Site icon Trickbd.com

Dantotsu: অ্যানিমে এবং মাঙ্গা প্রেমীদের জন্য আল্টিমেট সলিউশন

Hello Everyone 👋 

আশা করি সকলেই বেশ ভালো আছেন।

বর্তমানে অ্যানিমে এবং মাঙ্গাworldwide বেশ ভালো পপুলার হয়ে পড়েছে। সারা পৃথিবীর প্রায় সকল দেশেই এর কোটি কোটি ফ্যান রয়েছে। অ্যানিমে & মাঙ্গা entertainment এর অনেক বড় একটা জায়গা দখল করে ফেলেছে।

তবে প্রবলেম হচ্ছে, অনলাইনে লিগ্যাল ভাবে অ্যানিমে স্ট্রিমিং হাতে গোনা কয়েকটা দেশে সম্ভব। তার বাহিরে হয়েছে বিভিন্ন রিস্ট্রিকশন। ভিপিন ইউজ করলেও স্ট্রিমিং স্পিড কমে যায়। আবার ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড না থাকলে সাবস্ক্রিপশন দেয়া যায় না। অগত্যা তখন পাইরেসির পথ বেছে নিতে হয়। তারপরেও শান্তি নাই। অ্যাড আর পপআপ এর ঝামেলা। Brave browser ইউজ করলে অ্যাড এর ঝামেলা থাকে না বটে, তবে অনেক ক্ষেত্রে বাফারিং করে বেশ।

এসব ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে Dantotsu হতে পারে আপনার জন্য ভালো একটি সলিউশন।এর অনেক সুবিধা রয়েছে। উল্লেখযোগ্য কিছু হচ্ছে

তো ইনস্টল করে ফেলা যাক?

Download From Here

(একটা AniList একাউন্ট খুলে নিবেন। যদিও একাউন্ট ছাড়াও ব্যবহার করা যায়। তবে AniList থাকলে ভালো সুবিধা পাবেন)

ইনস্টল হয়ে যাওয়ার পর AniList দিয়ে লগইন করে নিন।


তারপর এখানে ক্লিক করুন

Extentions এ যান 

তারপর “Available Anime” থেকে অ্যানিমে এক্সটেনশন এবং “Available Manga” থেকে মাঙ্গা এক্সটেনশন ইনস্টল করে নিন। এগুলা মূলত সাইটগুলোর প্লাগইন। যে সাইট এর এক্সটেনশন ইনস্টল করবেন, সেই সাইট এর সম্পূর্ণ লাইব্রেরী এর একসেস পেয়ে যাবেন। আর এগুলার সাইজ ও অনেক কম। ২০০kb এর মধ্যেই।

আমি মূলত অ্যানিমের জন্য Aniwave এবং Gogoanime আর মাঙ্গা/manhwa জন্য Comick এবং Bato ইউজ করি। এগুলাতে সবই পাওয়া যায়। বাহিরে যাওয়া লাগে না…


কাজ শেষ!

এর পর…

এই পেজে সকল information পেয়ে যাবেন।

এখন ইচ্ছামত সোর্স থেকে sub/dub এবং যেকোনো রেজ্যুলেশন এর এনিমে দেখতে পারবেন


অ্যাপ এ আরো অনেক কিছু আছে। সেগুলো নিজে থেকে এক্সপ্লোর করুন😴

[Special thanks to a Trickbd Author “Yasir Arafat”. ভাইয়ার Trickbd তে করা একটা পোস্ট দেখে ২০১৯ এ Your Name দিয়ে anime দেখা শুরু করেছিলাম। তারপর থেকে আর থামার কোন নাম নেই। ভাইয়াকে আর Trickbd তে দেখি না…]
Now what..?

Happy reading and watching 

Sayonara 👋

Exit mobile version