আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালো আছেন।
অনেকে আমাকে ফেসবুক, টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে বলেছেন ভাই সকল সার্ভার ত ফুল হয়ে গেল এখন Account Create করবো কিভাবে!
তাদের জন্য নতুন কয়েকটি ওয়েবসাইট লিংক শেয়ার করলাম।
সাইটের লিংক সমূহ :
- https://opentunnel.net
- https://lionssh.com
- https://spotssh.com
- https://createssh.com
- https://gamingssh.com
- https://openvpn-ssh.com
- https://networkssh.com
- https://globalssh.net
- https://www.sshssl.com
- https://interssh.com
- https://sshaccount.net
- https://sshdropbear.net
- https://contassh.com
- https://vpnudp.com
- https://flyssh.com
- https://cyberssh.com
- https://starssh.com
- https://www.vpnjantit.com
- https://cloudssh.us
বিদ্র: Super Fast Speed পেতে অবশ্যই সিঙ্গাপুর সার্ভার সিলেক্ট করবেন।
আপনাদের জন্য একটা http custom কনফিগ দিলাম :
অনেকে বলছেন ভাই কিভাবে আইপি বা হোস্ট বের করা যায়?
এই প্রশ্নের উত্তর দিতে গেলে সোজা বলতে হয় আপনি Host থাকলে ip এবং ip থাকলে Host বের করারও সফটওয়্যার বা ওয়েবসাইট আছে, সেগুলোর মাধ্যমে বের করতে পারবেন।
অনেকে অনুরোধ করেছেন হোস্ট পাবলিক করার জন্য। কথা হচ্ছে Host আপনাকে কেউ বলতে চাইবে না, কারণ সবাই চাই দীর্ঘদিন ফ্রী ব্যবহার করার জন্য। তাই হোস্ট না খুঁজে বরং কনফিগ ব্যবহার করতে পারেন।
আপনার যদি নিতান্তই Host নিয়ে ইন্টারেস্ট থেকে থাকে তবে আপনার জন্য কিছু ক্লো বা Hints দিচ্ছি যার সাহায্যে আপনি Host বা ip বের করতে পারবেন।
প্রথমত একটা সত্য কথা হচ্ছে যখন আমি ফ্রী নেট নিয়ে প্রথম পোস্ট করেছিলাম তখন free.facebook.com ও ভালো স্পিডে চলছিলো কিন্তু এটা প্রায় বন্ধ করে দিয়েছে বলে ধরা যায়।
ত এ রকম Zero Rated web নিশ্চয় আপনি চিনেন।
আপনার সিমে ব্যালেন্স না থাকলে আপনাকে কিছু লিংকে নিয়ে যায় আপনি চাইলে সেই লিংক গুলোও হোস্ট হিসেবে ব্যবহার করতে পারবে।
এবার আসি Host কাজ করছে কিনা চেক করার উপায় কি?
Host কাজ করছে কিনা চেক করার জন্য প্রথমে ip converter দিয়ে ip address টা বের করে নিতে হবে।
IP address বের করার নিয়ম :
প্রথমে Go Here এখানে যান
এবার Host দিন এবং Convert এ ক্লিক করুন।
দেখুন ip address শো করতেছে।
এবার এটা কাজ করছে কিনা জানার জন্য আগের নিয়মে আমার দেওয়া যেকোনো ১টা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর vmess বা Vless দিয়ে একটা অ্যাকাউন্ট করে যেকোনো অ্যাপে কানেক্টেড হয় কিনা দেখতে হবে।
যদি কানেক্টেড হয় এই Host বা SNI অবশ্যই কাজ করবে।
অন্যথায় কাজ করছে না ধরে নেওয়া যায়।
এভাবে আপনি চাইলে HOST বা IP বা SNI বের করে টেস্ট করতে পারবেন এবং নিজে নিজে কনফিগ বানিয়ে ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
পোস্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
ধন্যবাদ
আমি চেষ্টা করবো পোস্ট করার।
জ্বি,এখানে যতটুকু বিশ্লেষণ প্রয়োজন সেটুকু করার চেষ্টা করেছি।
আমার মনে হয় এটুকু যথেষ্ট।
তাও চেষ্টা করবো পরবর্তী পোস্টগুলো আরও বিশ্লেষণ করার।
ধন্যবাদ
Host থেকে IP নাকি?
ধন্যবাদ
ট্রিক বিডির সাথে থাকুন ?
এদের দিলেও সমস্যা, আবার না দিলেও সমস্যা।
কি এক্টা অবস্থা
এতগুলো দিয়ে ট্রাই করেও কোনো কাজ হলো না ?
Host er kela, apni kmn keltecen???
enjoy brother ??
দেশের উপর নির্ভর করে স্পীড
এই জন্য জিজ্ঞেস করলাম আপনার জানা কোন ভাল সাইট থাকলে বলুন
আর HTTP Injector এর Account Manually Add করা যায় না?
ধন্যবাদ
Account create korar somoy sni/host er jaygay naki http custom er setting e server address e bosabo?
এইবার সব কিছু ভন্ড হয়ে গেলো ?
সব রকম ফ্রিনেট শেষ। যেমনটা ২০১৭ থেকে ২১ পর্যন্ত Droid vpn এর মধ্যে সীমাবদ্ধ ছিল ?
Kheye dile sesh?
Koydin por por config den… Etai cholbe.
হুম Config আপডেট দিব ইনশাআল্লাহ
পরবর্তীতে সেটা আমার কাজে আসবে?
আপনার কি লাগবে বলুন
আপনি পারলে হাই স্পিড এর ভিপিএন কনফিগ বানানোর সিস্টেম টা বলেন
যেটা এড করে হাই স্পিড পাওয়া যাবে ?
আর সাথে আইপি চেঞ্জ করা যাবে এমন কিছু আসা করি বুঝতে পারছেন
তাহলে উপকার হতো ??
ধন্যবাদ ?
।আপনি পারলে হাই স্পিড এর ভিপিএন কনফিগ বানানোর সিস্টেম টা বলেন যেটা এড করে হাই স্পিড পাওয়া যাবে ? আর সাথে আইপি চেঞ্জ করা যাবে এমন কিছু আসা করি বুঝতে পারছেন তাহলে উপকার হতো ??
ধন্যবাদ ?
আপনি ত দেখতেছেন ?
আপনার সুন্দর মন্তব্যের জন্য ❤️
সকল সিমের জন্য এগুলো।
No pblm
Telegram link dewa ase
thanks