Site icon Trickbd.com

“Blood Donation” – একটি Android App – যা বিপদে আপনার পরম বন্ধু হতে পারে

অনেক সময় আমাদের বন্ধু বা রিলেটিভের জন্য রক্তের প্রয়োজন হয়…
অনেকে রক্ত দিতে ইচ্ছুক থাকলে ও তাদের আমরা খুজে পাই না অথবা খুজতে মাঝে মাঝে অনেক কাঠ খড় পোড়াতে হয়…

আর এই সমস্যার একটা দারুন সমাধান হতে পারে Blood Donation App.
এটি একটি Android Application.
কিভাবে কাজ করেঃ

১। স্থান (Loacation) ভিত্তিক
২। ইনিস্টিটিউট (Institute) ভিত্তিক

স্থান (Loacation)ঃ
আপনি আপনার Division. District, Thana সিলেক্ট করে দিতে পারবেন।

ইনিস্টিটিউট (Institute)ঃ
ধরুন আপনি চান যে আপনি আপনার স্কুল (School), কলেজ (College) , ইউনিভার্সিটি (University) বা প্রতিষ্ঠান এর নাম বা নামের প্রথম এক বা দুই অক্ষর(Letter) লিখে সার্চ করতে পারেন।
যদি উক্ত এলাকার বা প্রতিষ্ঠানের কেউ নির্দিষ্ট ব্লাড ধারি Register করে থাকেন তবে আপনি search Result তাদের দেখতে পারবেন। এবং সেখান থকে তাদের প্রফাইল (Profile) এ গিয়ে তাদের সাথে কন্টাক্ট (Contact) করার তথ্য পেয়ে যাবেন।

মোট কথা, আপনার এলাকার বা ইনিস্টিটিউটের যত লোক Register করবে আপনার ব্লাড ডোনার পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে।

সুতরাং, আপনার বন্ধুদের জানান। তাদের ও Register করতে উদবুদ্ধ করুন।

আপনার বিপদের সময় এই Application টা ই হতে পারে আপনার পরম বন্ধু।

Download Link:

Download