আসসালামু আলাইকুম
ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ
শুভেচ্ছাঃ-
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও
ভালো আছি। তো এখন যে পোষ্ট করছি তা হলো নিজ জেলার জন্য বানিয়ে নিন রমজান
ক্যালেন্ডার অ্যাপ ১ম পর্ব। দুই পর্বে শেষ করা হবে। আমি আছি মোঃ বাধন। আশা
করি আপনাদেরও ভালো লাগবে।
ও হ্যাঁ চলছে রোজার মাস। সকল মুসলিম ভাই ও বোনেরা আপনারা সকলেই রোজা রাখবেন
আর বেশি বেশি ইবাদত করবেন। আমার জন্য দোয়া করবেন।
চলুন শুরু করিঃ-
প্রথমে Code File ও Code Editor App ডাউনলোড করেন। Code File এ password
দেয়া আছে। পোষ্ট পড়তে থাকুন পেয়ে যাবেন।
Code Link (Google Drive) →↓←
Image অনুযায়ী কাজ করুন→↓←
১. code editor open করুন।
২. ডান দিক থেকে বাম দিকে টান দেন।
৩. আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন ওই ফোল্ডারে প্রবেশ করুন। যেমন আমি
terabox ফোল্ডারের মধ্যে রেখেছি।
৪. magura নামের ফোল্ডারটি হলো কোডিং ফোল্ডার।
৫. html & js ফাইল দুটি open করুন।
৬. আমি ফাইল দুটি open করেছি।
৭. এখানে আপনার জেলার নাম দিন। যেমন আমি মাগুরা দিয়েছি।
৮. স্ক্রল করে নিচের দিকে আসুন।
৯. id=3 এখান থেকে শুরু করবেন। মানে এক নম্বর শুরু হবে।
১০. দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর দিয়ে শুরু করা হয়েছে।
১১. সেহেরির সময় দিন আপনার জেলা অনুযায়ী। যেমন আমি দিয়েছি ভোর ৪:৫৮।
১২. ইফতারের সময় দিন আপনার জেলা অনুযায়ী। যেমন আমি দিয়েছি সন্ধ্যা
৬:১৪।
১৩. এইভাবে আপনি ত্রিশটা রোজার সময় আপনার জেলা অনুযায়ী দিন। তারপর save
করুন।
১৪. js ফাইলে প্রবেশ করুন।
১৫. row03 এখান থেকে শুরু করবেন।
১৬. এখানে তারিখ রয়েছে। যেমন আমি দিয়েছি ১২ তারিখ। যা রমজানের প্রথম দিন
বাংলাদেশ অনুযায়ী।
১৭. সেহরির শেষ সময়ের ঘন্টা দিন। যেমন আমি দিয়েছি ৪ টা।
১৮. সেহরির শেষ সময়ের মিনিট দিন। যেমন আমি দিয়েছি ৫৮ মিনিট।
১৯. ইফতারের শেষ সময়ের ঘন্টা দিন। যেমন আমি দিয়েছি ১৮ টা। ১৮ মানে ৬ টা।
এখানে মূলত 24 ঘন্টার হিসাব করা হয়েছে সেই হিসাবে ১৮ আসে।
২০. ইফতারের শেষ সময়ের মিনিট দিন। যেমন আমি দিয়েছি ১৪ মিনিট।
২১. এইভাবে আপনি ত্রিশটা রোজার সময় আপনার জেলা অনুযায়ী দিন। অবশ্যই html
ফাইল এর সাথে মিল রাখবেন। তারপর save করুন।
২২. done এ কিলিক করুন।
২৩. html ফাইলে প্রবেশ করুন।
২৪. preview বাটন এ ক্লিক করুন। preview দেখে নিন। সব সময় গুলো ঠিকঠাক আছে
আমাদের কোডিং করার কাজ শেষ। এখন অ্যাপ এর কাজ করতে হবে। তবে আজ না। এটা
আগামীকাল দ্বিতীয় পোস্টে দেখানো হবে। ততক্ষণ অপেক্ষা করুন।
password: annotatebd.com
আজ এপর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। Like দিতে ভুলবেন না। যদি
কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই
থাকুন। অবশ্যই নামায পরতে ভুলবেন না।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-
নাম: | MD Badhon |
---|---|
ফেসবুক: | Click Here |
ওয়েব সাইট: | Click Here |
…ধন্যবাদ…
6 thoughts on "নিজ জেলার জন্য বানিয়ে নিন রমজান ক্যালেন্ডার অ্যাপ ২০২৪ ১ম পর্ব"