সালামু লাকু

ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ

শুভেচ্ছাঃ-
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও
ভালো আছি। তো এখন যে পোষ্ট করছি তা হলো নিজ জেলার জন্য বানিয়ে নিন রমজান
ক্যালেন্ডার অ্যাপ ২য় পর্ব। দুই পর্বে শেষ করা হবে। আমি আছি মোঃ বাধন। আশা
করি আপনাদেরও ভালো লাগবে।

ও হ্যাঁ চলছে রোজার মাস। সকল মুসলিম ভাই ও বোনেরা আপনারা সকলেই রোজা রাখবেন
আর বেশি বেশি ইবাদত করবেন। আমার জন্য দোয়া করবেন।

বিষয়ঃ নিজ জেলার জন্য বানিয়ে নিন রমজান ক্যালেন্ডার অ্যাপ ২০২৪ ২য় পর্ব
চলুন শুরু করিঃ-
প্রথমে Sketchware App ডাউনলোড করেন।
App Link (Google Drive) →↓←

Sketchware App:-



ডাউনলোড করুন

নিজ জেলার জন্য বানিয়ে নিন রমজান ক্যালেন্ডার অ্যাপ ২০২৪ ১ম পর্ব:-



প্রবেশ করুন


Image অনুযায়ী কাজ করুন→↓←

২৫. sketchware app এ প্রবেশ করুন। (+) যোগ আইকনে ক্লিক করুন।

২৬. advance setting এ ক্লিক করুন।

২৭. অ্যাপের নাম দিন।
২৮. অ্যাপের একটি Logo দিন।
২৯. কালার পরিবর্তন করতে পারেন। না চাইলে দরকার নাই। আপনাদের বোঝানোর জন্য আমি পরিবর্তন করে সবুজ কালার দিয়েছে।
৩০. com. রেখে আপনার অ্যাপের নাম দিতে পারেন। অবশ্যই ইংলিশে দিতে হবে। এবং ছোট অক্ষরে লিখতে হবে। না চাইলে দরকার নেই।
৩১. ৩০ নম্বর অনুযায়ী যে নাম দিয়েছেন চাইলে ওই নামটি ব্যবহার করতে পারেন। অবশ্যই কেবল ক্যাচ ব্যবহার করতে হবে। না চাইলে দরকার নাই। যেমন থাকবে তেমনি রাখতে পারেন।
৩২. create app এ ক্লিক করুন।

৩৩. main.xml এ ক্লিক করুন।
৩৪. সবুজ মার্ক করা জায়গায় ক্লিক করুন।

৩৫. both & hidden এ ক্লিক করুন।
৩৬. save করুন।

৩৭. webview তে চেপে ধরে ডান দিকের ফোনের স্ক্রিনের ভেতর ছেড়ে দিন।
৩৮. event এ ক্লিক করুন।

৩৯. oncreate এ ক্লিক করুন।

৪০. ব্লক বাটনে ক্লিক দেন।
৪১. view এ ক্লিক করুন।
৪২. loadurl ব্লগ কে চেপে ধরে উপরে নিয়ে ছেড়ে দিন।
৪৩. ঠিক আমি যেভাবে রেখেছি ওই ভাবে রাখুন।
৪৪. এখানে আপনার কোড করা ফাইল লোকেশন টি দিন। আমার কোড করা ফাইল লোকেশন টি যেমন file:///android_asset/Magura/index.html
অবশ্যই file:///android_asset/ লেখার পরে ফাইলের লোকেশন দিবেন।
৪৫. box এ ক্লিক করুন।
৪৬. webview : webview1 এ ক্লিক করুন।
৪৭. select এ ক্লিক করুন। এরপর ব্যাক বাটন এ ক্লিক করে পেছনে চলে আসুন।


৪৮. থ্রি ডট এ ক্লিক করুন।

৪৯. assets এ ক্লিক করুন।

৫০. input ফাইলে ক্লিক করুন।


৫১. যে ফাইলটি কোড করেছেন। যেখানে রেখেছেন। ওই ফাইলটি টিক দিয়ে দিন।
৫২. select এ ক্লিক করুন। এরপর ব্যাক বাটন এ ক্লিক করে পেছনে চলে আসুন।

৫৩. Run এ ক্লিক করুন। এরপর দেখবেন অ্যাপ ইন্সটল হচ্ছে।

৫৪. install এ ক্লিক করুন।


৫৫. open এ ক্লিক করুন।

app open হলে preview দেখে নিন। আমাদের অ্যাপ এর কাজ শেষ।

আজ এপর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। Like দিতে ভুলবেন না। যদি
কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই
থাকুন। অবশ্যই নামায পরতে ভুলবেন না।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-

নাম: MD
Badhon
ফেসবুক: Click Here
ওয়েব সাইট: Click Here

ন্যবা

Leave a Reply