Hello Everyone 👋 

আশা করি সকলেই বেশ ভালো আছেন।

বর্তমানে অ্যানিমে এবং মাঙ্গাworldwide বেশ ভালো পপুলার হয়ে পড়েছে। সারা পৃথিবীর প্রায় সকল দেশেই এর কোটি কোটি ফ্যান রয়েছে। অ্যানিমে & মাঙ্গা entertainment এর অনেক বড় একটা জায়গা দখল করে ফেলেছে।

তবে প্রবলেম হচ্ছে, অনলাইনে লিগ্যাল ভাবে অ্যানিমে স্ট্রিমিং হাতে গোনা কয়েকটা দেশে সম্ভব। তার বাহিরে হয়েছে বিভিন্ন রিস্ট্রিকশন। ভিপিন ইউজ করলেও স্ট্রিমিং স্পিড কমে যায়। আবার ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড না থাকলে সাবস্ক্রিপশন দেয়া যায় না। অগত্যা তখন পাইরেসির পথ বেছে নিতে হয়। তারপরেও শান্তি নাই। অ্যাড আর পপআপ এর ঝামেলা। Brave browser ইউজ করলে অ্যাড এর ঝামেলা থাকে না বটে, তবে অনেক ক্ষেত্রে বাফারিং করে বেশ।

এসব ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে Dantotsu হতে পারে আপনার জন্য ভালো একটি সলিউশন।এর অনেক সুবিধা রয়েছে। উল্লেখযোগ্য কিছু হচ্ছে

  • এটি একটি ওপেন সোর্স প্রজেক্ট। 
  • Native Android application. 
  • বাফারিং তেমন একটা নেই। 
  • রয়েছে AniList এবং myanimelist এর মাধ্যমে ট্র্যাকিং এর সুবিধা। 
  • পছন্দ মতো source থেকে স্ট্রিম করার সুবিধা। 
  • অফলাইন দেখার জন্য ডাউনলোড ও করার সুবিধা।
  •  অ্যানিমে, মাঙ্গা এবং লাইটনভেল তিনটায় এক অ্যাপ এ পেয়ে যাবেন।
  • রয়েছে সুন্দর UI. 
  • কাস্টোমাইজ করা যায় অনেক কিছু।
  • সব শেষে বেশ ছোট এবং লাইওয়েইট একটা অ্যাপ।

তো ইনস্টল করে ফেলা যাক?

Download From Here

(একটা AniList একাউন্ট খুলে নিবেন। যদিও একাউন্ট ছাড়াও ব্যবহার করা যায়। তবে AniList থাকলে ভালো সুবিধা পাবেন)

picked1

ইনস্টল হয়ে যাওয়ার পর AniList দিয়ে লগইন করে নিন।

picked1
তারপর এখানে ক্লিক করুন
picked1
Extentions এ যান 

তারপর “Available Anime” থেকে অ্যানিমে এক্সটেনশন এবং “Available Manga” থেকে মাঙ্গা এক্সটেনশন ইনস্টল করে নিন। এগুলা মূলত সাইটগুলোর প্লাগইন। যে সাইট এর এক্সটেনশন ইনস্টল করবেন, সেই সাইট এর সম্পূর্ণ লাইব্রেরী এর একসেস পেয়ে যাবেন। আর এগুলার সাইজ ও অনেক কম। ২০০kb এর মধ্যেই।

আমি মূলত অ্যানিমের জন্য Aniwave এবং Gogoanime আর মাঙ্গা/manhwa জন্য Comick এবং Bato ইউজ করি। এগুলাতে সবই পাওয়া যায়। বাহিরে যাওয়া লাগে না…

picked1
picked1

কাজ শেষ!

এর পর…
picked2picked1picked1
এই পেজে সকল information পেয়ে যাবেন।

picked1

এখন ইচ্ছামত সোর্স থেকে sub/dub এবং যেকোনো রেজ্যুলেশন এর এনিমে দেখতে পারবেন
picked1
picked1
অ্যাপ এ আরো অনেক কিছু আছে। সেগুলো নিজে থেকে এক্সপ্লোর করুন😴

[Special thanks to a Trickbd Author “Yasir Arafat”. ভাইয়ার Trickbd তে করা একটা পোস্ট দেখে ২০১৯ এ Your Name দিয়ে anime দেখা শুরু করেছিলাম। তারপর থেকে আর থামার কোন নাম নেই। ভাইয়াকে আর Trickbd তে দেখি না…]
Now what..?

Happy reading and watching 

Sayonara 👋









14 thoughts on "Dantotsu: অ্যানিমে এবং মাঙ্গা প্রেমীদের জন্য আল্টিমেট সলিউশন"

  1. Sodium_Chloride Contributor says:
    This app has one of the best UIs I’ve seen; it looks premium in every aspect. Let’s see how it performs in the long run.
    1. Arif Author Post Creator says:
      Yeah, give it a shot and then share ur experience
  2. Ashraful Author says:
    Onek din dhore use korchi. Onek valo ekta App.
    1. shewriar Contributor says:
      Vaiya apk ta share korte parben….apnar telegram thakle link ta den… dantotsu website open hochhe na…
  3. Sohel Rana Contributor says:
    Bangalai manga porar system ace
    1. Arif Author Post Creator says:
      No
  4. RDX Contributor says:
    Anime gula ki time moto upload hoy? I mean taratari?
    1. Arif Author Post Creator says:
      Yes. Site gula joto taratari upload korbe, Ethaneo toto taratari peye jaben. Notification system o ache
  5. guavuavcycayfayqvqu Contributor says:
    Review animebd.pages.dev/pass
  6. Mahmud Contributor says:
    app e to login e kora jay nah
    1. Arif Author Post Creator says:
      Login korte partesen na, seta na bole boltesen login kora jay na….
  7. shewriar Contributor says:
    Vaiya….recent time a dantotsu website er page open hoina…Jodi kew apk ta share korten…😥

Leave a Reply