনি কোন রিপ্লাই থেকে Sandbox Attack করতে চান তাহলে এটি অন করুন । এ অপশনটি war reply থেকে Sandbox Attack দেবার সময় অনেক কাজে লাগে । 
  • Target’s Castle Troops :- আপনি যে বেজ এ এট্যাক দিবেন , সে বেজ এর Clan Castle এ কি ধরণের Troop থাকবে তা নির্বাচন করতে পারবেন । তবে Sandbox From Reply করার সময় এটা করার দরকার পরবে না ।
  • My Castle Troops :- এটির সাহায্যে আপনার নিজের Clan Castle কি থাকবে , তা ঠিক করতে পারবেন । 
  • My Troops :- এটির সাহায্যে আপনি নিজের Troops সেট করতে পারবেন । প্রতিটি Troops সর্বোচ্চ ৯৯৯ পর্যন্ত দেয়া যাবে । 
  • Target’s Heroes :- এটির সাহায্যে আপনি যে বেজ এ এট্যাক দিবেন , সে বেজ এর কিং , কুইন কত লেভেলের হবে , তা নির্ধারণ করতে পারবেন । 
  • My Heroes :- এটির সাহায্যে আপনি নিজের কিং/কুইন যে কোন লেভেলে সেট করতে পারবেন ।
  • Spells :- এটির সাহায্যে আপনি নিজের Spell সেট করতে পারবেন । প্রতিটি Spell সর্বোচ্চ ৯৯৯ পর্যন্ত সেট করা যাবে ।
  • Sandbox From Reply করতে চাইলে আপনাকে অবশ্যই Sandbox Attack – On রাখতে হবে । শুধু Sandbox Attack করতে চাইলে , Sandbox From Reply অফ রাখুন । Sandbox From Reply এ আপনার Target’s Castle Troops , Target’s Heroes সেট না করলেও চলবে । 

৪. Search Condition Settings :- এটি আপনাকে Multiplayer এ আপনার মনের মত লুট পেতে সাহায্য করবে । এবং এটির সাহায্যে আপনি বাইরে টাউন হল পেতে সাহায্য করবে। পাশাপাশি আপনি এটির সাহায্যে ডেড বেজ বা ইনএক্টিভ বেজ পেয়ে থাকবেন । এখানে একটি সেটিং দেয়া হল :- 

  • Gold , Elixir , Dark Elixir :- এখান থেকে আপনি সহজেই নিজের ইচ্ছা মত Gold, Elixir , Dark Elixir সেট করতে পারবেন । সেট করার পর সার্চ করলে ওই পরিমান গোল্ড, ডার্ক সহ বেজ আসবে আপনার কাছে । 
  • Gold Mine Production , Elixir Collector Production , Dark Elixir Drill Production :- এটি সেট করার মাধ্যমে আপনি সহজেই ডেড বেজ পাবেন , যেখানে বেশি লুট পাবার চান্স থাকে । এই অপশন এর অনুরুপ ভাবে আপনি উপরের প্রক্রিয়া টি ও করতে পারেন । 
  • Trophy :- এটি সেট করে Multiplayer এ আপনি আপনার মনের মত ট্রফি পেতে পারেন । 
  • Townhall Near Edge :- এটি সেট করার মাধ্যমে আপনি সার্চে টাউন হল বাইরে পাবেন ।
  • Meet All Conditions , Auto Search :- এসব এক্সমোড এর সার্চ অপশন ।
  • Play Sound :- এটি অন থাকলে সার্চ রেজাল্ট আসার পর একটি শব্দ করবে । 

৫. Keep Active :- এটি অন থাকলে COC আপনাকে ইনএক্টিভিটির জন্য গেম থেকে বের করে দিতে পারবে না ।

Trick To Get More Loot by XMOD :- 

  • Gold – 200000
  • Elixir – 200000
  • Dark – 750 
  • Meet All Conditions – On 
  • Auto Search – On
  • Search Sound – On 
  • Keep Active – On
  • এসব ছাড়া বাকি সব Off থাকবে ।
  • League – Gold 3 / Silver 1-2-3 

Trick To Get Dead Base BY XMOD :-

  • Gold Mine Production – 200000
  • Elixir Collector Production – 200000
  • Dark Elixir Drill Production – 777 
  • Auto Search – On
  • Search Sound – On
  • Keep Active – On 
  • বাকি সব Off থাকবে 
  • League – Gold 1-2-3/ Silver 1-2-3 

Trick To Get Outside Townhall :-

  • For Master, Champion League :- Townhall Near Edge – 10/11/12/13
  • For Crystal , Gold League :- Townhall Near Edge – 8/9//10/11/12
  • Auto Search – On 
  • Search Sound – On
  • Keep Active – On
  • বাকি গুলো – Off 

কিছু কথা :-


১. More Loot , Dead Base , Outside Townhall এসব স্বাভাবিক ভাবে আপনি নিজে সার্চ করলেই পাবেন । এগুলোর জন্য এক্সমোড এর সাহায্যের প্রয়োজন নেই । আর আপনি জানেন , মেশিন আর মানুষের মধ্যে পার্থক্য থাকে। আপনি যা করতে পারবেন , তা মেশিন করতে পারবে না । তাই এসব জিনিসে নিজে করাই ভালো । আর এক্সমোড আপনার জন্য আপনাকে আপনার মনের মত বেজ বানিয়ে দিবে নাহ , যদি সে সময় আপনার সার্চ লিস্টে ওই বেজ পাওয়া যায় তবেই আপনাকে দিবে । আর এতে অনেক পরিমাণ গোল্ড যায়। তাই আমি সবাইকে বলব , এসব নিজে করার জন্য । তাও বেশি ব্যস্ত হলে ট্রিক গুলো ব্যবহার করতে পারেন । 

