[Tutorial] [Apps] এবার আপনার মোবাইলের ডিলেট হয়ে যাওয়া SmS ফেরত আনুন। [with Screenshot]
Hi all !! কেমন আছেন সবাই? নিশ্চই ভাল আছেন। হেড লাইন দেখে হয়ত চমকে গেছেন! আসলে এটা সম্ভব। আমাদের মোবাইলে অনেক পারসোনাল SmS থাকে যা অনেক দরকারি এবং গুরুত্বপূর্ণ। কিন্তু যখন কোন কারনে আমাদের মোবাইল রিসেট দেওয়ার দরকার হয় তখন সব ডিলিট হয়ে যায়। তছাড়া আপনার মোবাইল টা যদি হারিয়ে যাই তাহলে তো আর ফিরে আসা অসম্ভব। কিন্তু আজকে থেকে সব কিছু হারিয়ে গেলেও আপনার SmS গুলা হারাবে না।
যা যা লাগবে:১) আপনার স্মার্ট ফোন।
২) কিছু সময়
৩) একটা এপস Dawnload SMS Backup & Restore-Pro
কাজের ধরণ:
এপটা ডাউনলোড করে ইন্সটল করুন।তারপর ওপেন করুন।
এপ্সটা তে কাজের ধরন সাধারণত দুই প্রকার।
ক) SmS Backup
খ) SmS Restore
প্রথম ধাপ:১) এপ্সটা ওপেন করে Backup লিখাতে ক্লিক করুন।
২)এর পর নিচের মত আসবে সেখানে Ok লিখাতে ক্লিক করুন।
৩) এর পর নিচের মত আসবে একটা বক্স দেখতে পাবেন সেখানে SmS ফাইল টা কি নামে সেইভ হবে সেটা লিখা থাকবে। আপনি চাইলে আপনার ইচ্ছা মত নাম দিয়ে সেইভ করতে পারেন।এর পর Ok লিখাতে ক্লিক করুন।
৪) আপনার SmS গুলা সফল ভাবে Backup নেওয়া হয়ে গেলে নিচের মত দেখতে পাবেন।
এখন SmS Backup নেওয়া শেষ। এর পর দেখাব কি ভাবে পরে SmS গুলা রিসেট দিবেন।
দ্বিতীয় ধাপ:১) SmS Restore দেওয়ার জন্য আবার সফটওয়্যার টা ওপেন করুন। এবং Restore লিখাতে ক্লিক করুন।
২) এর পর আপনি প্রথম ধাপে backup নেওয়া ফাইলটা দেখতে পাবেন। সেই ফাইলটা তে ক্লিক করুন।
৩) এখব একটা পেইজ আসবে সেখান থেকে Yes লিখাতে ক্লিক করুন।
৪) যদি আপনার SmS গুলা সফল ভাবে Restore হয় তা হলে নিচের মত দেখতে পাবেন।
এখন আপনার ইনবক্স চেক করে দেখুন। কি দেখলেন আপনার sms গুলা আবার ফিরে এসেছে।
কিছু না বুঝলে কমেন্ট করুন।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন।
ধন্যবাদ সবাই কে।
আর হ্যা ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন।