[Tutorial] [Apps] এবার আপনার মোবাইলের ডিলেট হয়ে যাওয়া SmS ফেরত আনুন। [with Screenshot]

Hi all !! কেমন আছেন সবাই? নিশ্চই ভাল আছেন। হেড লাইন দেখে হয়ত চমকে গেছেন! আসলে এটা সম্ভব। আমাদের মোবাইলে অনেক পারসোনাল SmS থাকে যা অনেক দরকারি এবং গুরুত্বপূর্ণ। কিন্তু যখন কোন কারনে আমাদের মোবাইল রিসেট দেওয়ার দরকার হয় তখন সব ডিলিট হয়ে যায়। তছাড়া আপনার মোবাইল টা যদি হারিয়ে যাই তাহলে তো আর ফিরে আসা অসম্ভব। কিন্তু আজকে থেকে সব কিছু হারিয়ে গেলেও আপনার SmS গুলা হারাবে না।

যা যা লাগবে:

১) আপনার স্মার্ট ফোন।

২) কিছু সময়

৩) একটা এপস Dawnload SMS Backup & Restore-Pro

কাজের ধরণ:
এপটা ডাউনলোড করে ইন্সটল করুন।তারপর ওপেন করুন।
এপ্সটা তে কাজের ধরন সাধারণত দুই প্রকার।

ক) SmS Backup

খ) SmS Restore

প্রথম ধাপ:

১) এপ্সটা ওপেন করে Backup লিখাতে ক্লিক করুন।

২)এর পর নিচের মত আসবে সেখানে Ok লিখাতে ক্লিক করুন।

৩) এর পর নিচের মত আসবে একটা বক্স দেখতে পাবেন সেখানে SmS ফাইল টা কি নামে সেইভ হবে সেটা লিখা থাকবে। আপনি চাইলে আপনার ইচ্ছা মত নাম দিয়ে সেইভ করতে পারেন।এর পর Ok লিখাতে ক্লিক করুন।

৪) আপনার SmS গুলা সফল ভাবে Backup নেওয়া হয়ে গেলে নিচের মত দেখতে পাবেন।

এখন SmS Backup নেওয়া শেষ। এর পর দেখাব কি ভাবে পরে SmS গুলা রিসেট দিবেন।

দ্বিতীয় ধাপ:

১) SmS Restore দেওয়ার জন্য আবার সফটওয়্যার টা ওপেন করুন। এবং Restore লিখাতে ক্লিক করুন।

২) এর পর আপনি প্রথম ধাপে backup নেওয়া ফাইলটা দেখতে পাবেন। সেই ফাইলটা তে ক্লিক করুন।

৩) এখব একটা পেইজ আসবে সেখান থেকে Yes লিখাতে ক্লিক করুন।

৪) যদি আপনার SmS গুলা সফল ভাবে Restore হয় তা হলে নিচের মত দেখতে পাবেন।

এখন আপনার ইনবক্স চেক করে দেখুন। কি দেখলেন আপনার sms গুলা আবার ফিরে এসেছে।

কিছু না বুঝলে কমেন্ট করুন।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন।
ধন্যবাদ সবাই কে।
আর হ্যা ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন।

6 thoughts on "[Tutorial] [Apps] এবার আপনার মোবাইলের ডিলেট হয়ে যাওয়া SmS ফেরত আনুন। [with Screenshot]"

  1. Avatar photo Rakibul420 Contributor says:
    ভাই অাপনে কি uc browser দিয়ে নাকি opera mini দিয়ে এই পোস্ট টি করেছেন।
    1. Avatar photo Fahim Contributor Post Creator says:
      uc mini দিয়ে পোষ্টা করছি??

      কেন জানতে পারি???

  2. Avatar photo Rakibul420 Contributor says:
    না অামি নতুন তো তাই জেনে নিচ্ছি।
    1. Avatar photo Fahim Contributor Post Creator says:
      ওকে
  3. Avatar photo dj imran Contributor says:
    vi ami download link dite pari na..help korben via plz!!!!!!
    1. Avatar photo Fahim Contributor Post Creator says:
      [url=http://আপনার লিনক] dawnload [/url]

      কমেন্ট বক্সে কাজ করেনা।

      পোষ্ট করার সময় কাজ করে।

Leave a Reply