২. অনেকেই ভাবে war শুরু হওয়ার আগে এক্সমোড দিয়ে ট্রেইন নিলে 3 স্টার আসবে । এটি ভুল ধারনা । Preparation day / war day তে আপনার টার্গেট বেজ-এ Sandbox Attack দিয়ে তো ট্রেইন নিতে পারবেন , কিন্তু ওসময় Traps, Tesla দেখা যাবে না । তাই তখন 3 স্টার পেলেও , war এ এট্যাক দেবার সময় না ও পেতে পারেন ।

৩.  কিছু মূর্খ আছে যারা এক্সমোড ইউজার দের দেখতে পারে না, এক্সমোড নিয়ে অনেক উল্টা-পাল্টা ভাবে , তাদের জন্য বলছি , “ভাই , আপনাদের ফোন রুটেড/জেল্ব্রেক না হলে অন্যদের কি দোষ?’

৪. এক্সমোড ব্যবহারে কেউ ব্যান হন না । 🙂 মনের খুশি মত ব্যবহার করতে পারবেন । 

Say Thanks To ; 

Happy Clashing 🙂 

/b







30 thoughts on "X-MOD কি? এর সুবিধা-অসুবিধা কি? কিভাবে ব্যবহার করে? কোনটার কাজ কি?"

    1. আব্দুল্লাহ Author Post Creator says:
      wLcM 😀
    1. আব্দুল্লাহ Author Post Creator says:
      ThanQ.. 🙂
  1. badhan Contributor says:
    vai silver league a thakle townhall near edge koto dibo and xmod er updated version er link ta plz den
    1. আব্দুল্লাহ Author Post Creator says:
      thik bolte parchi na.. 🙁
      5-6-7-8-9 diye dekhte paren.. 🙂
    2. আব্দুল্লাহ Author Post Creator says:
      http://www.xmodgames.com/ থেকে যেকোন সময় XMOD.apk (Latest Version) ডাউনলোড করতে পারবেন.. 🙂
  2. jahed24.com Contributor says:
    vaiya amar hocche na clash of clans update version ki hobna???
    clash of clans mod version 1.7.8 oi ta pacchina link den…
    amar phone root kra partechi na vai..
    ans me brooo plz
    1. Shaiful Author says:
      king root app download koran xmod ar tool thaka easy root korte parben, r play store thaka xmod and coc update dan and xmod ar modde mod install korle must kaj korbe
    2. আব্দুল্লাহ Author Post Creator says:
      xmod e dhuke coc er mod install korlei hobe..
  3. Md. Robin Contributor says:
    vai amar hoito kintu root problem tai hoi na.
    1. আব্দুল্লাহ Author Post Creator says:
      রুট প্রবলেম হলে রানা ভাইয়ার এই টিউনটা দেখতে পারেন..
  4. Shaiful Author says:
    king root app download koran xmod ar tool thaka easy root korte parben, r play store thaka xmod and coc update dan and xmod ar modde mod install korle must kaj korbe
  5. আব্দুল্লাহ Author Post Creator says:
    কারো বুঝতে সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ করতে পারেন.. 🙂
  6. jahed24.com Contributor says:
    vaiya amar sob okkk but attack korle .Gold , Elixir , Dark Elixir amar sathe add hocche na ans me vai
  7. jahed24.com Contributor says:
    vaiya amar sob okkk but attack korle.Gold , Elixir , Dark Elixir amar sathe add hocche na ans me vai
  8. Bdabulbasher Contributor says:
    xmod app tar link din.
    1. আব্দুল্লাহ Author Post Creator says:
      http://www.xmodgames.com/ থেকে যেকোন সময় XMOD.apk (Latest Version) ডাউনলোড করতে পারবেন.. 🙂
  9. Bdabulbasher Contributor says:
    vai video tutorial dile sob chaye valo hoy
    1. আব্দুল্লাহ Author Post Creator says:
      ওকে ভাইয়া, ট্রাই করব.. 😀
  10. jahed24.com Contributor says:
    je kuno ta hobe sudo apnar phone root hote hobe SuperSU/Super User ei 2ta apps inatrol korte hobe
  11. Bdabulbasher Contributor says:
    coc te onner war base kivabe copy korbo xmod diye? please janan.
    1. আব্দুল্লাহ Author Post Creator says:
      sandbox attack on kore scout koren.. 🙂 thn copy player layout on koren.. thn apnr war base edit koren.. 🙂
  12. Gigs Contributor says:
    Xmod instl kole ki google play game o ki rakthe hobe i mean xmod thakle game kalthe ki google play game lagbe
  13. Bdabulbasher Contributor says:
    vai ami jodi sandbox attack kori ata sottoi tar khori korbe na ki ata vua.
  14. rupom786 Contributor says:
    Vhi symphony zv pro, phone kingroot diye root kore, xmod on korchi kinti.. xmod on hole sry dekhasche, super mod on korle, root 4 step thik korte bolchi, ekhn ki korbo..
    R jodi root na hoi, tahole root korbo kon apps diye, plz help..
  15. badhan Contributor says:
    Trickbd te comment keno korte parcina ?? Log in to kora.bar bar log in cai keno
  16. RAJU Contributor says:
    বুজিনাই ভাই
  17. ss rohan Contributor says:
    banned kore dey

Leave a Reply